<p style="text-align:justify">সুনামগঞ্জের বাংলাবাজার সীমান্ত থেকে চোরাই পণ্য ছিনিয়ে নিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের ওপর হামলা হয়েছে। গতকাল সোমবার রাতে বিজিবির ওপর চোরাকারবারিদের এ হামলায় ২ বিজিবি সদস্য আহত হন।</p> <p style="text-align:justify">এ ঘটনায় অভিযুক্ত দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।</p> <p style="text-align:justify">সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ২টার দিকে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত থেকে বিপুল পরিমাণ রসুন জব্দ করে বিজিবির টহল দল।</p> <p style="text-align:justify">চোরাকারবারীরা সংঘবদ্ধ হয়ে বাংলাবাজার বিউপির টহল দলের ওপর হামলা চালায়। তবে চোরাকারবারীরা পণ্য ছিনিয়ে নিতে পারেনি। এতে দুই বিজিবি সদস্য আহত হন।</p>