<p>টাঙ্গাইলের কালিহাতীতে বাবার অভিযোগে শাহ আলম (৩৫) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ জানুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এ দণ্ডাদেশ দেন। </p> <p>এই দণ্ডাদেশের ভিত্তিতে শাহ আলমকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়। তিনি উপজেলার কুটুরিয়া গ্রামের শামছুল হকের ছেলে।</p> <p>কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, কালিহাতীর কোকডহরা ইউনিয়নের কূটুরিয়া গ্রামের মাদকাসক্ত শাহ আলম দীর্ঘদিন ধরে মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার করাসহ এলাকায় নানা অত্যাচার করে আসছিলেন। এতে ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে শামসুল হক সোমবার সকালে কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দেন। সকালেই শাহ আলমকে এলাকাবাসীর সহযোগিতায় আটক করে পুলিশ।</p> <p>ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, শাহ আলম মাদক সেবন করে মা-বাবাকে অত্যাচার করেন। তার মা-বাবার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেওয়া হয়।</p>