বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানের সংখ্যা নিয়ে বিভ্রান্তি

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানের সংখ্যা নিয়ে বিভ্রান্তি
ছবি: কালের কণ্ঠ

৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে গতকাল সন্ধ্যা থেকে। তবে এবারের পর্বে বিদেশি মেহমানের সংখ্যা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। আয়োজকদের হিসাব করা সংখ্যার সঙ্গে সরকারি পরিসংখ্যানের অমিল দেখা দিয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে এ গড়মিল লক্ষ্য করা যায়।

সরকারি সূত্র জানায়, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৪৬ দেশের ১ নাজার ১০৭ জন বিদেশি মেহমান এসেছেন।

এদিকে বিদেশি মেহমানের সংখ্যা উল্লেখ করে শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান কালের কণ্ঠকে বলেন, সকাল ৯টা পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন বিদেশি মেহমান এসেছেন। তিনি বলেন, শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন মুসুল্লি ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন। এই সংখ্যা আরো বাড়বে।

প্রাপ্ত তথ্যমতে, শুক্রবার সকাল ১০টা ২৭ মিনিট পর্যন্ত বিশ্বের ৪৬টি দেশের ১১০৭ জন বিদেশি মেহমান ইজতেমায় উপস্থিত হয়েছেন। তার মধ্যে উর্দু ৭১৮ জন, ইংলিশ ৩০০ জন, আরব ৮৯ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মেহমান রয়েছে ভারতের ৫১৯ জন, এরপর পাকিস্থান ১৭৭ জন ও কিরগিস্থান ১৩২ জন। 

৪৬টি বিদেশি রাষ্ট্রের মধ্যে আফগানিস্থান, অস্ট্রেলিয়া, কানাডা, ইথিওপিয়া, ভারত, ওমান, সৌদিআরব, ইয়েমেন, কিরগিস্থান, দক্ষিন আফ্রিকা, থাইল্যান্ড, পাকিস্থান, ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, যুক্তরাজ্য, আলজেরিয়া, মিশর, সিঙ্গাপুর, জর্ডান ও রাশিয়া অন্যতম।

এদিকে বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে ইজতেমা প্রশাসন। বিদেশি মেহমানদের খিত্তাকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিদেশি খিত্তার পাশে পুলিশ র‌্যাবসহ সকল বাহিনীর উপ-নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের থাকা খাওয়া যাওয়াত ও ভ্রমনের উপর নজরদারি বাড়ানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, বিদেশি মেহমানদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, প্রথম পর্বের দুই ধাপের আয়োজক শুরায়ে নেজাম বা মাওলানা জুবায়েরপন্থিরা। দ্বিতীয় পর্বের আয়োজক মাওলানা সাদপন্থিরা। আজ ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রথম পর্ব। প্রথম পর্বের প্রথম ধাপ ৩১ জানুয়ারী থেকে ২ ফেব্রুয়ারি। দ্বিতীয় ধাপ ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব হবে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি।

আজ শুক্রবার বাদ ফজর বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা জিয়া উল হক। সকাল পৌনে ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হয়। তালিমের আগে মোজাকেরা (আলোচনা) করেন ভারতের মাওলানা জামাল। শিক্ষকদের বয়ানের মিম্বারে বয়ান করবেন মাওলানা ফারাহিম, ছাত্রদের সঙ্গে নামাজের মিম্বারে বয়ান করবেন আলিগড়ের প্রফেসর আব্দুল মান্নান, খাওয়াছদের (গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ) মাঝে টিনশেড মসজিদে বয়ান করেন ভারতের মাওলানা আকবর শরিফ।

মন্তব্য

লোহাগাড়ায় ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
লোহাগাড়ায় ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
সংগৃহীত ছবি

চট্টগ্রামের লোহাগাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে মাহমুদুল হক (৬৬) নামের এক কৃষক মারা গেছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পদুয়া ইউনিয়নের আলী সিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মাহমুদুল আলী সিকদারপাড়ার মৃত চাঁদ মিয়ার ছেলে। 

লাঠি নিয়ে হামলার পর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহমুদুল হকের ছেলে মিশকাত হোসেন (১৬) নামের স্কুলপড়ুয়া ছেলেও আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, মাহমুদুলের সঙ্গে তার বড় ভাই মৃত মুহাম্মদ আলীর পরিবারের সদস্যদের বাড়ির পাশের একটি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সকালে মুহাম্মদ আলীর দুই ছেলে মুজিবুর রহমান ও মোস্তাফিজুর রহমান ওই জায়গায় ঘর নির্মাণ করছিলেন।

এ সময় মাহমুদুল পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লেয়াকত আলীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। 
মুজিবুর, মোস্তাফিজুর ও তাদের ভাগ্নে মো. শাকিলের মারধরে মাহমুদুল আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কালের কণ্ঠকে বলেন, ‘জায়গা নিয়ে মাহমুদুলের সঙ্গে তার ভাতিজাদের বিরোধ ছিল।

সকালে মাহমুদুল আমাকে ঘটনাস্থলে ডেকে নিয়ে যান। আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছিলাম। এ সময় প্রতিপক্ষের লোকজন লাঠি নিয়ে মাহমুদুল হকের ওপর হামলা চালান। এতে মাহমুদুল হকের মৃত্যু হয়েছে।’

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঘটনার তদন্ত করে আইনগত পদক্ষেপ নেবে পুলিশ।

মন্তব্য

তিন বছর আইনি লড়াই শেষে শপথ নিলেন ইউপি চেয়ারম্যান

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
শেয়ার
তিন বছর আইনি লড়াই শেষে শপথ নিলেন ইউপি চেয়ারম্যান
সংগৃহীত ছবি

তিন বছর আইনি লড়াই শেষে রংপুরের গঙ্গাচড়া উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন মাহফুজার রহমান। সোমবার (২৪ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কনফারেন্স রুমে তাকে শপথ পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

জানা গেছে, ২০২১ সালে ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ী হিসেবে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী মাজহারুল ইসলাম লেবুর নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

পরে নির্বাচনে কারচুপির অভিযোগে জেলা জজ আদালতে মামলা করেন জাতীয় পার্টির প্রার্থী মাহফুজার। তার বিপক্ষে নৌকার প্রার্থী হাইকোর্টে ছয় মাসের স্টে অর্ডার দেয়। এরপর মাহফুজার সুপ্রিম কোর্টে আপিল করেন। সুপ্রিম কোর্ট জেলা জজকে পুনরায় ভোট গণনার আদেশ দেন।
নির্বাচনী ট্রাইব্যুনাল সেই আদেশ অনুযায়ী সব প্রার্থীর প্রতিনিধি, আইনজীবী নির্বাচনী কর্মকর্তা, সবার সামনে পুনরায় ভোট গণনা করেন। 

ভোট গণনায় দেখা যায়, মাহফুজার ৩০৩ ভোট বেশি পেয়ে জয়যুক্ত হন। পরে নৌকার প্রার্থী লেবু হাইকোর্টে রিট করলে ১৩ ফেব্রুয়ারি মহামান্য হাইকোর্ট রিট পিটিশন খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল করেন এবং শপথের অনুমতি প্রদান করেন। 
২৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার রংপুরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে সোমবার গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের প্রতিস্থাপিত চেয়ারম্যান মাহফুজারের শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করেন।

আদালতের রায়ে নির্বাচিত মাহফুজার শপথ গ্রহণ শেষে গঙ্গাচড়ার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'বিগত আওয়ামী সরকারের লোকজন তিন বছর আগে আমাকে ঠগিয়ে রাত ১টা সময় তাদের প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করে। পরে আমি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করি। তিন বছরের আইনি লড়াই শেষে আজ আমি শপথ গ্রহণ করলাম। আমি আমার ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা তাদের প্রত্যক্ষ ভোটে আমাকে নির্বাচিত করেছে।

আমি আমার নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনগণের প্রত্যাশা পূরণ করব ইনশাআল্লাহ।'

মন্তব্য

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে সর্বহারা দলের সদস্য গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী প্রতিনিধি
শেয়ার
রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে সর্বহারা দলের সদস্য গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

রাজবাড়ীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে সর্বহারা দলের সক্রিয় সদস্য ও মাদক ব্যবসায়ী মোক্তার হোসেন মোহাই (৫০)-কে অস্ত্র-গুলি ও গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজবাড়ী আর্মি ক্যাম্প এ তথ্য জানায়। গ্রেপ্তারকৃত মোহাই রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দার আলীমুদ্দিন মন্ডলের ছেলে।

আরো পড়ুন
চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ : ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ : ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী আর্মি ক্যাম্প ও সদর থানা পুলিশের বিশেষ অভিযানে সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৩টার দিকে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে।

এ অভিযানে সর্বহারা দলের সক্রিয় সদস্য এবং মাদক ব্যবসায়ী মোক্তার হোসেন মোহাইকে গ্রেপ্তার করেন। মোহাই এলাকায় অস্ত্রের দাপট দেখিয়ে চাঁদাবাজি করতো বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো, গ্রেপ্তারকৃত মোক্তার হোসেন মোহাই এর বিরুদ্ধে পূর্বে মাদক আইনে মামলা রয়েছে। অভিযানে তার বাড়ি থেকে ১টি ওয়ান শুটার গান, ৭ রাউন্ড গুলি, ৩ শত গ্রাম গাজা, গাঁজা পরিমাপক যন্ত্র ও ১টি মোবাইল উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন
নাজমুল সভাপতি, করিম সম্পাদক

নাজমুল সভাপতি, করিম সম্পাদক

 

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় থানার এসআই শহিদুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য

চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানী : গ্রেপ্তার আরো ২

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানী : গ্রেপ্তার আরো ২
গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন এবং তার আপন ভাই রাজিব হোসেন। ছবি : কালের কণ্ঠ

ঢাকা থেকে রাজশাহীগামী আমরি ট্রাভেলসের চলন্ত বাসে ডাকাতির ঘটনায় মাস্টার মাইন্ডসহ আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান তার সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মূলহোতা আলমগীর হোসেন (৩৪) এবং তার আপন ভাই রাজিব হোসেন (২১)। তারা মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার আমতলী গ্রামের খোরশেদ আলমের ছেলে।

এ নিয়ে আলোচিত এ মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হলো।

এসপি মিজানুর রহমান বলেন, ‘এরআগে গ্রেপ্তারকৃত তিন জনের দেওয়া তথ্যমতে সোমবার (১৭ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য আলমগীরকে নেত্রকোনা জেলার পুর্বধলা থানার সাধুপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা। তার কাছ থেকে লুণ্ঠিত ৪ হাজার ২১০ টাকা এবং দুটি রুপার আংটি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরো বলেন, ‘জিজ্ঞাসাবাদে আলমগীর জানান, লুট করা মোবাইল সেট, ব্যবহার করা ছুড়ি ও মহিলাদের গহনা রাজিব হোসেনের কাছে জমা রয়েছে। তার দেওয়া তথ্যমতে ঢাকার আশুলিয়ার থানার ধানসোনা এলাকার পলাশবাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে। রাজিবের কাছ থেকে ১০টি মোবাইল সেটসহ, গহনা  ও তিনটি ব্যাগ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তারকৃত আলমগীরকে ৭ দিন ও রাজিবকে ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন
নির্বাচন দিয়ে মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকুন : বুলু

নির্বাচন দিয়ে মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকুন : বুলু

 

এর আগে গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। তারা হলেন- শরীফ, সবুজ ও মুহিত।

মামলা সূত্রে জানা যায়, সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টায় ঢাকার গাবতলী থেকে বাসটি ছেড়ে আসে। রাত সাড়ে ১২টার দিকে বাসটিতে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে কয়েকজনকে রক্তাক্ত করে ডাকাতি শুরু করে। প্রায় তিন ঘণ্টা ধরে বাসটিকে বিভিন্ন স্থান ঘুরিয়ে ডাকাতি ও শ্লীলতাহানী করে বাস থামিয়ে তারা বাস থেকে নেমে যায়।

ডাকাতরা বাস থেকে নেমে যাওয়ার পর বাস চালক বাসটি নিয়ে গন্তব্যে যেতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে যাত্রীদের চাপের মুখে বাস নিয়ে যাত্রা শুরু করেন চালক। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার পরে যাত্রীরা বাসটিকে নিয়ে বড়াইগ্রাম থানায় নিয়ে যান। বাসে ডাকাতির শিকার ওমর আলী বাদি হয়ে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে টাঙ্গাইলের মির্জাপুর থানায়  রাতে মামলা দায়ের করেন।

আরো পড়ুন
নির্বাচন দিয়ে মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকুন : বুলু

নির্বাচন দিয়ে মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকুন : বুলু

 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে সাড়ে ১১টার পরে বাসটি বড়াইগ্রাম থানায় নেওয়া হয়। এ সময় বাসের চালক বাবলু আলী (৩০), সুপারভাইজার সুমন ইসলাম (৩৩) ও তার সহকারী মাহবুব আলম (২৮)-কে আটক করে ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠায় বড়াইগ্রাম থানা পুলিশ। পরে তারা আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পান।

মন্তব্য

সর্বশেষ সংবাদ