অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা, ৬ ট্রাকসহ আটক ৮

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা, ৬ ট্রাকসহ আটক ৮
ছবি : কালের কণ্ঠ

ফরিদপুরের সদরপুরে আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ও সদরপুর থানা পুলিশের একটি দল। এ সময় উপজেলার বিভিন্ন সড়ক থেকে মাটিবোঝাই ৬ ডাম্প ট্রাক জব্দ এবং ৮ জনকে আটক করা হয়।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ও গতকাল বুধবার গভীর রাতে উপজেলার ঢেউখালী ইউনিয়নের শয়তানখালী ও হাওলাদারকান্দি এলাকায় এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা। এ সময় সদরপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল মোতালেবসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোতালেব বলেন, অভিযানে আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, সরকারি নির্দেশ অমান্য করে কিছু লোক নদী থেকে বালু উত্তোলন ও ফসলি জমি থেকে মাটি বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত একজনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ৬ ডাম্প ট্রাক ও ৮ জনকে আটক করা হয়। পরিবেশ রক্ষায় অবৈধ বালু ও মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

রায়গঞ্জে চাচা-ভাতিজা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জ ও রায়গঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ ও রায়গঞ্জ প্রতিনিধি
শেয়ার
রায়গঞ্জে চাচা-ভাতিজা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩
ছবি: কালের কণ্ঠ

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাচা-ভাতিজা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (২২ মার্চ) সকালে র‌্যাব-১২ সিরাজগঞ্জ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—রায়গঞ্জ উপজেলার বৈকন্ঠপুর গ্রামের সুরুজ্জামানের ছেলে রবিউল ইসলাম (২৫), একই গ্রামের আব্দুল মালেক সরকারের ছেলে আবু হানিফ (২৪) ও আব্দুর রাজ্জাক শেখের ছেলে ফেরদৌস শেখ (১৮)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার (২১ মার্চ) সকালে বৈকন্ঠপুর গ্রাম থেকে চাচা-ভাতিজা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

রাতে তাদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এরপর রাতেই সিরাজগঞ্জ ডিবি পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে রায়গঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান।

প্রসঙ্গত, ১৬ মার্চ রাতে বৈকন্ঠপুর গ্রামের বদিউজ্জামানের শেখের ছেলে নির্মাণ শ্রমিক রিয়াজ উদ্দিন শেখ (২১) ও তোতা শেখের ছেলে নির্মাণ শ্রমিক হৃদয় শেখ (১৮) নিখোঁজ হয়। তারা সর্ম্পকে চাচা ভাতিজা।

৪দিন পর ২০ মার্চ বিকালে বৈকন্ঠপুর বেইলী ব্রিজের নিচে একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রিয়াজ উদ্দিনের বড় ভাই আল আমিন শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মন্তব্য

বোয়ালখালীতে শিশু ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
বোয়ালখালীতে শিশু ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
সংগৃহীত ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দিদারুল আলম (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ। গতকাল শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। দিদারুল আলম বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরখিদিরপুর গ্রামের নবাব আলী সওদাগর বাড়ির বাসিন্দা বলে জানা যায়।

শিশুটির মা জানান, 'শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে জমি থেকে মেয়েকে লতাপাতা আনার জন্য পাঠাই।

সে লতাপাতা না চেনায় ওইখানে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞেস করে। সে লতাপাতা দেখিয়ে দেওয়ার ভান করে একটি ঘরে নিয়ে গিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেয়। এসময় মেয়ে ভয়ে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে এবং সমস্ত ঘটনা খুলে বলে।'

আরো পড়ুন

মাস্টারদা সূর্যসেনের জন্মদিন আজ

মাস্টারদা সূর্যসেনের জন্মদিন আজ

 

শিশুটির মা আরো বলেন, 'আমার মেয়ে অসুস্থ।

গত মাসে তাকে ক্লিনিকে ভর্তি করাতে হয়েছিল। ওই লোকটি আমার মেয়েকে মেরে ফেলত। আমি এ ঘটনার বিচার চাই।'

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত দিদারুল আলমকে শনাক্ত করা হয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

আরো পড়ুন

দুর্গাপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার

দুর্গাপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার

 

এ ব্যাপারে ওই শিশুর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আসামি প্রাথমিক জিজ্ঞেসাবাদে অপরাধ স্বীকার করেছে।' তাকে শনিবার (২২ মার্চ) আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

মন্তব্য

দুর্গাপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
দুর্গাপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ইলিয়াছ হাওলাদারকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। 

শনিবার দিবাগত রাত ৩টার দিকে পৌর শহরের ডাকুমারা এলাকার তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, দুর্গাপুর থানায় ইলিয়াসের বিরুদ্ধে মামলা আছে।

তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

মন্তব্য

পরশুরামে সোমালিয়ান নাগরিক আটক

ফেনী প্রতিনিধি
ফেনী প্রতিনিধি
শেয়ার
পরশুরামে সোমালিয়ান নাগরিক আটক
প্রতীকী ছবি

ফেনীর পরশুরামে আবদেয়ালি মোহাম্মদ আলী নামের এক সোমালিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২২ মার্চ) ভোরে নিজকালিকাপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, নিজকালিকা বিওপির টহল দল সীমান্ত পিলার ২১৫৯/৩ এস থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে এই সোমালিয়ান নাগরিককে আটক করা হয়। তিনি ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন।

জব্দ করা মালসহ পরশুরাম মডেল থানায় তাকে সোপর্দ করা হয়।

বিজিবির পরিচালক (অধিনায়ক) লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

১৯ মার্চ ফেনী বিজিবির অভিযানে একজন নাইজেরিয়ান এবং এর আগে সুদানি এক নারীসহ মোজাম্বিয়ান নাগরিককে আটক করেছিল বিজিবি টহল দল।

মন্তব্য

সর্বশেষ সংবাদ