চলচ্চিত্র পুরস্কার : সুচরিতা-নাঈমসহ চারজনকে নিয়ে জুরি বোর্ড পুনর্গঠন
হযরত আলী হিরু
হযরত আলী হিরু
শেয়ার
অভিনেত্রী সুচরিতা, অভিনেতা নাঈম ও সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের লক্ষে পুরস্কার প্রাপকদের নাম সুপারিশ করার জন্য ‘জুরিবোর্ড’ পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে গত ১৫ সেপ্টেম্বর। সেই প্রজ্ঞাপন জারির দেড় মাসের মাথায় আবার পুনর্গঠিত ‘জুরিবোর্ড’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জুরিবোর্ডে চারজন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা হলেন- আশির দশকের সাড়া জাগানো অভিনেত্রী সুচরিতা, নব্বই দশকের অভিনেতা খাজা নাঈম মুরাদ, সুরকার ও সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু ও চলচিত্র পরিচালক সাঈদুর রহমান সাঈদ।
সোমবার (৪ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদাধিকার অনুযায়ী জুরিবোর্ডের সভাপতি হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র)। সদস্যসচিব হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান, সদস্য হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিশাখা প্রধান।
জুরিবোর্ডে আরো আছেন চিত্রগ্রাহক বরকত হোসেন, গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক ওয়াহিদ সুজন।
জুরিবোর্ড ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পর্যবেক্ষণপূর্বক পুরস্কারের জন্য চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীদের নাম সুপারিশ করবে বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পুনর্গঠিত জুরিবোর্ডের কার্যপরিধিতে বলা হয়েছে।
মেহজাবীন ও রাজীবের ক্রন্দনরত মুহূর্তটি যেন পূর্ণতার উচ্ছ্বাস
বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
সংগৃহীত ছবি
তেরো বছর আগে মাত্র ১৫ মিনিটের জন্য দেখা হয়েছিল দুজনের। তারপর আর ছাড়াছাড়ি হয়নি, বাঁধা পড়ে গেছে মন। হাতে হাত রেখে বাকিটা জীবনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন প্রেমিক যুগল মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব।
সোমবার ঢাকার অদূরে মধুমতী মডেল টাউন রিসোর্টে হয়েছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা।
এদিন দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেন অভিনেত্রী। সঙ্গে শেয়ার করেন দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে প্রথম দেখার সময়ের কথাও।
২০১২ সালে ‘ভাঙা দাঁতের মিষ্টি হাসির ছেলেটি’র সঙ্গে প্রথম দেখা। রাস্তার ওপার থেকেই চোখাচোখি।
কথা হয়েছিল ১৫ মিনিটের জন্য, করমর্দনের জন্যই স্পর্শ পেয়েছিল হাত। তারপর ছেলেটি চলে যায়, সঙ্গে নিয়ে যায় মেহজাবীনের মন। সেদিন থেকেই অভিনেত্রী জানতেন, এই সেই মানুষ।
বিয়ের সাজে মেহজাবীন চৌধুরী।
ছবি: তাহসিন রহমান
১৩ বছর পর জীবনের চড়াই-উতরাই পেরিয়ে অনেকটা বড় হয়ে গেছেন দুজনে—এমনই মনে করেন অভিনেত্রী। ভালো-মন্দ সব কিছুতেই পাশে আছেন পরস্পর। সেই সম্পর্কের পূর্ণতা দিয়ে গত ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন মেহজাবীন-আদনান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ের ছবি-ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ভাইরাল হয়েছে বিয়ের মঞ্চে বরকে জড়িয়ে ধরে মেহজাবীনের কান্নার ছবি-ভিডিও! দুজনের চোখেই পানি, আবেগে অশ্রুসিক্ত তারা।
একজন আরেকজনের চোখের পানি মুছে দিচ্ছেন।
‘মেহজাবীন কান্না করছেন আর আদনান আল রাজীব তার চোখের পানি মুছে দিলেন! সবচেয়ে সুন্দর মুহূর্ত সম্ভবত এটাই।’- এমন হাজারো মন্তব্যে সয়লাব ফেসবুক!
মেহজাবীন ও রাজীবের ক্রন্দনরত মুহূর্তটি যেন পূর্ণতার উচ্ছ্বাস! অনুভূতিটা ঠিক রবীন্দ্রনাথের ‘হৈমন্তী’র গল্পের চরিত্রের ‘আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম।’-এর মতোই।
মঙ্গলবার দুপুরে নিজেদের বিয়ের ভিডিও শেয়ার করে মেহজাবীন লেখেন, ‘প্রতিটি পদক্ষেপ, প্রতিটি হৃদস্পন্দন, প্রতিটি মুহূর্ত আমাদের এখানে নিয়ে এসেছে—চিরকাল একসঙ্গে পথ চলতে। এই গান আমাদের যাত্রা, আমাদের ভালোবাসা এবং নতুন অধ্যায়ের সূচনার প্রতিচিত্র।’
আদনান আল রাজীবের সঙ্গে মেহজাবীনের প্রেমের শুরু ২০১২ সালের ৯ এপ্রিল থেকে! সেই দিন থেকে তাদের বিয়ের দিন, অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫—মোট ৪৬৯৪ দিন!
শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছে টক্সিক ব্রেইনের ‘মায়াবী মহাকাল’
বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
দেশের প্রতিভাবান কয়েকজন তরুণের উদ্যোগে গঠিত গানের দল ‘টক্সিক ব্রেইন’। ইতোমধ্যে ভার্চুয়াল জগতে পরিচিতিও পাচ্ছে ব্যান্ড দলটি। গত ১৯ ফেব্রুয়ারি তাদের পঞ্চম মৌলিক গান প্রকাশ করেছে দলটি। ‘মায়াবী মহাকাল’ শিরোনামের গানটি প্রকাশের পরপরই শ্রোতাদের মাঝে দারুণ জনপ্রিয়তা পায়।
গানটি মূলত হারিয়ে যাওয়া বন্ধুদের মনে করে লেখা।
সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ইউটিউব, ‘মায়াবী মহাকাল’ গানটির প্রশংসায় ভাসতে দেখা গেছে নতুন প্রজন্মের শ্রোতাদের। দেশের জনপ্রিয় সব ব্যান্ডের নতুন গান এখন খুব একটা প্রকাশ হচ্ছে না, পুরোনো গানেই মঞ্চ মাতিয়ে চলেছে একের পর এক। আসছে না নতুন কোনো গানের দল, নতুন কোনো ব্যান্ড।
এই পরিস্থিতিতে টক্সিক ব্রেইনের নতুন এ গানটি শ্রোতাদের হৃদয়ে নতুন করে সুরের ছন্দ তুলেছে বলেই মনে করছেন সংগীতপ্রেমীরা।
ব্যান্ডের শুরুর দিকের কথা জানতে চাওয়ায় বর্তমান গিটারিস্ট আসিফ আদনান জানান, শুরুর দিকে ব্যান্ডের নাম ছিল ‘ব্রোকেন’, তবে সদস্য পরিবর্তনের কারণে পরবর্তীতে ‘টক্সিক ব্রেইন’ নামে নতুনভাবে যাত্রা শুরু করেন।
ভালোবাসা দিবস উপলক্ষে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। সিনেমাটিতে গান রয়েছে তিনটি, যার মধ্যে দুটি রবীন্দ্রসংগীত ও একটিমাত্র মৌলিক গান।
‘বৈরী বাতাস’ শিরোনামের মৌলিক গানটিও ইতিমধ্যে উন্মুক্ত হয়েছে। শ্রোতা-দর্শকরা বেশ পছন্দ করছেন।
লুৎফর হাসানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার মার্সেল। গানটিতে মার্সেলের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বাঁধন সরকার পূজা।
তিনি কালের কণ্ঠকে বলেন, “মেহজাবীন আপুর নাটকে আগেও আমার গান করা হয়েছে, কিন্তু পরিচালক ভিকি জাহেদ ভাইয়ার সঙ্গে ওয়েবে এবারই প্রথম। উনি আমার দুটি মিউজিক ভিডিও করেছিলেন।
‘নীল সুখ’ দিয়ে প্রথমবার ওয়েব ফিল্মে গান গাওয়া। সব কিছু মিলিয়ে আমার জন্য খুবই ভালো অভিজ্ঞতা। মানুষের মাঝে দেরিতে এলেও গানটির রেসপন্স আমাকে মুগ্ধ করেছে। গানটি গাওয়ার সময়ই মনে হয়েছিল দর্শকের পছন্দ হবে।
”
ভিকি জাহেদ পরিচালিত ‘নীল সুখ’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, রেহান, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ। এটি দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফরম বিঞ্জে।
প্রধান উপদেষ্টার কাছে দিতিকন্যার অনুরোধ, শাস্তি চাইলেন দোষীদের
হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করলেন লামিয়া
সামাজিক মাধ্যমে দিলেন এক ভিডিও বার্তা
পরিবারের নিরাপত্তা চাইলেন দিতিকন্যা
বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
দিতিকন্যা লামিয়া চৌধুরী
হামলাকারীদের গ্রেপ্তার ও নিজের নিরাপত্তা চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানিয়েছেন আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী ও অভিনেত্রী দিতির কন্যা লামিয়া চৌধুরী। কিছুদিন আগে নিজের জমি দখলে বাধা দেওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নিজ বাড়িতে প্রায় ৪০ জন সন্ত্রাসী লামিয়ার ওপরে হামলা করেন। শেষে প্রাণ নিয়ে পালিয়ে ঢাকায় ফেরেন বলে দাবি করেন লামিয়া। এ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ রাখলেন তিনি।
আরো পড়ুন
পরকীয়ার অভিযোগে ভাঙছে গোবিন্দার সংসার!
সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুকে ভিডিও বার্তাসহ একটি পোস্ট করেন লামিয়া। সেখানে তিনি লেখেন, ‘শনিবার (২২ ফেব্রুয়ারি) আমার মায়ের (প্রয়াত চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি) গ্রামের বাড়ি, সোনারগাঁয়ে আমাদের পারিবারিক জমি দখল করার উদ্দেশ্যে একটি সন্ত্রাসী গোষ্ঠী আমার ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। লাঠি, দেশীয় অস্ত্র এবং ইট-পাথর নিয়ে তারা আমার ওপর নির্মম আঘাত হানে, যার ফলে আমি গুরুতর আহত হয়েছি এবং ইমিডিয়েট সার্জারি করা লাগবে।’
আরো পড়ুন
‘রান্নাঘরের দরজা খুলতেই পিস্তল হাতে দুজন’, গুলিবিদ্ধ হওয়ার বর্ণনা দিলেন অভিনেতা আজাদ
এরপর লামিয়া লেখেন, ‘আমি গভীর দুঃখের সঙ্গে লক্ষ করছি যে কিছু ব্যক্তি এই ঘটনাটিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে এবং আমাকে রাজনীতির সাথে জড়ানোর অপচেষ্টা করছে।
আমি স্পষ্ট করে বলতে চাই, আমার বাবা, প্রয়াত চিত্রনায়ক সোহেল চৌধুরী, এবং মা, প্রয়াত চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি, কেউই কখনো রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। তারা ছিলেন সংস্কৃতির মানুষ, আমিও তাদের আদর্শেই চলেছি এবং চলব।’
লামিয়া যোগ করেন, ‘এই হামলাটি কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি সম্পূর্ণভাবে জমি দখল ও আমাকে হত্যার উদ্দেশ্যে সংঘটিত হয়েছে। আমি এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং দাঁড়িয়ে থাকব।
আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ করছি, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক।’
সব শেষে দিতিকন্যা লিখেছেন, ‘আমি আমার এবং আমার পরিবারবর্গের নিরাপত্তার জন্য পর্যাপ্ত প্রটেকশন চাই।’
আরো পড়ুন
মেহজাবীন-রাজীবের বিয়েতে যা বললেন জয়
এর আগে নিজ বাড়িতে সন্ত্রাসী হামলার শিকার হন প্রয়াত অভিনেত্রী দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী। জমিসংক্রান্ত ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নিজ বাড়িতে প্রায় ৪০ জন তাকে আক্রমণ করেন। প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন বলে দাবি দিতিকন্যা লামিয়া চৌধুরীর।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান লামিয়া। এ হামলার ঘটনায় নিজের মামিকেও দায়ী করেন দিতিকন্যা।