<p style="text-align:justify">নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় হত্যা মামলার আসামি জামিনে বাড়িতে আসে। এ বিষয়কে কেন্দ্র করে মঙ্গলবার সকালে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।  </p> <p style="text-align:justify">গুরুতর আহত জামিনপ্রাপ্ত আসামি বিপুল মিয়াকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।</p> <p style="text-align:justify">কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। </p> <p style="text-align:justify">পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছু দিন আগে ওই গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলার আসামি বিপুল মিয়া গত রবিবার জেল থেকে জামিনে বাড়িতে আসেন। এ খবর পেয়ে নিহতের পক্ষের শহীদ মিয়ার লোকজন সোমবার রাতে জামিনে আসা বিপুলের বাড়িতে হামলা করে। এতে বিপুল মিয়া অন্যত্র আশ্রয় নেয়। এরই জের ধরে মঙ্গলবার ভোরবেলায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।   </p> <p style="text-align:justify">কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, হত্যা ঘটনার জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।</p>