আমরা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি : এনবিআর চেয়ারম্যান

রাজশাহী ব্যুরো
রাজশাহী ব্যুরো
শেয়ার
আমরা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি : এনবিআর চেয়ারম্যান
ছবি: কালের কণ্ঠ

 বিশ্বের অন্য কোনো দেশে এত কম ট্যাক্স কোনো জাতি দেয় না বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান। তিনি বলেন, ‘আমরা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি। বেশি ভ্যাট ট্যাক্স আদায়ে অভিযান শুরু করা হবে।’

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২৬ সালের প্রাক-বাজেট ও রাজশাহী বিভাগের চেম্বারের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন
নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন : খায়ের ভূঁইয়া

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন : খায়ের ভূঁইয়া

 

আবদুর রহমান বলেন, ‘আমাদের ট্যাক্স বেইস বড় করতে হবে। আমাদের ১ কোটি ১২ লাখ টিআইএনধারী আছেন। রির্টান দেন ৪০ লাখ। তার মধ্যে ২৫-২৬ লাখই ট্যাক্স দেন না বা মিনিমাম ট্যাক্স দেন।

বাকি যারা আছে তাদের আমরা চেজ করতে পারছি না। এখন এটাকে নিয়ে নোটিশ করা হচ্ছে। আমাদের বড় বাধা হচ্ছে যে বিশ্বের মধ্যে এত কম ট্যাক্স কোনো জাতি দেয় না। এটা কিন্তু সত্য কথা।
আমরা ৫২-৫৩ বছর ধরে প্রতি ঋণ নিয়ে নিয়ে বাজেট প্রণয়ন করায় আমরা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি। এই অবস্থা থেকে উত্তরণে বেশি ভ্যাট ট্যাক্স আদায়ে অভিযান চালানো হবে।’
 
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এবারের বাজেটে জনগণের লাইফ একটু ইজি করতে ব্যাপক সংস্কার থাকবে। আমাদের লোকজন যারা কাজ করেন তারা কিন্তু মাঠে খুব চষে বেড়াবেন। এর সঙ্গে আপনাদের সবাইকে কিন্তু লাগবে।
আমরা ব্যাপক অভিযান চালাচ্ছি। আমরা মনে করি, এই বাংলাদেশের মানুষ আরো বেটার লাইফ ডির্জারভ করে। আমাদের সেই ক্যাপাবিলিটি আছে।’

তিনি বলেন, ‘রাষ্ট্রের ব্যয় বাড়লেও ভ্যাট আদায় বাড়ছে না। ফলে অর্থের সংকট সৃষ্টি হচ্ছে। ১৯৯১ সালের ভ্যাট আইন পরিবর্তন করার ফলে এই সমস্যা আরো তীব্র হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে অটোমেটেড করার ওপর জোর দেওয়া হচ্ছে। করপোরেট ট্যাক্স আদায়ও অনলাইনে করা হচ্ছে। ট্যাক্স প্রদান সহজ করে সবাইকে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি ৩ কোটি টাকার ওপরের টার্ন অভার সহনশীল করা হবে।’

আরো পড়ুন
ঢাকার রাস্তায় চলল গ্রিন ক্লাস্টারের এসি বাস

ঢাকার রাস্তায় চলল গ্রিন ক্লাস্টারের এসি বাস

 

এর আগে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে প্রাক-বাজেট আলোচনা সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও শিল্প মালিকরা বক্তব্য দেন। এ সময় তারা স্থানীয় পর্যায়ে তাদের দাবিদাওয়া তুলে ধরেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

বিদেশে বিনিয়োগের অনুমতি পেল স্টার্টআপ কম্পানি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বিদেশে বিনিয়োগের অনুমতি পেল স্টার্টআপ কম্পানি
সংগৃহীত ছবি

দেশের স্টার্টআপ কম্পানিগুলোকে বিদেশে বিনিয়োগের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৭ মার্চ) এসংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশের স্টার্টআপ ব্যবসা প্রতিষ্ঠান ১০ হাজার ইউএস ডলার বা সমতুল্য বৈদেশিক মুদ্রা বিদেশে একটি মাত্র কম্পানি গঠনের জন্য পাঠাতে পারবে।

এ অনুমতি বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর অধীনে দেওয়া হয়েছে।

নিবাসী প্রতিষ্ঠানগুলো এখন থেকে ব্যাংকে আবেদন করে বিদেশে কম্পানি প্রতিষ্ঠার জন্য রেমিট্যান্স পাঠাতে পারবে।

পরিপত্রে বলা হয়, ব্যক্তি পর্যায়ে বাংলাদেশি নাগরিকদের একই পদ্ধতিতে বিদেশে কম্পানি প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে, আবেদনকারীদের উদ্ভাবনী ধারণা থাকতে হবে, যা বিদেশে ব্যবসা সম্প্রসারণসহ পরবর্তীতে বাংলাদেশে বিনিয়োগ ও আয় নিয়ে আসার সুযোগ সৃষ্টি করবে।

ছোট আকারের বিনিয়োগের পাশাপাশি নিবাসী কম্পানিগুলোকে তাদের নিজস্ব শেয়ার বা সিকিউরিটিজের সঙ্গে বিদেশি কম্পানির শেয়ার সোয়াপের মাধ্যমে বিদেশে বিনিয়োগ সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ পদ্ধতিতে বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে নগদ অর্থের প্রয়োজন হবে না। এ পদ্ধতিতে বিদেশে বিনিয়োগ প্রস্তাবনা বিবেচনায় ক্ষেত্রে শেয়ার বা সিকিউরিটিজের সোয়াপ অনুপাত সারা বিশ্বে উত্তম চর্চার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে।

মন্তব্য

রেমিট্যান্স প্রবাহ বাড়াতে নিউ ইয়র্কে বসছে মেলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রেমিট্যান্স প্রবাহ বাড়াতে নিউ ইয়র্কে বসছে মেলা
সংগৃহীত ছবি

ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে আগামী ১৯-২০ এপ্রিল নিউ ইয়র্কের বসছে চতুর্থ রেমিট্যান্স মেলা। ‘বৈধ রেমিট্যান্স, উন্নত বাংলাদেশ’ প্রতিপাদ্যে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এছাড়া সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।

জানা যায়, রেমিট্যান্স সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানকে উৎসাহিত করতে এবারও পুরস্কৃত করা হবে।

এর মধ্যে-সেরা ১০ জন বাংলাদেশি-আমেরিকান রেমিট্যান্স প্রেরক, বাংলাদেশের শীর্ষ ৩ রেমিট্যান্স রিসিভার ব্যাংক, শীর্ষ ৩ মানি এক্সচেঞ্জ কম্পানি/রেমিট্যান্স চ্যানেল পার্টনারকে পুরস্কৃত করা হবে।

দুইদিনের রেমিট্যান্স ফেয়ারের আয়োজন করেছে বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (বিইউসিসিআই) এবং ইউএসএ-বাংলা বিজনিস লিংক। আর সহযোগী হিসেবে থাকছে-বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টি। এবারের মেলা নিউ ইয়র্কে বাংলাদেশীদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটের সানাই রেস্তোরাঁ ও পার্টি হলে অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন
২৬ দিনেই প্রবাস আয়ে নতুন রেকর্ড

২৬ দিনেই প্রবাস আয়ে নতুন রেকর্ড

 

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে আছে-ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মানি ট্রান্সফার অপারেটর, রেমিট্যান্স চ্যানেল পার্টনার, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস, অফশোর ব্যাংকিং সেবা প্রদানকারী, মানি ট্রান্সফার এবং রেমিট্যান্স অ্যাপ, প্রবাসী ক্ষুদ্রউদ্যোক্তারা। 

১৯-২০ এপ্রিল দুই দিনের এ মেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। আর দর্শনার্থীরা মেলা পরিদর্শন করতে পারবেন বিনা টিকেটে। মেলায় আর্থিক প্রতিষ্ঠানের স্টলে প্রবাসী বাংলাদেশিদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ থাকবে।

এর বাইরে নানা রকম সেমিনার-সিম্পোজিয়ামের আয়োজন থাকছে। এছাড়া নেটওয়ার্কিং সেশনে অংশ নিবেন নিউ ইয়র্ক ফিনান্সিয়াল সার্ভিস ডিপার্টমেন্ট এবং প্রধান প্রধান মানি একচেঞ্জ কম্পানি। যার মাধ্যমে যোগাযোগ স্থাপন এবং রেমিট্যান্স খাতের সর্বশেষ উদ্ভাবনসমূহ এখানে প্রদর্শিত হবে।

আয়োজরা জানান, এবারের মেলায় গতবারের মতোই অংশগ্রহণ করবে সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ব্যাংক, মোবাইল ব্যাংকিং, অ্যাপ ডেভলোপার, মানি একচেঞ্জ ও বিভিন্ন চ্যানেল পার্টনার।

মেলায় এসব প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবার প্রদর্শনীর পাশাপাশি এ নিয়ে বিভিন্ন সেমিনাল সিম্পোজিয়াম, কিউ অ্যান্ড এ সেশন এবং নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত হবে। মেলা আয়োজক কমিটি রেমিট্যান্স ফেয়ার এবং অফশোর ব্যাংকিং নিয়ে একটি বিশেষ প্রকাশনাও থাকবে। যেখানে লিখছেন খ্যাতিমান অর্থনীতিবিদ, অধ্যাপক, ব্যাংকার। 

এরই মধ্যে মেলায় বিশেষ অতিথি হিসেবে যাঁরা অংশগ্রহণ নিশ্চিত করেছেন, তাদের মধ্যে রয়েছেন-বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, পরিচালক মনোয়ার উদ্দীন আহমেদ, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ, এক্সিম ব্যাংক অব বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, আইএফআইসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন, পূবালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মনজুরুর রহমান, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ, এসবিএসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মতি উল হাসান, পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী,  এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ প্রমুখ। 

এছাড়া বাংলাদেশ এবং আমেরিকার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ মেলায় উপস্থিত থাকবেন। মেলার মিডিয়া পার্টনার ‘বণিক বার্তা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, সাপ্তাহিক ‘ঠিকান’, একাত্তর টিভি ও নিউ ইয়র্ক ভিত্তিক টেলিভিশন চ্যানেল টিবিএন২৪। 
 

মন্তব্য

শুক্রবার খোলা থাকবে সরকারি ৪ ব্যাংক, লেনদেন ২ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শুক্রবার খোলা থাকবে সরকারি ৪ ব্যাংক, লেনদেন ২ ঘণ্টা
ফাইল ছবি

আগামীকাল শুক্রবার রাষ্ট্রীয় মালিকানার চারটি ব্যাংক খোলা থাকবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন তোলার সুবিধার জন্য এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব শাখা খোলা থাকবে। অফিস চলবে বিকেল ৩টা পর্যন্ত।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংক এসংক্রান্ত একটি  সার্কুলার জারি করেছে।

সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী—এই চার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দুই ঘণ্টার জন্য লেনদেন কার্যক্রম চালু থাকবে।

এতে বলা হয়েছে, শুক্রবার সরকারি ছুটি হলেও এই চার ব্যাংকে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমিত পরিসরে লেনদেন চলবে। তবে ব্যাংকের অফিস কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত। জুমাতুল বিদার কারণে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।

আর খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত। 

শুক্রবার থেকে টানা ৯ দিন ছুটি থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে শুক্রবার চারটি ব্যাংক খোলা রাখার এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রাসঙ্গিক
মন্তব্য

৯ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধায় আমদানি রপ্তানি

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি
শেয়ার
৯ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধায় আমদানি রপ্তানি
সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকবে দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা। ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে এই সময়ে বন্দর দিয়ে কোন প্রকার পণ্য আমদানি রপ্তানি হবে না। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মানুষ যাতায়াত স্বাভাবিক থাকবে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ।

বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের একটি চিঠিতে জানা যায়, শুক্রবার সাপ্তাহিক ছুটি। সেই সাথে ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে আমদানি রপ্তানি কার্যক্রম। তাই দুইদিন সাপ্তাহিক ছুটিসহ মোট ৯ দিন বন্ধ থাকবে চতুর্দেশীয় স্থলবন্দরটির আমদানি রপ্তানি কার্যক্রম। আগামী ৬ এপ্রিল আবারো পুরো দমে চালু হবে বন্দরের সব কার্যক্রম।

ভারত, নেপাল ও ভুটানের ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সাথে কথা বলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
 

মন্তব্য

সর্বশেষ সংবাদ