আমেরিকার সঙ্গে সম্পর্ক ঠিক রাখাটাই জরুরি : সুপ্রদীপ চাকমা

রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি প্রতিনিধি
শেয়ার
আমেরিকার সঙ্গে সম্পর্ক ঠিক রাখাটাই জরুরি : সুপ্রদীপ চাকমা
মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ছবি : কালের কণ্ঠ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আমেরিকাতে ক্ষমতায় কে এলো, কে এলো না সেটা বড় বিষয় নয়, আমাদের সম্পর্কটা ঠিক রাখাটাই জরুরি। সেভাবে আমরা নিজেরাই অগ্রসর হচ্ছি। একইভাবে আমাদের প্রতিবেশীর সঙ্গে চিন্তাভাবনা করছি কীভাবে সম্পর্কে অগ্রসর হবো, সবকিছুই ঠিকমতো চলছে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

আজ রবিবার (১০ নভেম্বর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কাপ্তাই হ্রদে মৎস্য সম্পদ উন্নয়নে স্টেকহোল্ডারগণের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সুপ্রদীপ চাকমা কাপ্তাই হ্রদে শুধু মৎস্যসম্পদ উন্নয়নই নয়; হ্রদের বহুমুখী ব্যবহারের মাধ্যমে স্থানীয়দের জীবনমান কীভাবে উন্নত করা যায়, সেই বিষয়ে প্রস্তাব ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান। এ ছাড়া কাপ্তাই হ্রদ খননের যে পরিকল্পনা করা হয়েছে সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন।

তিনি বলেন, ‘পূর্বে ঢাকা থেকে সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন অঞ্চলের উন্নয়ন কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করা হত, যা মাঠ পর্যায়ে ফলপ্রসূ হত না, আমরা এই ধারা ভাঙতে চাই। স্থানীয় পরিকল্পনাগুলো মাঠ পর্যায়ে বসেই গ্রহণ করতে চাই।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে মতবিনিময়সভায় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, বিএফডিসি কমান্ডার আশরাফুল ইসলাম ভূঁইয়া, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবুজ্জাহের, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তনয় ত্রিপুরাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা কাপ্তাই হ্রদের ড্রেজিংয়ের বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, ষাটের দশকে কাপ্তাই হ্রদ সৃষ্টির পর এখনো ড্রেজিং না হওয়ায় তলদেশ ভরাট হয়ে গেছে। হ্রদে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে এর আয়তন দিনদিন কমছে। কাপ্তাই হ্রদ এই এলাকার মানুষের জীবিকা অর্জনের অন্যতম মাধ্যম।

শুষ্ক মৌসুম শুরুর আগেই হ্রদের পানি শুকিয়ে যাচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্যসম্পদ। পাশাপাশি উপজেলার সঙ্গে যোগাযোগেও ব্যাঘাত ঘটে। বক্তারা দ্রুত কাপ্তাই হ্রদে ড্রেজিংসহ দখল, দূষণ প্রতিরোধে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

মন্তব্য

সম্পর্কিত খবর

ইফতার মাহফিলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অতঃপর...

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
শেয়ার
ইফতার মাহফিলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অতঃপর...
সংগৃহীত ছবি

বিস্ফোরক আইনে ময়মনসিংহের নান্দাইলে ৭৫ জনকে আসামি করে মামলা করেছেন ছাত্রদলের সাবেক নেতা আতিকুজ্জামান ভুইয়া নওফেল। ওই মামলায় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ মামলা দায়ের করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বুধবার স্থানীয় শহীদ স্মৃতি আদর্শ কলেজে ইফতার পার্টির আয়োজন করেন নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান।

একই দিন ওই স্থানেই ইফতার আয়োজন করে বিএনপির আরেক অংশ। এতে উত্তেজনা দেখা দেয়। 

আরো পড়ুন
সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন জাতির জন্য ভালো হবে না : এ্যানি

সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন জাতির জন্য ভালো হবে না : এ্যানি

 

পরে বিকেল সাড়ে চারটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

এতে উভয় পক্ষের কমপক্ষে ১০জন আহত হন। ঘণ্টাখানেক সংঘর্ষ চলার পর উপজেলা প্রশাসন জানমালের নিরাপত্তায় ১৪৪ ধারা জারী করে। 

এই ঘটনার তিনদিন পর গত শুক্রবার রাতে ২৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০/৫০জনকে অভিযুক্ত করে মামলা করা হয়। ওই মামলায় অভিযুক্তদের বেশীরভাগই যুবদল নেতাকর্মী।

জানা যায়, সংঘর্ষের ঘটনার পর নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক এ এফএম আজিজুল ইসলাম পিকুলকে দলের সব ধরনের কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর একদিন পরই তাঁর সমর্থনপুষ্ট নেতাকর্মীদের নামে মামলা হয়। মামলার খবরে অভিযুক্তদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। 

মামলার প্রধান অভিযুক্ত যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস জানান, পুরো ঘটনার সময় তিনি ছিলেন নিরস্ত্র। তাছাড়া তিনি এ ঘটনার সাথে জড়িত নন।

অহেতুক মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে।

নান্দাইল থানার ওসি মোহাম্মিদ আনোয়ার হোসেন জানান, মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।
 

প্রাসঙ্গিক
মন্তব্য

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে জামায়াতের প্রতিবাদ সভা

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
শেয়ার
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে জামায়াতের প্রতিবাদ সভা
ছবি: কালের কণ্ঠ

মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলার কাজিরবের ইউপির কাজিরবের ফাজিল মাদরাসায় ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় কাজিরবের ইউনিয়ন আমির মহিন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সূরা সদস্য ও ঝিনাইদহ ৩ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মতিউর রহমান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন মহেশপুর থানা আমির ফারুক আহম্মেদ, থানা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, নায়েবে আমির আব্দুর বারী, নায়েবে আমির ফকির আহম্মেদ প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জীবননগর পাড়ার আব্বাস আলী ও তার খালাতো ভাই জাফর হোসেনের সঙ্গে পূর্বের গাছ কাঁটা নিয়ে বিরোধ মীমাংসার জন্য গ্রাম্য সালিশ বাসানো হয়। তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়। এতে জাফর হোসেন মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ঘটনাস্থলে মারা যায়। জাফর হোসেন আওয়ামী লীগের কর্মী ছিলেন।

 

তারা বলেন, বিএনপি রাজনৈতিক ফায়দা লুটের জন্য জামায়াতের নেতাকর্মীদের ওপর দোষ চাপিয়ে আব্দুল আলীকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়েছেন। অনতিবিলম্বে এই মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি করেন তারা।

মন্তব্য

কেন্দুয়ায় পৃথক স্থানে দুই বাড়িতে আগুন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
কেন্দুয়ায় পৃথক স্থানে দুই বাড়িতে আগুন
সংগৃহীত ছবি

সিঁদ কেটে ঘরে ঢুকে মোটরসাইকেলে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল পুড়ে ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা পুড়ে গেছে। শুক্রবার (২১ মার্চ) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নে ওয়াই দক্ষিণ পাড়া গ্রামে সেনা সদস্য আরিফুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে। 

পরিবারের অভিযোগ, ঘরে সিঁদ কেটে ঢুকে রক্ষিত মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এতে ঘরের আসবাবপত্রসহ বহু মালামাল পুড়ে গেছে। পরে গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় ঘরে সিঁদকাটা দেখা যায় বলে গ্রামবাসী জানান।

আরো পড়ুন
মন ভালো করবে ‘হাউ সুইট’, বিরক্ত হবার সুযোগ নেই: অমি

মন ভালো করবে ‘হাউ সুইট’, বিরক্ত হবার সুযোগ নেই: অমি

 

অপর দিকে একই রাতে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা উত্তরপাড়া গ্রামের সোহাগ মিয়ার বসতঘরে আগুন লেগে বসতঘরসহ রান্না ঘর পুড়ে যায়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ মিয়ার বসতঘরে ২ লাখ ৪ হাজার নগদ টাকা ছিল। সব পুড়ে গেছে। এতে ৫ লাখের বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তাদের ধারণা।

 

কেন্দুয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার কামরুল হাসান জানান, গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামের আগুনের ঘটনার খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

অপরদিকে মোজাফফরপুর ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের আগুনের ঘটনা বিভিন্ন সংবাদকর্মীদের মাধ্যমে আজ জানতে পেরেছি। তবে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে আগুন লাগার কোনো অভিযোগ পাই নাই।
 

প্রাসঙ্গিক
মন্তব্য

সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন জাতির জন্য ভালো হবে না : এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন জাতির জন্য ভালো হবে না : এ্যানি
ছবি : কালের কণ্ঠ

সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, ‘বিতর্কিত না করাটাই ভালো। উনি উনার জায়গায় আছেন, উনার জায়গায় থাকবেন। কিন্তু কিছু বিতর্ক ছড়িয়ে পড়ছে।

এই বিতর্ক ঠিক হচ্ছে না। ৫ ও ৬ আগস্ট উনি আমাদের মতো দেশের জন্য দায়িত্ব নিয়েছেন। সুতরাং সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এটাও জাতির জন্য ভালো হবে না।’

শনিবার (২২ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর জেলা ওলামা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা শহরের পুরাতন গোহাটা রোডের বশির ভিলা মিলনায়তনে এ আয়োজন করা হয়।

আরো পড়ুন
আ. লীগ নিষিদ্ধে সমাবেশের ডাক দিলেন হাসনাত আব্দুল্লাহ

আ. লীগ নিষিদ্ধে সমাবেশের ডাক দিলেন হাসনাত আব্দুল্লাহ

 

শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ‘ফ্যাসিবাদের লড়াইয়ে আমরা যারা অবতীর্ণ ছিলাম সবাইকে দৃঢ় ঐক্যের মধ্যে থাকতে হবে। সুদৃঢ় ঐক্যটা খুব জরুরি। বিভিন্ন রাজনৈতিক আলোচনা রাজনৈতিক দলের মধ্যে থাকা উচিত।

ব্যক্তি আলোচনায় যাওয়া উচিত নয়।’

এ্যানি বলেন, ‘দেশে গভীর চক্রান্ত চলছে। ১৭ বছর কষ্ট করলাম, অত্যাচার-নির্যাতনের হাত থেকের বাঁচার জন্য। লড়াই করলাম ভোটের জন্য। এখন সেই ভোট নিয়ে চক্রান্ত চলছে।

এই চক্রান্ত মেনে নেব না। মেনে নেওয়া হবে না, কোনো সুযোগ দেওয়া হবে না। আমাদের  ঘাম, শ্রম ও রক্ত আছে। লাখ লাখ নেতাকর্মী জেল খেটেছি, অত্যাচারিত ও নির্যাতিত হয়েছি। আমাদের আসল স্বার্থ হচ্ছে দেশটাকে রক্ষা করা ও সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলা। সে টার্গেটে পৌঁছতে হলে একটি গণন্ত্রের শক্ত ভিত প্রয়োজন।’ 

আরো পড়ুন
মেজর জিয়াউর রহমান ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন নাসির উদ্দীন

মেজর জিয়াউর রহমান ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন নাসির উদ্দীন

 

তিনি বলেন, ‘আমাদের গণতন্ত্রের ভিতকে নষ্ট করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিকভাবে একটি নির্বাচন হলে কেউ না কেউ ক্ষমতায় আসবে, দেশ শাসন করবে। জনগণের দল হিসেবে এটা বিএনপি আশা করতে পারে। স্বাভাবিক কারণে এটি কিছু লোকের ভালো লাগবে না। যাদের এত দিন ভালো লাগেনি তারা তো পালিয়ে গেছে। কিন্তু তাদের সব লোকও  পালায়নি। তারা এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ গভীর ষড়যন্ত্র তারা কিছু কিছু লোক নিয়ে করছে। যারা বিএনপির ভালো চায় না। যারা বিএনপি ক্ষমতায় আসুক, এটা চায় না। যারা এদেশে গণতন্ত্রে ভিত শক্তিশালী হোক, এটা চায় না। সুতরাং সবাইকে সজাগ থাকতে হবে।’

জেলা ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরানের সভাপতিত্বে ও সদস্যসচিব মাওলানা নুরুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ