ক্রিকেটার সাকিব আল হাসানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি করা হতে পারে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। গতকাল রবিবার রাজধানী ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ঈদ-পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান কাজ চলছে। এমনও হতে পারে তিনি দুদকের মামলার আসামি হবেন।
সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন, ‘সম্প্রতি প্রকাশিত একটি ছোট সংবাদ কণিকায় বলা হয়েছে, দুদকের করা মামলায় অভিযুক্ত টিউলিপ সিদ্দিকের বিলেতি আইনজীবীর পাঠানো পত্রের জবাব আমরা দিইনি। স্কাই নিউজের সূত্র উল্লেখ করে অভিযুক্ত বলেছেন, দুদক তাঁর সঙ্গেও যোগাযোগ করেনি।’
তিনি বলেন, দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের মন্ত্রী টিউলিপ সিদ্দিক সে দেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। দুদক তাঁর আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে টিউলিপ সিদ্দিককে জানিয়ে দিয়েছে—দালিলিক প্রমাণের ওপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির অভিযোগপত্র দেওয়া হয়েছে।
আদালতে হাজির হয়ে তাঁরা যেন অভিযোগের মোকাবেলা করেন। চিঠি লেখালেখি করে এ মামলার পরিণতি নির্ধারিত হবে না। আদালতেই তা নির্ধারিত হবে। আদালতে তাঁর অনুপস্থিতি অপরাধমূলক পলায়ন বলে বিবেচিত হবে।
তিনি আরো বলেন, কেবল টিউলিপ সিদ্দিক নন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যেকোনো সাধারণ নাগরিকের বেলায়ও দুদক একই প্রক্রিয়া অবলম্বন করে থাকে।
এ সময় কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী ও হাফিজ আহসান ফরিদ উপস্থিত ছিলেন।