স্বামীর নির্যাতন, ৯৯৯-এ কল করেও বাঁচানো গেল না গৃহবধূকে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
স্বামীর নির্যাতন, ৯৯৯-এ কল করেও বাঁচানো গেল না গৃহবধূকে
শেখ তানিয়া বেগম

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় স্বামীর মারধরের শিকার হয়ে শেখ তানিয়া বেগম (৪০) নামে পাঁচ সন্তানের জননী মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা যান।

এর আগে সোমবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিবাগ গ্রামের নিজবাড়িতে ওই নারী মারধরের শিকার হন। তাকে আহত করে ঘরবন্দি করে রাখা হয়।

৯৯৯ এ কল করে সহযোগিতা চাইলে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পর থেকে ঘাতক স্বামী উজ্জল মিয়া পলাতক রয়েছেন।

নিহতের সন্তান ও স্বজনরা জানান, উজ্জল মিয়া বিভিন্ন সময় তানিয়ার ওপর কোনো কারণ ছাড়াই নির্যাতন করতেন। গত সোমবার রাতে উজ্জল ঘরে এসে দরজা বন্ধ করে তানিয়ার ওপর নির্যাতন চালান।

রাতভর তাকে পিটিয়ে রক্তাক্ত করে ঘরে তালা দিয়ে রাখেন। এ সময় ছেলে-মেয়েরা বাধা দিলে তাদেরকেও মারধর করা হয়। গতকাল মঙ্গলবার দিনভর তানিয়াকে উদ্ধার করা সম্ভব হয়নি। তানিয়ার বড় মেয়ে জয়া ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে অবগত করেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তানিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

সরাইল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ৯৯৯-এ খবর পেয়ে তানিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক স্বামীকে আটক করতে পুলিশের অভিযান চলছে।

এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

সম্পর্কিত খবর

কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ

কুমিল্লায় প্রায় সোয়া তিন কোটি টাকা মূল্যের ভারতীয় আতশবাজি জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএম জাহিদ পারভেজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

এর আগে, বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কাবিলা বাজার এলাকা থেকে আতশবাজিগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

 

লেফটেন্যান্ট কর্নেল এএম জাহিদ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্তের নেতৃত্বে বিজিবি এবং র্যঅব সদ্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করে অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা বাজার এলাকায় মালিক বিহীন একটি ট্রাকে তল্লাশি করা হয়। এ সময় ট্রাকের ভেতর থেকে ১৪ লাখ ১৫ হাজার ৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ আতশবাজি জব্দ করা হয়। যার বর্তমান বাজারমূল্য ৩ কোটি ৮ লাখ ৮ হাজার টাকা।

 


জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে বলে বিজিবির এই কর্মকর্তা জানান।

মন্তব্য

আ.লীগ নেতার বিরুদ্ধে ৮ বছর অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
শেয়ার
আ.লীগ নেতার বিরুদ্ধে ৮ বছর অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ
অভিযুক্ত মো. বদিউজ্জামাল উজ্জল। ছবি : সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে এক আওয়ামী লী নেতা দলীয়  প্রভাব খাটিয়ে অবৈধ সংযোগে বিদ্যুৎ ব্যবহার করছিলেন ৮ বছর ধরে। অবশেষে কর্তৃপক্ষের নজরে পড়ায় শেষ রক্ষা হয়নি তার। মিটার জব্দসহ বিদ্যুৎ চুরির মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে।

সরিষাবাড়ী পৌর এলাকার সামর্থবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি মো. বদিউজ্জামাল উজ্জল। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর।

আরো পড়ুন
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিব

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিব

 

স্থানীয় ও পিডিবি সূত্র জানায়, সামর্থবাড়ি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে বদিউজ্জামান উজ্জল প্রায় ৮ বছর ধরে তার বাড়িতে বাবার নামে নেওয়া বৈদ্যুতিক সংযোগের পাশাপাশি আরেকটি অবৈধ সংযোগ স্থাপন করেন। দীর্ঘদিন অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করলেও দলীয় পদ ও পৌর কাউন্সিলর থাকার প্রভাবে পার পেয়ে যান।

সম্প্রতি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নজরে আসে।

রবিবার (৯ মার্চ) দুপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান অভিযান চালিয়ে বদিউজ্জামান উজ্জলের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করেন। পরদিন জামালপুর বিদ্যুৎ আদালতে তার বিরুদ্ধে বিদ্যুৎ আইন ২০১৮-এর ৩২ (১) ধারায় মামলা দায়ের করা হয়। মামলায় ৩ লাখ ৮৩ হাজার ১৭৩ টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

আরো পড়ুন
বিচারে বিলম্ব দূর করার চেষ্টা করছে সরকার : আইন উপদেষ্টা

বিচারে বিলম্ব দূর করার চেষ্টা করছে সরকার : আইন উপদেষ্টা

 

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান উজ্জলের বক্তব্য জানার চেষ্টা করলেও তিনি পলাতক থাকায় তা জানা যায়নি। তার মুঠোফোনে কল করলেও তা বন্ধ পাওয়া যায়।

সরিষাবাড়ী পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে বিভিন্নস্থানে অভিযান এবং অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিদ্যুৎ চুরি রোধ ও রাজস্ব আদায়ে এ অভিযান অব্যাহত থাকবে।’

মন্তব্য
আড়াইহাজার

বিদ্যুতের খুঁটিতে টহল গাড়ির ধাক্কা, ৬ পুলিশ সদস্যসহ আহত ৭

আড়াইহাজার প্রতিনিধি
আড়াইহাজার প্রতিনিধি
শেয়ার
বিদ্যুতের খুঁটিতে টহল গাড়ির ধাক্কা, ৬ পুলিশ সদস্যসহ আহত ৭
আহত ৬ পুলিশ সদস্য ও চালক। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় রাত্রিকালীন টহল ডিউটির সময় পুলিশের গাড়ি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে এক এসআইসহ ছয় পুলিশ সদস্য ও চালক আহত হয়েছেন।

আজ  শুক্রবার (১৪ মার্চ) রাত সোয়া ৪টার দিকে উপজেলার বগাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কনস্টেবল সাইফুল ইসলামের কপালে গুরুতর আঘাত লাগে, কনস্টেবল আল আমিনের সামনের একটি দাঁতের অর্ধেক ভেঙে যায় এবং গাড়িচালক আরাফাত ইসলামের ডান পায়ে হাঁটুর নিচে জখম হয়।

তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যথাক্রমে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন
কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

 

পুলিশ জানায়, এসআই মাহবুবুর রহমানের নেতৃত্বে কনস্টেবল সাইফুল ইসলাম, মোশারফ হোসেন, আল আমিন, আজীজ এবং গাড়িচালক আরাফাত ইসলাম জাঙ্গালিয়া কবরস্থান এলাকা থেকে থানায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। বগাদী এলাকায় পৌঁছলে তাদের বহনকারী লেগুনা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ ভেঙে যায় এবং পুলিশ সদস্যরা আহত হন।

ঘটনার পরপরই আড়াইহাজার থানার আরেকটি টহলদল আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।

আরো পড়ুন
হামলার শিকার হয়ে থাই সীমান্তে পালাল মায়ানমারের একদল জান্তা

হামলার শিকার হয়ে থাই সীমান্তে পালাল মায়ানমারের একদল জান্তা

 

পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে অতিরিক্ত গতি অথবা যান্ত্রিক ত্রুটি থেকে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য

টাকাসহ আটক গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
টাকাসহ আটক গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী
সংগৃহীত ছবি

গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের কাছ থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে টাকা বহনকাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে ওই প্রকৌশলীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আরো পড়ুন

মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার

মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার

 

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশিকালে এ টাকাসহ গাড়ি জব্দ করা হয়। এরই মধ্যে নির্বাহী প্রকৌশলীকে আটক করে টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য সিংড়া থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, মো. ছাবিউল ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভাটোপাড়া এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।

আরো পড়ুন

পল্লীকবির ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

পল্লীকবির ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম চালায় পুলিশ। এ সময় গাইবান্ধা থেকে রাজশাহীগামী একটি সাদা রঙের প্রাইভেট কারকে থামানোর জন্য সিগন্যাল দেওয়া হয়।

পরে ওই গাড়িটি তল্লাশিকালে ওই গাড়ির ব্যাক ডালায় বিপুল টাকা পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে যান এবং অভিযান পরিচালনা করেন।

তিনি আরো বলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী পরিচয়দানকারী ছাবিউল ইসলাম পুলিশকে প্রথমদিকে জানিয়েছিল তার কাছে জমি বিক্রির ৩০ লাখ টাকা আছে। পরে গণনা করে আরো ছয় লাখ ৯৪ হাজার ৩০০ টাকা বেশি পাওয়া যায়।

বিষয়টি রহস্য উদ্ঘাটন করার চেষ্টা চলছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল ইসলাম জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার রাজশাহী যাচ্ছিল। এ সময় বালুয়া-বাসুয়া চলনবিল গেট এলাকা পুলিশের চেকপোস্টে যানবাহন তল্লাশির অংশ হিসেবে গাড়িটিও তল্লাশি করে পুলিশ। 

আরো পড়ুন

ক্যান্সার প্রতিরোধী লালশাক

ক্যান্সার প্রতিরোধী লালশাক

 

এ সময় প্রাইভেট কারের ব্যাক ডালায় বিপুল পরিমাণ টাকা দেখতে পান তারা। গাড়িতে থাকা ব্যক্তি নিজেকে গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে পরিচয় দেন।

পরে স্থানীয় থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সেনাবাহিনীর উপস্থিতিতে ৩৬ লাখ ৯৪ হাজার টাকাসহ প্রকৌশলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তবে প্রকৌশলী টাকাগুলো জমি বিক্রির দাবি করায় সেগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ