পদত্যাগের পর যা বললেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পদত্যাগের পর যা বললেন নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের কারণ হিসেবে নাহিদ ইসলাম বলেছেন, নতুন রাজনৈতিক দলে অংশ নেওয়ার আগ্রহ রয়েছে, রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা রাখতে পদত্যাগ করেছি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পদত্যাগের পর যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এসে এসব বলেন নাহিদ।

 

ছাত্রদের মধ্যে আরো দুজন এখনও সরকারে রয়েছেন। তারা মনে করছেন সরকারে তাদের থাকা দরকার। তারা যখন মনে করবেন তখন সরকার থেকে পদত্যাগ করবেন বলেও জানান নাহিদ ইসলাম।

আরো পড়ুন
৭ মাসে অনেক কিছু হয়েছে, এনাফ ইজ এনাফ : সেনাপ্রধান

৭ মাসে অনেক কিছু হয়েছে, এনাফ ইজ এনাফ : সেনাপ্রধান

 

তিনি বলেন, আমাদের অনেক সীমাবদ্ধতা ছিলো।

আমরা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি সবসময়। আমলাতান্ত্রিক জটিলতা ছিলো। আমরা এসে এই ব্যুরোক্রেসিকে যেভাবে পেয়েছি সেখানে পুলিশের আত্মবিশ্বাস কম ছিলো, তবে আমাদের সীমাবদ্ধতা থাকা স্বত্বেও কাজ করেছি।

আমি আশা করবো অন্তর্বর্তী সরকার আগামী দিনে জনগণের যে আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নে সচেষ্ট হবে ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যর পরিস্থিতিও ভালো হবে- যোগ করেন নাহিদ।

মন্তব্য

সম্পর্কিত খবর

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ৩০ জুনের মধ্যে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ৩০ জুনের মধ্যে
সংগৃহীত ছবি

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী ৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পিএসসির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আরো পড়ুন
বান্দরবানে ৯ তামাক চাষি-শ্রমিককে অপহরণ

বান্দরবানে ৯ তামাক চাষি-শ্রমিককে অপহরণ

 

পিএসসি চেয়ারম্যান বলেন, ‘আমরা ৪৪তম বিসিএস দ্রুত শেষ করার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করছি। ভাইভা আগামী ১৭ জুনের মধ্যে শেষ করা হবে।

এরপর দ্রুত ফল প্রস্তুতের কাজ শুরু হবে এবং ৩০ জুনের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।’

তিনি আরো, ‘পিএসসি এখন একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং স্বচ্ছ প্রতিষ্ঠান। আমরা সময়ের গুরুত্ব বুঝে কাজ করছি। প্রার্থীদের অপেক্ষা যেন দীর্ঘ না হয়, সেদিকে সর্বোচ্চ নজর দিচ্ছি।

আরো পড়ুন
ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

 

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে। ৪৪তম বিসিএসে মোট আবেদন করেছিলেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন।

মন্তব্য

নাসার আর্টেমিস অ্যাকর্ডের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নাসার আর্টেমিস অ্যাকর্ডের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই
সংগৃহীত ছবি

৫৪তম দেশ হিসেবে নাসার আর্টেমিস অ্যাকর্ডের সাথে সমঝোতা চুক্তি সই করেছে বাংলাদেশ।

মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর সাইডলাইনে এ চুক্তি সই হয়।

এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের মহাকাশ গবেষণার দ্বার উন্মোচিত হলো।
 

মন্তব্য

চালু হচ্ছে সরকারি ফার্মেসি, স্বল্পমূল্যে মিলবে ওষুধ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চালু হচ্ছে সরকারি ফার্মেসি, স্বল্পমূল্যে মিলবে ওষুধ
সংগৃহীত ছবি

প্রথমবারের মতো সারা দেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান।

বহুল ব্যবহৃত ২৫০ ধরণের ওষুধ মিলবে এসব ফার্মেসি। যেখানে ওষুধ কেনা যাবে তিন ভাগের এক ভাগ দামে, জানান তিনি।

অধ্যাপক সায়েদুর রহমান বলেন, সরকারি হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস আছে, অন্য প্রাইমারি হেলথকেয়ার সার্ভিস আছে কিন্তু কোথাও কোনো ফার্মাসিউটিক্যাল সার্ভিস নেই।

এটা হবে একটা নতুন বন্দোবস্ত, যা চালু করতে হবে। সরকারি যত হাসপাতাল এবং ক্লিনিক আছে, সেখানে এই ফার্মেসি করা হবে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে সরকারি ফার্মেসির বড় চ্যালেঞ্জ হচ্ছে ওষুধ চুরি ঠেকানো। তাই, পুরো ব্যবস্থা ডিজিটাল করা হবে।

অধ্যাপক সায়েদুর রহমান বলেন, বছরে ১৩শ কোটি টাকার ওষুধ কেনে সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি-ইডিসিএল। এবার থেকে বাড়বে বাজেট। প্রয়োজন অনুযায়ী বেশি পরিমাণে কেনা হবে ওষুধ। বাড়ানো হবে সরকারের উৎপাদন সক্ষমতাও।

দেশে ডায়াবেটিস-উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদি নানা রোগে আক্রান্ত কয়েক কোটি মানুষ। একজন রোগীর গড় চিকিৎসা ব্যয়ের ৬৪ ভাগই যায় ওষুধ কেনার পেছনে। ফলে, ওষুধ কিনতে গিয়েই প্রতি বছর দরিদ্র হন অনেক রোগী। 

এসব রোগীর কথা চিন্তা করে এবার তিন ভাগের এক ভাগ দামে ওষুধ বিক্রির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। সরকারি ফার্মেসিতে মিলবে ২৫০ ধরনের ওষুধ।

তা দিয়েই ৮৫ ভাগ রোগীর চিকিৎসা সম্ভব। 

প্রাসঙ্গিক
মন্তব্য

স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার বাসভবনে ইতালির ভিসাপ্রত্যাশীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার বাসভবনে ইতালির ভিসাপ্রত্যাশীরা
ছবি : কালের কণ্ঠ

ইতালির ভিসা সমস্যা সমাধানের দাবিতে রাজধানীর প্রেস ক্লাবে আন্দোলন করছেন ইতালির ভিসাপ্রত্যাশীরা। পাশাপাশি এই সমস্যা সমাধানে স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছেন আন্দোলনকারীদের পাঁচজন প্রতিনিধি।

আন্দোলনকারীদের প্রতিনিধি ইতালির ভিসাপ্রত্যাশী শাহীন মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা এই ইস্যু নিয়ে আন্দোলন করে আসছি। আমাদের সমস্যার কোনো সমাধান হচ্ছে না।

আজ মঙ্গলবার উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে আমাদের পাঁচজন কার্যালয়ে আছেন। আমাদের এই সমস্যা দ্রুত সমাধান করতে হবে। না হলে আমাদের আন্দোলন চলমান থাকবে।’

আরো পড়ুন
মঠবাড়িয়ায় ট্রাকচাপায় ইজি বাইক আরোহীর মৃত্যু, আহত ৫

মঠবাড়িয়ায় ট্রাকচাপায় ইজি বাইক আরোহীর মৃত্যু, আহত ৫

 

আন্দোলনকারীরা বলেন, ‘আমরা ইতালি এমবাসিতে দীর্ঘদিন যাবৎ ওয়ার্ক পারমিট (নুলঙ্কা) জমা করেও আজ অবধি কোনো সমাধান পাচ্ছি না।

ভিএফএস গ্লোবাল আমাদের জমাকৃত ওয়ার্ক পারমিট আবেদন ৯০ কর্মদিবসে নিষ্পত্তি করার কথা বলা থাকলেও আজ পর্যন্ত আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না।’ 

তারা আরো অভিযোগ করে বলেন, ‘ভিএফএস গ্লোবাল আগের ভিসার সমস্যার সমাধান না করেই প্রতিদিন জনপ্রতি ২২ হাজার টাকা পর্যন্ত ফি নিয়ে নতুন ভিসার আবেদন জমা নিচ্ছে। সর্বোপরি আমাদের ভুক্তভোগীদের একটাই দাবি কবে নাগাদ এমবাসি জমাকৃত ওয়ার্ক পারমিটের কার্যক্রম সমাধান করবে এবং তার একটি নির্দিষ্ট তারিখ উল্লেখ করুক। এ ছাড়া ইতালি এমবাসি ২০২৩ আগস্ট থেকে সিরিয়াল অনুযায়ী দুলঙ্কা নিষ্পত্তি করুক।

মন্তব্য

সর্বশেষ সংবাদ