ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত
প্রতীকী ছবি

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. মানিক হাওলাদার (৩৫) নামের যুবদলের এক নেতা নিহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। 

নিহত মানিক নিউ রেল বোড কলোনির মনসুর হাওলাদারের ছেলে মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি। এ ঘটনায় পুলিশ সাজ্জাতসহ দুজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে।

হত্যা ঘটনা নিয়ে ঘাট এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরো পড়ুন
বৈষম্যমুক্ত সমাজ গড়ার সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান সিপিবির

বৈষম্যমুক্ত সমাজ গড়ার সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান সিপিবির

 

নিহতের স্বজন ও পুলিশ জানায়, সোমবার দুপুুর সাড়ে ১২টার দিকে নগরীর ৫ নং ঘাট এলাকায় কয়েকজন দুর্বৃত্ত মানিক হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু ঘটে।

 

অন্যদিকে যুবদল নেতা মানিকের মৃত্যুর খবর পৌঁছালে মানিকের সমর্থকরা এলাকায় বিক্ষোভ শুরু করে। সেখানেও বিক্ষিপ্ত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। আধিপত্য বিস্তারের জের ধরে এ ঘটনা ঘটতে পারে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

আরো পড়ুন
ছাত্রদের তুলে নিয়ে মারধর, আ. লীগ নেত্রী গ্রেপ্তার

ছাত্রদের তুলে নিয়ে মারধর, আ. লীগ নেত্রী গ্রেপ্তার

 

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির উল গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে এ হত্যা ঘটনার তদন্ত শুরু করেছে। 

ওসি বলেন, মানিক হত্যা নিয়ে এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

রূপগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণ, ৫ হাজার টাকায় ধামাচাপার চেষ্টা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
রূপগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণ, ৫ হাজার টাকায় ধামাচাপার চেষ্টা
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট কিনেদেওয়ার কথা বলে ইব্রাহিম (৫৫) নামে এক কাচাঁমাল ব্যবসায়ী ৭ বছরের শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী বাঘবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পরে রাতে ভুক্তভোগী শিশুর বাবা-মাকে হুমকি-ধমকি দিয়ে ৫ হাজার টাকায় রফাদফা করে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। রাত ১১টার দিকে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে ধর্ষক ইব্রাহিমের বাড়ির সামনে বিক্ষোভ করতে থাকে।

 

অভিযুক্ত ইব্রাহিম সুনামগঞ্জ জেলার বিঞ্চামপুর এলাকার আব্দুল মিয়ার ছেলে। বর্তমানে তারাব পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবেলের বড় ভাই রুবেলের বাড়ির ভাড়াটিয়া। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ইব্রাহিম রূপসী বাঘবাড়ি ব্রীজ এলাকায় কাচাঁমালের ব্যবসা করেন। ইব্রাহিম শিশুটিকে চকলেট কিনে দেওয়ার কথা বলে তার দোকানের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

এ সময় এক নারী ইব্রাহিমের দোকানে শুটকি কিনতে গিয়ে ধর্ষণের বিষয়টি দেখে স্থানীয়দের খবর দেন। পরে বিকেলে শিশুটি তার বাবা-মাকে বিষয়টি জানায়। 

পরে বাড়িওয়ালা তানসেন ও তারাব পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবেলের বড় ভাই রুবেল ও স্থানীয় প্রভাবশালী পলিনসহ কয়েকজন মিলে ধর্ষণের বিষয়টি ক্ষতিপূরণ বাবদ ৫ হাজার টাকা শিশুর পরিবারকে দিবেন বলে আশ্বাস দেন। রাত ৯টার দিকে এলাকাবাসী ধর্ষণের বিষয়টি জানতে পেরে রুবেলের বাড়ির সামনে বিক্ষোভ করে বাড়িটি ঘিরে রাখেন।

 

এ সময় উত্তেজনা বাড়তে দেখে রুবেল ও তানসেন মিলে ইব্রাহিমকে বাড়ি থেকে বের হয়ে পালাতে সহযোগিতা করেন। রাত ১১টার দিকে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলীসহ পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পৌছাঁন। 

শিশুটির বাবা বলেন, আমার মেয়ের ৭ বছর। আমি দিনমজুরের কাজ করি। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আমি কাজ থেকে এসে শুনি, আমার ৭ বছরের মেয়েকে ইব্রাহিম ধর্ষণ করেছে।

আমি এখানে ভাড়া থাকি। বাড়িওয়ালা তানসেন ও রুবেলসহ কয়েকজন মিলে আমাকে চাপ দিয়ে ৫ হাজার টাকা দিবে বলে বিষয়টি ধামাচাপা দিতে বলেন। আমি মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চাই। 

আরো পড়ুন
বাবার সঙ্গে ধাক্কা লাগায় মানসিক ভারসাম্যহীনকে পেটাল ৩ ছেলে

বাবার সঙ্গে ধাক্কা লাগায় মানসিক ভারসাম্যহীনকে পেটাল ৩ ছেলে

 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, আমিসহ পুলিশ ঘটনাস্থলে ছিয়েছিলাম। ভিকটিমের পরিবারের কথা বলেছি। বাকি ঘটনা পরে বলা হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

মহেশপুর সীমান্তে বিজিবির হাতে ভারতীয় যুবক আটক

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
শেয়ার
মহেশপুর সীমান্তে বিজিবির হাতে ভারতীয় যুবক আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সুজন বিশ্বাস নামে এক ভারতীয় যুবককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার  (১৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী সামন্তা বিওপির মমিনতলা মোড়ের পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।

আটক সুজন বিশ্বাস ভারতের কুচবিহার জেলার হাজড়াপাড়া এলাকার জগেশ বিশ্বাসের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম।

তিনি বলেন, ওই এলাকায় আমাদের নিয়মিত টহল চলছিল। টহল চলাকালে তাকে আটক করা হয়।
 

প্রাসঙ্গিক
মন্তব্য

বাবার সঙ্গে ধাক্কা লাগায় মানসিক ভারসাম্যহীনকে পেটাল ৩ ছেলে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
বাবার সঙ্গে ধাক্কা লাগায় মানসিক ভারসাম্যহীনকে পেটাল ৩ ছেলে

হবিগঞ্জের চুনারুঘাটের আসামপাড়ায় স্কুলশিক্ষক বাবার সঙ্গে ধাক্কা লাগায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়েছেন তিন ব্যবসায়ী।

গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সর্বত্র প্রতিবাদের ঝড় ওঠে। 

স্থানীয়রা জানান, আসামপাড়া বাজারের বাসিন্দা আব্দুল মোতালিব মাস্টারের সঙ্গে ধাক্কা লাগে ওই নির্যাতিত ব্যক্তির।

এতে ক্ষিপ্ত হয়ে মোতালিব মাস্টারের তিন ছেলে বকুল, মুকুল ও শেকুল লাঠি দিয়ে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বেধড়ক পেটায়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে রক্ষা করে। 

আরো পড়ুন
এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম : হাসনাত আব্দুল্লাহ

এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম : হাসনাত আব্দুল্লাহ

 

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুর আলম বলেন, বিষয়টি দুঃখজনক। ভারসাম্যহীন কোনো মানুষের সঙ্গে কারো শত্রুতা থাকতে পারে না।

কিন্তু কেন এমনটি হলো তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার শিকার মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিচয় জানা যায়নি।

প্রাসঙ্গিক
মন্তব্য

আশুলিয়ায় ভাড়া বাসা থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
আশুলিয়ায় ভাড়া বাসা থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
প্রতীকী ছবি

আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের এনায়েতপুর এলাকায় একটি বাসা থেকে মাসুম মিয়া (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এনায়েতপুর এলাকার আলামিনের বাড়ির একটি কক্ষ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাসুম মিয়া (৪৫) মানিকগঞ্জ সাটুরিয়া বালিয়াটির খলিলাবাদ বেইরাপাড়া এলাকার শুকুর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হার্টের রোগে ভুগছিলেন এবং এনায়েতপুর এলাকার আলামিনের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে একাই বসবাস করতেন।

পুলিশ জানায়, মাসুম মিয়ার মৃত্যু দুই থেকে তিন দিন আগেই হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান রমজান আলী জানান, মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং স্বাভাবিক কারণেই তার মৃত্যু হয়েছে।

নিহতের পরিবারের অনুরোধের প্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ