‘বাবরকে বাদ দিয়ে পাকিস্তান ক্রিকেট এগোবে কী করে’

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
‘বাবরকে বাদ দিয়ে পাকিস্তান ক্রিকেট এগোবে কী করে’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাবরকে বসিয়ে রাখায় ক্ষুব্ধ সাঈদ আজমল। ছবি : ক্রিকইনফো

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জায়গা হয়নি বাবর আজমের। তার সঙ্গে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও। তাদের বাদ দেওয়া মানতে পারছেন না সাবেক অফ স্পিনার সাঈদ আজমল।

বিশেষ করে বাবরের মতো তারকাকে বাদ দেওয়া ক্ষুব্ধ হয়েছেন আজমল।

তার মতে, পাকিস্তানের ক্রিকেটে একমাত্র তারকা ক্রিকেটারই হচ্ছেন বাবর। সেই তাকে বাদ দিয়ে পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। গণমাধ্যম স্পোর্টসস্টারকে এমনটিই জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার।

বাবরকে বাদ দেওয়ার বিষয়ে আজমল বলেছেন, ‘আপনার হাতে আছেই একমাত্র তারকা।

তাকেই যদি বসিয়ে রাখেন তাহলে পাকিস্তান ক্রিকেট এগিয়ে যাবে কিভাবে? এটা অনেক বড় ইস্যু। আমাদের সাবেক ক্রিকেটারদের উচিৎ মুখটা (সমালোচনা করা থেকে বিরত থাকা) বন্ধ রাখা।’

উত্থান-পত্থন ক্যারিয়ারেরই অংশ বলে জানিয়েছেন আজমল। শচীন টেন্ডুলকারকে উদাহরণ হিসেবে টেনে সাবেক অফস্পিনার বলেছেন, ‘ক্রিকেটার হিসেবে আপনাকে মানতেই হবে যে বাজে সময় ক্রিকেট ক্যারিয়ারেরই অংশ।

সারাজীবন একইভাবে খেলতে পারবেন না। এমনকি আপনি যদি শচীন টেন্ডুলকারও হতেন প্রতি ম্যাচে সেঞ্চুরি করতে পারতেন না।’

বাবর-রিজওয়ানদের এভাবে বাদ না দিয়ে আলোচনার মাধ্যমে বিশ্রাম দেওয়া যেতে পারত বলে মনে করেন আজমল। তিনি বলেছেন, ‘দেখেন, তাদে বাদ দেওয়ার প্রক্রিয়াটাই ভুল। অন্যরা করেছে, তারাই শুধু রান পায় নাই এমনটা কিন্তু নয়।

নির্বাচকদের উচিৎ ছিল তাদের সঙ্গে বসে আলোচনা করা। এরপর তাদের বোঝানো তোমার বিশ্রাম নিয়ে আরো শক্তিশালী হয়ে ফিরে আসো। বাবর-রিজওয়ান দুজনই দুর্দান্ত খেলোয়াড়। তাদের পরিসংখ্যান অন্যদের চেয়ে ভালো। পার্থক্য শুধু তারা আক্রমণাত্মকভাবে ব্যাটিং করে না। কিন্তু তারা এখন রান পাচ্ছে। আমাদের ছেলেরা হঠাৎ মনে করছে যে এটা আন্তর্জাতিক ক্রিকেট তাই প্রত্যেকে আক্রমণাত্মকভাবে খেলছে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

চিটাগাংয়ের কাছে এখনো চুক্তির অর্ধেক টাকা পান ইমন

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
চিটাগাংয়ের কাছে এখনো চুক্তির অর্ধেক টাকা পান ইমন
শুধু ইমন না আরো অনেকে চিটাগাংয়ের কাছে চুক্তির অর্ধেক টাকা পান। ছবি : কালের কণ্ঠ

বিপিএল চলাকালীন সময় পারিশ্রমিক না পাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা হয়। টুর্নামেন্ট শেষ হওয়ার পরেও অবশ্য সেই সমালোচনা থামেনি। মাসের শুরুতে পুরো টাকা পাননি বলে চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর বিরুদ্ধে বিসিবির কাছে লিখিত অভিযোগ করেন দলটির মেন্টর হিসেবে কাজ করা শহীদ আফ্রিদি।

পাকিস্তান কিংবদন্তির পর এবার চিটাগাংয়ের বিরুদ্ধে পুরো পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ করেছেন পারভেজ হোসেন ইমন।

এখন ৫০ শতাংশ বাকি আছে বলে জানিয়েছেন বাঁহাতি ব্যাটার। মিরপুরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় ইমন বলেছেন, ‘৫০ শতাংশ পেয়েছি, বাকিটা এখনও পাইনি। বলতেছে দেবে দেবে, আমরা এখনও পাচ্ছি না। আমি, শরিফুল, আসলে সব খেলোয়াড়ই... যা পেয়েছি বিপিএল চলাকালীনই পেয়েছি।

এই ইমনই টুর্নামেন্ট চলাকালীন সময় টাকা না পাওয়া ক্যাম্প ছেড়েছিলেন। তখন মালিক সামির বলেছিলেন, ‘হ্যাঁ, ব্যক্তিগত কারণে আমি ইমনকে পেমেন্ট করিনি।। আমার টাকা তো গাছে ধরে না, আমার সন্তুষ্টির দরকার আছে।

সন্তুষ্ট হলে টাকা দিয়ে দেব, বকেয়া রাখব না।’

বকেয়া থাকবে না বললেও বিপিএল শেষ হওয়ার দেড় মাস পরও চিত্র পাল্টায়নি। পারিশ্রমিকের এমন সমস্যা পারফরম্যান্সে প্রভাব ফেলেছিল জানিয়েছে ইমন বলেছেন, ‘সবসময় আমাদের মনোযোগ থাকে পারফরম্যান্সের দিকে। আমাদের পরিকল্পনা থাকে আরও কীভাবে পারফর্ম করব। আমাদের তখন যদি চিন্তা করতে হয় পারিশ্রমিক নিয়ে যে পাচ্ছি না।

এটা আসলে মনোযোগে ব্যঘাত ঘটায়।’

তবে পারিশ্রমিকের বিষয়ে সব দলকেই ছাড়িয়ে গিয়েছিল দুর্বার রাজশাহী। টাকা না দেওয়ায় এক ম্যাচ তো বিদেশিদের ছাড়াই খেলতে হয়েছে দলটিকে। যা বিপিএলের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।

মন্তব্য

রাশফোর্ডের সঙ্গে ইংল্যান্ড দলে ফিরলেন ৩৪ বছর বয়সী ডিফেন্ডারও

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
রাশফোর্ডের সঙ্গে ইংল্যান্ড দলে ফিরলেন ৩৪ বছর বয়সী ডিফেন্ডারও
রাশফোর্ড ও হেন্ডারসন। ছবি : এক্স থেকে

দল বদলালেও গোলের দেখা এখনো পাননি মার্কাস রাশফোর্ড। অ্যাস্টন ভিলার হয়ে অবশ্য ৬ গোলে অ্যাসিস্ট করেছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে গিয়ে ছন্দে ফেরার যে ইঙ্গিত দিয়েছেন তাতেই ভাগ্য খুলেছে রাশফোর্ডের। 

দীর্ঘ এক বছর পর আবারো জাতীয় দলে ডাক পেয়েছেন রাশফোর্ড।

নতুন কোচ টমাস টুখেল তাকে রেখেই আজ ২৬ সদস্যের দল ঘোষণা করেছে। ২০২৪ ইউরোর ফাইনালের পর গ্যারেথ সাউথগেট ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ালে ইংলিশদের ডাগআউটের দায়িত্ব পান টুখেল। দায়িত্ব নেওয়ার পর আজই প্রথমবারের মতো দল ঘোষণা করেছে সাবেক পিএসজি, চেলসি ও বায়ার্ন মিউনিখের কোচ।

প্রথম দল ঘোষণায় বেশ চমক দিয়েছেন টুখেল।

সর্বশেষ ২০২৪ সালে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলা রাশফোর্ডের সঙ্গে দলে ফিরিয়েছেন ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছানো মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনকে। ৩৪ বছর বয়সী হেন্ডারসন সর্বশেষ ২০২৩ সালে ম্যাচ খেলেছেন। সঙ্গে প্রথমবারের মতো দলে ৩২ বছর বয়সী ডিফেন্ডার ড্যান বার্নকে ডেকেছেন জার্মান কোচ। দলে আছেন ৩৪ বছর বয়সী ডিফেন্ডার কাইল ওয়াকারও।
ক্যারিয়ারের শেষ বেলার খেলোয়াড়দের নিয়ে দল সাজানোয় অনেকে সমালোচনা করছেন তার।

বার্নের সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আরো তিন ফুটবলার। বার্নলির গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডের সঙ্গে আছেন দুই ডিফেন্ডার জ্যারেল কোয়ানশা ও মাইলেস লেউস-স্কেলি। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুটি ম্যাচ খেলবে ইংল্যান্ড। ২১ মার্চ প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আলবেনিয়া।

ইংল্যান্ডের ডাগআউটে অভিষেক হওয়ার তিন দিন পর ২৪ মার্চ টুখেলের দলের প্রতিপক্ষ লাটভিয়া।

মন্তব্য
নারী বিশ্বকাপ বাছাইপর্ব

বাংলাদেশের প্রথম ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বাংলাদেশের প্রথম ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে
প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। ছবি : কালের কণ্ঠ

নারী ওয়ানডে বিশ্বকাপের আট দলের ৬ দল নিশ্চিত হয়ে গিয়েছি। বাকি দুই দল সুযোগ পাবে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে। বাছাইপর্বের সেই টুর্নামেন্টেটি আগামী ৯ এপ্রিল পাকিস্তানের লাহোরে শুরু হবে।

টুর্নামেন্টকে সামনে রেখে আজ ৬ দলের সূচি প্রকাশ করেছে আইসসি।

রাউন্ড-রবিনের টুর্নামেন্টটি শেষ হবে আগামী ১৯ এপ্রিল। টুর্নামেন্টে শেষ যে দুই দল শীর্ষে থাকবে তারাই সুযোগ পাবে এ বছর ভারতে হতে যাওয়া বিশ্বকাপে। ইতিমধ্যে ভারতের সঙ্গে অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

বিশ্বকাপে জায়গা পাওয়ার লক্ষ্যে টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ এপ্রিল, প্রতিপক্ষ থাইল্যান্ড।

শেষ ম্যাচ খেলবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ১৯ এপ্রিল। আর মাঝের তিন ম্যাচের মধ্যে ১৩ এপ্রিল আয়াল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড ও ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। উদ্বোধনী দিনে গাদ্দাফি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান আর লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাটে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ স্কটল্যান্ড।

বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে দুই দিন আগে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জ্যোতির নেতৃত্বে আগামী ৩ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ।

নারী বিশ্বকাপ বাছাইয়ের সূচি:

৯ এপ্রিল, বুধবার
পাকিস্তান-আয়ারল্যান্ড, গাদ্দাফি স্টেডিয়াম
ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড, লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠ

১০ এপ্রিল, বৃহস্পতিবার
থাইল্যান্ড-বাংলাদেশ, লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড

১১ এপ্রিল, শুক্রবার
পাকিস্তান-স্কটল্যান্ড, লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, গাদ্দাফি স্টেডিয়াম

১৩ এপ্রিল, রোববার
স্কটল্যান্ড-থাইল্যান্ড, লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
বাংলাদেশ-আয়ারল্যান্ড, গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি)

১৪ এপ্রিল, সোমবার
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ, গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি))

১৫ এপ্রিল, মঙ্গলবার
আয়ারল্যান্ড-থাইল্যান্ড, লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
স্কটল্যান্ড-বাংলাদেশ, গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি)

১৭ এপ্রিল, বৃহস্পতিবার
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
পাকিস্তান-থাইল্যান্ড, গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি)

১৮ এপ্রিল, শুক্রবার
আয়ারল্যান্ড-স্কটল্যান্ড, গাদ্দাফি স্টেডিয়াম (দিবারাত্রি)

১৯ এপ্রিল, শনিবার
পাকিস্তান-বাংলাদেশ, লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড, গাদ্দাফি স্টেডিয়াম

মন্তব্য

দুই বছরের মেয়েকে হারালেন জাজাই

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
দুই বছরের মেয়েকে হারালেন জাজাই
মেয়ের সঙ্গে জাজাইয়ের এই ছবি এখন শুধুই স্মৃতি। ছবি : জাজাইয়ের এক্স থেকে

কন্যাকে হারালেন হজরতউল্লাহ জাজাই। আজ মাত্র ২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আফগানিস্তান ব্যাটারের কন্যা। নিজে না জানালেও বাঁহাতি ব্যাটারের কন্যা হারানোর সংবাদটি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন তার জাতীয় দলের সতীর্থ করিম জানাত।

জাজাইয়ের মেয়ের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে জানাত লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধু হজরতউল্লাহ জাজাই তার মেয়েকে হারিয়েছে।

তার ও তার পরিবারের এই কঠিন সময়ে গভীরভাবে মর্মাহত। দয়া করে এই শোকের সময় তাদের জন্য প্রার্থনা করবেন। হজরতউল্লাহ জাজাই ও তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’

২০২২ সালের ৫ জুন কন্যা সন্তানের জনক হয়েছিলেন জাজাই।

মেয়ের জন্মের পর থেকেই তার সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলো প্রায় সময় সামাজিক মাধ্যমে শেয়ার করে আসছিলেন তিনি। সর্বশেষ গত বছর আফগানিস্তানের হয়ে খেলা জাজাই এখন পর্যন্ত ৪৫ টি-টোয়েন্টি ও ১৬ ওয়ানডে খেলেছেন।  

মন্তব্য

সর্বশেষ সংবাদ