ঢাকা, বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫
১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫
১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬

মাগুরায় নসিমনের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

মাগুরা প্রতিনিধি
মাগুরা প্রতিনিধি
শেয়ার
মাগুরায় নসিমনের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল চালকের
প্রতীকী ছবি

মাগুরা সদর উপজেলা কুল্লিয়া বাজার এলাকায় নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জিৎ ঘোষ (১৯) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জিৎ কুচিয়ামোড়া গ্রামের অনুজ ঘোষের ছেলে।

মাগুরা সদর থানার ওসি আয়ুব আলী জানান, নিজ মোটরসাইকেলযোগে জিৎ ঘোষ নিজ গ্রাম কুচিয়ামোড়া থেকে মাগুরা শহরে আসছিলেন।

পথিমধ্যে কুল্লিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে মুখোমখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরচাপায় শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শেয়ার
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরচাপায় শিক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর চাপায় মো. ইমন নামের এক এক কিশোর মারা গেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোটাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ইমন শাজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর মুন্সিপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। সে চরবাগডাঙ্গা ইসলামিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে ৫টার দিকে বাইসাইকেল চালিয়ে মাদরাসায় যাচ্ছিল ইমন। পথে একটি ট্রাক্টর পেছন থেকে চাপা দেয়। আহত ইমনকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, ঘটনার পরপরই ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে যান।

পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট হস্তান্তর করে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।

মন্তব্য

যুবলীগ নেতা গোলাম রুবায়েত গ্রেপ্তার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
শেয়ার
যুবলীগ নেতা গোলাম রুবায়েত গ্রেপ্তার
সংগৃহীত ছবি

অপারেশন ডেভিল হান্ট অভিযানে নীলফামারীর সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা যুবলীগ নেতা মো. গোলাম রুবায়েত মিন্টুকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহরের আতিয়ার কলোনির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সৈয়দপুর থানা পুলিশ। তিনি উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে। 

সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট সৈয়দপুরে ছাত্র-জনতার গণ-আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর হামলা, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটায়।

ওই হামলার ঘটনায় মারাত্মক আহত হন উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী বদিয়ত পাড়ার নুর ইসলাম। পরে ওই বছরের ৬ সেপ্টেম্বর ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০০-৩০০ জনকে আসামি করে সৈয়দপুর সন্ত্রাস ও নাশকতার মামলা করেন তিনি। এ মামলার পর পুলিশ তদন্ত শুরু করে। পরে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে গোলাম রুবায়েত মিন্টুকে গ্রেপ্তার করা হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন আসামি মিন্টুকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৬

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী প্রতিনিধি
শেয়ার
রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৬
ছবি: কালের কণ্ঠ

রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা করে মাদক মামলার এক আসামি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশে এসআই ওয়াহিদুল হাসান। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কাজীবাধা এলাকার ৯টি ডাকাতি ও মাদক মামলার আসামি ফরিদ শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিলসহ ফরিদ শেখকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। 

এরপর ফরিদ শেখের হাতে হাতকড়া লাগিয়ে গাড়িতে তোলার সময় তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়।

তোপের মুখে গোয়েন্দা পুলিশের সদস্যরা ফরিদের হাতের হাতকড়া খুলে দিতে বাধ্য হন। এ সময় বাঁশ দিয়ে পিটিয়ে আহত করা হয় এসআই ওয়াহিদুল হাসানকে। 

পরে পুলিশ অভিযান চালিয়ে পুলিশের ওপর আক্রমণ করার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন, মো. আবুল কালাম আজাদ (৪৭), মো. মিন্টু শেখ (৫৫), আবুল কালাম আজাদের স্ত্রী মোসা. শেফালী বেগম (৪৩), মোসা. নাসিমা বেগম (২৮) , মোসা. শিমু বেগম (২০) ও সোহাগী বেগম (২৫)।

তাদের সবার বাড়ি কাজী বাধা গ্রামে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম বলেন, ফরিদকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তারের পর তার পরিবারের নারী ও পুরুষ সদস্যরা আমাদের ওপর হামলা চালান। এতে আমাদের এসআই ওয়াহিদুল হাসান আহত হন। তিনি রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, ফরিদ শেখ একজন মাদক ব্যবসায়ী।

তার বিরুদ্ধে রাজবাড়ীসহ বিভিন্ন থানায় ৯টি ডাকাতি ও মাদক মামলা রয়েছে। তার বাড়ি থেকে ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ফরিদ ও তার স্ত্রীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর আক্রমণের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

মন্তব্য

কুষ্টিয়ায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
শেয়ার
কুষ্টিয়ায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

কুষ্টিয়ার মিরপুরে নিজ বাসা থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার কাতলামারী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান।

মৃত রাকিবুল ইসলাম (৩২) ওই গ্রামের সামু আলীর ছেলে। তিনি পুলিশের কনস্টটেবল পদে ঝিনাইদহ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

আরো পড়ুন
সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

 

স্থানীয়রা জানায়, রাকিবুল ইসলাম বুধবার সকালে শয়নকক্ষের দরজা বন্ধ করে দিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকাল ১০টার দিকে তাকে ডেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা দেখেন তিনি আত্মহত্যা করেছেন।

ওসি মমিনুল ইসলাম বলেন, ‘রাকিবুল ইসলামের ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো না।

তার বাবা একটা ব্যবসা করতেন। তার কাছে বিভিন্ন লোকজন টাকা-পয়সা পায়। এ কারণে চাপ দেন তারা। মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যার এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ