<p>কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চরে ট্রেনে কাটা পড়ে হাজেরা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ নভেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম রেলপথের হরিশ্চরে এ দুর্ঘটনা ঘটে। হাজেরা বেগম জেলার লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের কোয়ার গ্রামের আবদুল মালেকের স্ত্রী।</p> <p>নিহতের ছেলে সানা উল্যাহ বলেন, ‘আমার মা মানসিকভাবে অসুস্থ ছিলেন। রেলওয়ে পুলিশকে মায়ের চিকিৎসার কাগজপত্র দেখিয়ে আমরা মরদেহ বাড়িতে নিয়ে এসেছি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাংবাদিকদের গাছে বেঁধে 'লাল থেরাপির' ঘোষণা স্বাস্থ্য কর্মকর্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730713143-9bf4989c13221da464270f151d4201b2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাংবাদিকদের গাছে বেঁধে 'লাল থেরাপির' ঘোষণা স্বাস্থ্য কর্মকর্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/04/1442632" target="_blank"> </a></div> </div> <p>লাকসাম জিআরপি থানার এসআই মাসুদুর রহমান বলেন, ‘খবর পেয়ে দুপুর সাড়ে ১২টায় হরিশ্চর রেলগেইটের দক্ষিণ পাশ থেকে একজন নারীর মরদেহ উদ্ধার করেছি। সন্তানদের অনুরোধে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’</p> <p>লাকসাম জিআরপি থানার ওসি এমরান হোসেন বলেন, ‘লালমাই উপজেলার হরিশ্চর রেলগেইটের ১০০ গজ দক্ষিণে উৎসবপদুয়া এলাকায় চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেনের কাটায় একজন নারীর মৃত্যু হয়েছে। শুনেছি ওই নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন।’</p>