<p>ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ফারহানা সরকার নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৫ জন। ফারহানা ঠাকুরগাঁও সুগার মিল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।</p> <p>আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও-পীরগঞ্জ পাকা সড়কে সদর উপজেলার কালিতলা এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।</p> <p>সদর থানার ওসি শহিদুর রহমান জানান, জেলার পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁওগামী সবজিবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটির চালক পালিয়ে যেতে সক্ষম হলেও ট্রাকটিকে আটক করে পুলিশ।</p>