<p>বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ ও দুই পক্ষকে একত্র করতে সরকার সমঝোতা সভার আহ্বান করলেও এক পক্ষ উপস্থিত হয়নি। বৈঠক শেষে দুই পর্বে ইজতেমা অনুষ্ঠানের তারিখ নির্ধারণ হলেও কোন পক্ষ কোন পর্বে ইজতেমা করবে তা নিশ্চিত হয়নি। এই অবস্থায় এক পক্ষ তাদের অনুপস্থিতির কারণ জানিয়েছে গণমাধ্যমকে। একই সঙ্গে বুধবার সরকারের সঙ্গে তারা বসতে চায় বলে জানিয়েছে এক বিবৃতিতে।</p> <p>আজকের বৈঠকে অনুপস্থিত আলমি শুরা বা যুবায়েরপন্থীদের মিডিয়াবিষয়ক সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান কালের কণ্ঠকে এই তথ্য জানান।</p> <p>যুবায়েরপন্থীদের এই মুখপাত্র জানান, আজ সোমবার সকাল ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে তাদের উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু এ বৈঠকে অংশ নিতে অপারগতা জানিয়েছে তাবলিগ জামাতের আলমি শুরাপন্থীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া চিঠিতে বলা হয়েছিল, বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইন-শৃঙ্খলা রক্ষা, ইজতেমার সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে বৈঠকে আলোচনা হবে। ওই বিজ্ঞপ্তিতে তাবলিগ জামাতের উভয় পক্ষের পাঁচজন করে প্রতিনিধি সদস্যকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছিল। এরপর এক বিবৃতিতে আলমি শুরাপন্থীরা এই বৈঠকে বসতে অপারগতা প্রকাশ করেছে। একই সঙ্গে বুধবার তাদের নিয়ে পৃথক বৈঠকে বসার অনুরোধ জানানো হয়েছে।</p> <p>বিবৃতিতে অনুপস্থিতির কারণ হিসেবে বলা হয়, বর্তমানে তাদের উল্লেখযোগ্য মুরব্বি পাকিস্তানের লাহোরের রাইবেন্ডে ইজতেমায় রয়েছেন। তাই অল্প সময়ে তাদের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নেওয়া কঠিন হয়ে পড়েছে।</p> <p>বিবৃতিতে আরো বলা হয়েছে, বর্তমান দারুল উলুম দেওবন্দসহ প্রায় সব আলেমরা সাদপন্থী অনুসারীদের ‘না হক’ সাব্যস্ত করেছেন। এ অবস্থায় সহাবস্থানে বসে বৈঠক করা সমীচীন নয় বলে তারা মনে করেন।</p> <p>প্রসঙ্গত, আগামী বছর দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।</p> <p>আজ সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।</p> <p>ইজতেমা নির্বিঘ্ন করতে তাবলিগের দুই পক্ষকে নিয়ে বৈঠকের কথা ছিল। তবে বৈঠকে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নিলেও মাওলানা যুবায়েরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না। পাশাপাশি কোন পক্ষ আগে এবং কোন পক্ষ পরে ইজতেমা করবে তা-ও এখনো চূড়ান্ত হয়নি।</p>