কালীগঞ্জে শৃঙ্খলা ভঙের অভিযোগে বহিষ্কার বিএনপি নেতা আটক

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
কালীগঞ্জে শৃঙ্খলা ভঙের অভিযোগে বহিষ্কার বিএনপি নেতা আটক
আটক মো. জাকির হোসেন

গাজীপুরের কালীগঞ্জ পৌর বিএনপির ৯নং ওয়ার্ড সভাপতিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করার পর আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাকির হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত মোতাবেক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সভাপতি ও দলীয় প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, কালীগঞ্জে অবস্থিত প্রাণ-আরএফএল কম্পানির এক অফিসারকে মারধর এবং গাজীপুর জেলা বিএনপির আহবায়ক এ কে এম ফজলুল হক মিলন সম্পর্কে আশ্রাব্য কটূক্তি করায় তাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়।

এ ঘটনার পর কালীগঞ্জ থানা পুলিশ বহিষ্কৃত বিএনপি নেতা জাকির হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন কালের কণ্ঠকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাকির হোসেনকে আটক করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

পদ্মার এক আইড় ২৬ হাজার টাকায় বিক্রি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
শেয়ার
পদ্মার এক আইড় ২৬ হাজার টাকায় বিক্রি
ছবি: কালের কণ্ঠ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর ১৩ কেজি ২০০ গ্রামের এক আইড় মাছ ২৬ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে। আজ রবিবার (৬ এপ্রিল) ভোরে উপজেলার চরকর্ণেশন এলাকায় পদ্মা নদীতে স্থানীয় জেলে নিজাম শেখের জালে মাছটি ধরা পড়ে।  

জেলে নিজাম বলেন, আজ ভোর সাড়ে ৫টার দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চরকর্ণেশন এলাকায় পদ্মা নদীতে আমরা জাল ফেলি। জাল তোলার পর দেখি বিশাল আকারের একটি আইড় মাছ ধরা পড়েছে।

সঙ্গে সঙ্গেই মাছটি নৌকায় তুলে বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের রেজাউলের মাছের আড়তে নিয়ে যাই। সেখানে দুই হাজার টাকা কেজি দরে ২৬ হাজার ৪০০ টাকায় মাছটি বিক্রি করেছি। এই দামে মাছটি বিক্রি হওয়ায় আমিসহ আমার সঙ্গীরা খুশি।’

এদিকে, দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘পদ্মা নদীর এই আকারের আইড় মাছের চাহিদা বেশি।

তাই জেলে নিজাম হালদারের কাছ থেকে নিলাম দরে ২৬ হাজার ৪০০ টাকায় মাছটি কিনেছি। পরে মোবাইল ফোনে ভিডিও কলে যোগাযোগ করে সামান্য লাভে মাদারিপুরের শিবচর এলাকার একজন শৌখিন মাছক্রেতার কাছে আইড় মাছটি বিক্রি করেছি।’

প্রাসঙ্গিক
মন্তব্য
কাশিয়ানী থানা

ওসির বিরুদ্ধে ঘুষবাণিজ্যের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি
শেয়ার
ওসির বিরুদ্ধে ঘুষবাণিজ্যের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
ছবি: কালের কণ্ঠ

মামলাকে পুঁজি করে কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খানের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ-বাণিজ্যের অভিযোগ উঠেছে। তিনি তার পছন্দের এসআইকে দিয়ে করছেন এই ‘মামলা-বাণিজ্য’। নিরীহ-নিরপরাধ মানুষকে জিম্মি করে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের ঘুষ। ইতিমধ্যে এসি ঘুষ নেওয়ার একটি কথোপকথন (অডিও) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে চলছে আলোচনা।

এসব অভিযোগ তদন্তে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

আরো পড়ুন
ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড

ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড

 

অভিযোগ উঠেছে ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যবসায়ী ও ‘বিত্তশালী’ নেতাকর্মীদের টার্গেট করে বাড়িতে পুলিশ পাঠিয়ে থানায় গিয়ে ওসির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। ‘এজাহারে’ নাম বা রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও আওয়ামী লীগের কর্মী-সমর্থক দাবি করে চাওয়া হয় মোটা অঙ্কের টাকা। টাকা পেলেই মেলে বাড়িতে ঘুমানো ও এলাকায় থাকার নিশ্চয়তা আর টাকা না দিলে মামলার ‘অজ্ঞাত আসামি করে গ্রেপ্তার করা হয়।

কাশিয়ানী থানার এসআই হারুন অর রশিদকে দিয়ে চাওয়ানো হয় টাকা।

জানা যায়, কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাকির হোসেনকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে বিভিন্ন সময় হাতিয়ে ওসি শফিউদ্দিন খান বিপুল পরিমাণ অর্থ নেন। পরে আবারও মামলার ভয় দেখিয়ে ওই ইউপি সদস্যের কাছ থেকে একটি এসি নেন তিনি। এসি নেওয়ার একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভয়ে অনেক কথা বলতে না চাইলেও কয়েকজন ভুক্তভোগী মামলার ভয় দেখিয়ে অর্থ ও এসি হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন।

আরো পড়ুন
বড় ম্যাচে বিকল্প ভাবনা কিংসের

বড় ম্যাচে বিকল্প ভাবনা কিংসের

 

ভুক্তভোগী কাশিয়ানী জাকির হোসেন বলেন, ‘মামলার ভয় দেখিয়ে ওসি সাহেব আমার কাছ থেকে কয়েক দফা টাকা নিয়েছেন। আবার একটা এসি দাবি করেন। আমার কাছে নগদ টাকা না থাকায় নিরুপায় হয়ে কিস্তিতে কিনে দিয়েছি। কিন্তু এতেও ক্ষান্ত হননি তিনি, ঈদের আগের দিন আবারও হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে টাকা চান।

আরেক ভুক্তভোগী উপজেলার বরাশুর গ্রামের রবিউল মিয়া। তিনি জানান, গত ১৫ মার্চ অজ্ঞাত একটি নম্বর থেকে কল করে ওসির সঙ্গে দেখা করার কথা বলে থানায় ডেকে নেওয়া হয়। রবিউল ওসির কক্ষে গিয়ে তার পরিচয় দিতেই ওসি তুই-তোকারি শুরু করে অকথ্য ভাষায় গালাগাল করেন। এক পর্যায় বলেন, ‘তোর নাম মামলায় ঢুকিয়ে দেব। তুই গাড়ি ডাকাতি করিস।’ এরপর রবিউল দিহানের পরিচয় দিয়ে ওসিকে ফোন ধরিয়ে দেন। ওসি দিহানের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর কনস্টেবল সাইফুলকে ডেকে বলেন, ‘ওকে হাজতখানায় আটকে রাখো।’

আরো পড়ুন
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

 

তিনি আরো জানান, ইফতারের পর পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য রবিউলকে ফোন দেওয়া হয়। খবর পেয়ে তার বড় ভাই ধার-দেনা করে ৫০ হাজার টাকা যোগাড় করে দিহানের মাধ্যমে ওসিকে দেন। নানা নাটকীয়তার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রবিউলকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না।

কাশিয়ানী থানায় আটককৃত ডালিমের স্ত্রী রোকসানা বেগমের অভিযোগ করে জানান, ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে ঘোনাপাড়া গ্রামের হাসিব নামে এক যুবকের সঙ্গে তার স্বামীর বিরোধ চলছিল। ওই যুবক ওসিকে টাকা দিয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। তার স্বামী কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। টাকা হলে ওসি শফিউদ্দিন সবই পারেন। ওসিকে টাকা দিলেই নিরীহ-নিরপরাধ মানুষকেও রাজনৈতিক মামলার ‘অজ্ঞাত আসামি’ করে জেলহাজতে পাঠিয়ে দেন। গত ২২ মার্চ উপজেলার চরচাপ্তা গ্রামের কৃষক আনোয়ার হোসেন ডালিমকে রাত সাড়ে ৮টার দিকে নিজবাড়ি থেকে ধরে নিয়ে যান এসআই হারুন অর রশীদ।

এসব অভিযোগের সত্যতা জানার জন্য কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিন খানের সঙ্গে সাংবাদিকদের কথা হলে তিনি জানান, ‘বিভিন্ন সময় অভিযান চালিয়ে মাদক কারবারি ও বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার করায় আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমি এসব কাজের সঙ্গে সম্পৃক্ত না।’

আরো পড়ুন
কর্মকর্তাদের বাহবা দিয়ে যা বললেন প্রধান নির্বাচন কমিশনার

কর্মকর্তাদের বাহবা দিয়ে যা বললেন প্রধান নির্বাচন কমিশনার

 

পুলিশ সুপার মো. মিজানুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘বিষয়টি আমি জানতে পেরে গতকাল শনিবার (৫ এপ্রিল) অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের দায়িত্ব দিয়েছি। তিনি ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত করে রিপোর্ট দাখিল করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য

জাজিরায় হাতবোমা নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জাজিরায় হাতবোমা নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭
সংগৃহীত ছবি

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের করা মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জাজিরা থানার ওসি দুলাল আখন্দ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান। এ নিয়ে কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার (৫ এপ্রিল) সকালে দূর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষ হয়। এ সময় বাড়িঘর ভাঙচুরসহ শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হন। পরে পুলিশ ও যৌথ বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন
বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু

বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু

 

পুলিশ জানায়, আজ রবিবার পুলিশের একজন এসআই বাদী হয়ে ৮৮ জনের নামে মামলা করেন। এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরো এক হাজারজনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওসি দুলাল আখন্দ বলেন, ‘দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের একজন এসআই বাদী হয়ে মামলা করেছেন।

ইতিমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মন্তব্য

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হিলি সংবাদদাতা
হিলি সংবাদদাতা
শেয়ার
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ছবি: কালের কণ্ঠ

পবিত্র ঈদুল ফিতরের ছুটিসহ টানা ৯ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ রবিবার (৬ এপ্রিল) হিলি স্থলবন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন হিলি বন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের ছুটিসহ সাপ্তাহিক ছুটির কারণে গেল ২৯ মার্চ থেকে গতকাল ৫ এপ্রিল পর্যন্ত হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। আজ রবিবার শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ