আবাসিক হলে মাদক সেবন, চুয়েটের ৪ শিক্ষার্থী বহিষ্কার

চুয়েট সংবাদদাতা
চুয়েট সংবাদদাতা
শেয়ার
আবাসিক হলে মাদক সেবন, চুয়েটের ৪ শিক্ষার্থী বহিষ্কার
সংগৃহীত ছবি

আবাসিক হলে মাদক সেবনের দায়ে ২ বছরের জন্য সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি আবাসিক হল থেকেও চিরতরে তাদের বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সদস্যসচিব ও চুয়েটের ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত চারটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রবিবার রাত ৮টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মোহাম্মদ শাহ হলের ৪০২ নম্বর কক্ষে প্রভোস্ট ও সহকারী প্রভোস্টদের অভিযান চলাকালে ৪ জন শিক্ষার্থী ও ২ জন ক্যান্টিন বয়কে সন্দেহজনক অবস্থায় পাওয়া যায়।

পরে কক্ষটি তল্লাশি করে আনুমানিক ২০ গ্রাম গাঁজা ও ৫০০ মিলি মদ পাওয়া যায়। ক্যান্টিন বয়দের জিজ্ঞাসাবাদ করা হলে তারা ওই শিক্ষার্থীদের মাদক সরবরাহের বিষয়টি স্বীকার করেন। 

শিক্ষার্থীদের মোবাইল ফোনসমূহ জব্দ করা হলে এবং কল লিস্ট চেক করা হলে ক্যান্টিন বয়ের সঙ্গে ফোনালাপের সত্যতা পাওয়া যায়। এক ক্যান্টিন বয়ের মোবাইল ফোন তল্লাশি করে ৪ শিক্ষার্থীকে ৪০২ নম্বর কক্ষে বসে মদ পানের ভিডিও পাওয়া যায়।

এ ঘটনায় তাদের সরাসরি সম্পৃক্ততা থাকায় তাদেরকে গাঁজা ও মদ সেবন এবং এসব মাদকদ্রব্য নিজ অধিকারে রাখার জন্য শাস্তি প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ ঘটনায় স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটি সব দিক বিবেচনা করে ন্যূনতম শাস্তি প্রদান করেছে। মাদকদ্রব্য প্রতিরোধ নীতিমালার বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে আরো কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরে ১১ মার্চের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

নটর ডেম কলেজে শুরু হয়েছে জাতীয় বিতর্ক উৎসব ও ডিবেটার্স লিগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
নটর ডেম কলেজে শুরু হয়েছে জাতীয় বিতর্ক উৎসব ও ডিবেটার্স লিগ
সংগৃহীত ছবি

নটর ডেম কলেজে শুরু হয়েছে ৩৬তম এনডিডিসি ন্যাশনালস এবং ১৩তম এনডিডিসি ডিবেটার্স লিগ। নটর ডেম ডিবেটিং ক্লাবের (এনডিডিসি) আয়োজনে তিন দিনব্যাপী এই উৎসব আজ বৃহস্পতিবার শুরু হয়ে চলবে ১২ এপ্রিল পর্যন্ত।

এ বছর উৎসবের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে বসুন্ধরা খাতা, কো-পাওয়ার্ড পার্টনার হিসেবে আছে মাইগ্রেশন অ্যান্ড একাডেমিক সেন্টার এবং নর্ডিক সোর্সিং সহযোগী পার্টনার হিসেবে যুক্ত রয়েছে। এর মধ্য দিয়ে বিতর্ক জগতে নটর ডেম ডিবেটিং ক্লাব আরেকটি গৌরবময় অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে।

৩৬তম এনডিডিসি ন্যাশনালসে ইংরেজি বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টারি ফরম্যাটে; যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৪০টি দল যুক্তি, বিশ্লেষণ ও বুদ্ধিবৃত্তিক চর্চার লড়াইয়ে অংশ নিচ্ছে।

আরো পড়ুন
সীতাকুণ্ডে এবার যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সীতাকুণ্ডে এবার যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

 

একই সঙ্গে ১৩তম ডিবেটার্স লিগে অনুষ্ঠিত হচ্ছে বাংলা বিতর্ক, এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটে। যেখানে ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে শিরোপার জন্য। 

এবারের লিগে যোগ হয়েছে নতুন একটি ব্যতিক্রমধর্মী মাত্রা—যেখানে প্রত্যেকটি দল পরিচালিত হচ্ছে একজন অভিজ্ঞ বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতার্কিকের নেতৃত্বে।

এই প্রতিযোগিতার জন্য বিতার্কিকদের নির্বাচন করা হয়েছে ২২ মার্চ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এক নিলামের মাধ্যমে, যা প্রতিযোগিতাকে করে তুলেছে আরো রোমাঞ্চকর।

উৎসবে বিতর্কের পাশাপাশি থাকছে একটি বিশেষ সেগমেন্ট— ‘আন্তর্জাতিক সম্পর্ক কুইজ’, যেখানে অংশগ্রহণকারীরা তাদের আন্তর্জাতিক এবং বৈশ্বিক প্রেক্ষাপট সংক্রান্ত জ্ঞানের প্রতিফলন ঘটাবেন, যা উৎসবে যুক্ত করছে অনন্য মাত্রা।

প্রাসঙ্গিক
মন্তব্য
সিকৃবির গবেষণা

লিচু ও লাউয়ের নতুন পোকার জাত শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
লিচু ও লাউয়ের নতুন পোকার জাত শনাক্ত
সংগৃহীত ছবি

বাংলাদেশে লিচুর গান্ধী পোকা ও লাউ ফসলের স্যাপ বিটলের নতুন জাত শনাক্ত করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) একদল বিজ্ঞানী। বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. ফুয়াদ মণ্ডলের নেতৃত্বে গবেষকদের দল এ দুটি জাত শনাক্ত করে।

গবেষকরা বলছেন, তাদের এ গবেষণা বাংলাদেশে খাদ্য ঘাটতি পূরণে বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সিকৃবির উপাচার্যের সচিবালয়ের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে পোকা দুটির পরিচিত ও ব্যবস্থাপনা বিষয়ক লিফলেট উন্মোচন করা হয়।

এতে গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করে গবেষকরা জানান, লিচুর গান্ধী পোকার আকৃতি সাধারণত গান্ধী পোকার চেয়ে বড়। এই শোষক পোকা লিচুর কচি পাতা, কাণ্ড এবং ফলের রস শোষণ করার কারণে কচি অবস্থায়ই লিচু শুকিয়ে যায় এবং মাটিতে ঝড়ে পরে। গবেষণায় দেখা গেছে, মারাত্মক আক্রমণের ফলে লিচুর ৮০ শতাংশ ফলনই কমে যায়।

গবেষকরা আরো জানান, লাউয়ের স্যাপ বিটল দলবদ্ধভাবে লাউয়ের প্রজনন পর্যায়ে পুরুষ ফুলে ব্যাপকভাবে আক্রমণ করে সব পরাগ রেণু খেয়ে ফেলে।

ফলে পরাগায়ন না হওয়ায় লাউয়ের ফল ধারণ সম্ভব হয় না। এতে ফলন ব্যাপক হারে হ্রাস পায়।

সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে লিফলেট উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক কৃষিবিদ মো. সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন ডিএইয়ের ফিল্ড সার্ভিস উইংয়ের পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, অর্থ ও সাপোর্ট সার্ভিসের অতিরিক্ত পরিচালক ড. মো. কাজী মজিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএইয়ের মহাপরিচালক কৃষিবিদ মো. সাইফুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গবেষণাকাজে ডিএইয়ের সহযোগিতা অব্যাহত থাকবে।’ 

তিনি বলেন, ‘কৃষিপ্রধান বাংলাদেশে খাদ্য ঘাটতি পূরণে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি গবেষণা খুবই গুরুত্বপূর্ণ।’ এ সময় তিনি প্রযুক্তি সম্প্রসারণে যেকোনো সহযোগিতা প্রদানের আশ্বাস দেন মো. সাইফুল আলম।

অনুষ্ঠান শেষে সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম ডিএইয়ের মহাপরিচালক কৃষিবিদ মো. সাইফুল আলমের কাছে নতুন দুটি পোকার পরিচিতি ও ব্যবস্থাপনা বিষয়ক লিফলেট কৃষক পর্যায়ে বিতরণের জন্য হস্তান্তর করেন।

মন্তব্য

কালিয়াকৈরে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শিক্ষার্থী বহিষ্কার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
শেয়ার
কালিয়াকৈরে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শিক্ষার্থী বহিষ্কার

গাজীপুরের কালিয়াকৈরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অসদুপায় অবলম্বন করার অভিযোগে সাকিব হোসেন নামের এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় ওই কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা শিক্ষক মো. সোহেল রানাকে আগামী পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খান।

 

শিক্ষা অফিসার বলেন, ‘গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ভোকেশনালের এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া হল পরিদর্শকের দায়িত্বে থাকা শিক্ষক সোহেল রানাকে আগামী পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

মন্তব্য

গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে ইআবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে ইআবিতে মানববন্ধন
সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শামছুল আলম সহ সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে শিবিরের স্মারকলিপি

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে শিবিরের স্মারকলিপি

 

জানা যায়, ‘দ্য ওয়াল্ড স্টপ ফর গাজা’ কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে এ মানববন্ধন কর্মসূচি পালন করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

একই দিন বাদ জোহর নিহত ফিলিস্তিনিদের জন্য বিশেষ দুআ মাহফিলেরও আয়োজন করা হয়। 
 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ