প্রতিবাদ করায় কি‌শোরী‌কে গা‌ছে বেঁধে নির্যা‌ত‌ন

আঞ্চলিক প্রতিনিধি, কু‌ড়িগ্রাম
আঞ্চলিক প্রতিনিধি, কু‌ড়িগ্রাম
শেয়ার
প্রতিবাদ করায় কি‌শোরী‌কে গা‌ছে বেঁধে নির্যা‌ত‌ন
সংগৃহীত ছবি

কু‌ড়িগ্রা‌মের রাজারহা‌টে বাবার বিরু‌দ্ধে চুরির অপবাদের প্রতিবাদ করায় এক কিশোরীকে গাছের স‌ঙ্গে বেঁধে শারী‌রিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঘড়িয়ালডাঙা ইউনিয়নের কিসামত না‌খেন্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মমেনা বেগম না‌মের এক নারীকে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্র জানায়, ভুক্তভোগী কি‌শোরীর বাবা পেশায় দিনমজুর।

ওই কিশোরীর ছোট বোন (৯) বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছে। সুস্থ নাতনির চিকিৎসার খরচের জন‌্য তার বাবাকে একটি গরু দেন দাদি। 

তারা আরো জানায়, কিশোরীর বাবার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ আনেন আব্দুল কাদের (সাবেক মেম্বার) নামের এক ব্যক্তি। চৌকিদার পাঠিয়ে হুমকি দেন তিনি।

বাবাকে দেওয়া অপবাদের প্রতিবাদ করলে আব্দুল কাদেরের উঠানে নবম শ্রেণির ওই কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন কাদের।

সকাল ৯ টার দিকে গাছের সঙ্গে বেঁধে রাখা হ‌লে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে প‌ড়ে। প‌রে পু‌লিশ বিকেল ৩টার দিকে ওই কিশোরীকে উদ্ধার করে। 

ভুক্ত‌ভোগী কি‌শোরী ব‌লে, ‘আমি দা‌দিকে নি‌তে আস‌ছিলাম।

এ সময় আব্দুল কা‌দের, দা‌দির বোন আয়েশা, মা‌য়া, শার‌মিন, শিউলি আমাকে ৪-৫ ঘণ্টা গা‌ছের স‌ঙ্গে বেঁধে রেখে মারধর ক‌রে‌ন।’

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন ব‌লেন, চুরির ঘটনাকে কেন্দ্র ক‌রে কি‌শোরীকে গা‌ছে বেঁধে রাখার খবর পেয়ে পু‌লিশ তা‌কে উদ্ধার ক‌রে‌ ম‌মেনা না‌মের একজনকে আটক করা হ‌য়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

নবীনগরে অবসরপ্রাপ্ত ৬৮ শিক্ষককে বিদায় সংবর্ধনা

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
শেয়ার
নবীনগরে অবসরপ্রাপ্ত ৬৮ শিক্ষককে বিদায় সংবর্ধনা
ছবি: কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৬৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নবীনগর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নেওয়া ৬৮ জন  শিক্ষককে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

নবীনগর মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ।

সঞ্চালনা করেন নুর মো. সিকদার মিঠু।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রী রাজীব চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মনসুর আহমদ।

এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীনগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শুক্লা রানী দেব, রিকন ল্যাবরেটরি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ড. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ও সাংবাদিক ইব্রাহীম খলিল, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মানিক ভূঁইয়া, বাঞ্ছারামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম রেজা প্রমুখ।

এতে স্বাগত বক্তব্য দেন নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক (পুরুষ) বিল্লাল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক (নারী) শামসুন্নাহার বেগম, যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম জুয়েল প্রমুখ।

অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে ৬৮ জন বিদায়ী অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকার হাতে একটি করে ক্রেস্ট, মানপত্র ও ধর্মীয় গ্রন্থ তুলে দেওয়া হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে দেশের সার্বিক মঙ্গল কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

পরে উপস্থিত শিক্ষকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

কালিয়াকৈরে ডাকাতের হামলা নিহত ১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
শেয়ার
কালিয়াকৈরে ডাকাতের হামলা নিহত ১
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতদলের হামলায় সজিব নামের এক মাটি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় রয়েল নামে আরেক মাটি ব্যবসায়ী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বড়ইবাড়ী-জামালপুর সড়কের হাটুরিয়া চালা এলাকায় ডাকাতদলের সদস্যরা এ হামলা করে।

নিহত সজিব (৩৮) কালিয়াকৈর উপজেলার গাবচালা গ্রামের মুক্তার সরকারের ছেলে।

আহত রয়েল মিয়া (৩৭) উপজেলার গাবচালা এলাকার আনিছ মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, মাটি ব্যবসায়ী সজিব হোসেন ও রয়েল মিয়া বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোটরসাইকেল যোগে ব্যবসায়ীর টাকার আনতে হাটুরিয়া চালা বাজারে যাচ্ছিলেন। বড়ইবাড়ী-হাটুরিয়া চালা সড়কের হাটুরিয়াচালা বাজারের আগেই বনের ভেতর তাদের মোটরসাইকেল পৌছালে একদল ডাকাত তাদের দুইজনের গতিরোধ করে। এ সময় ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন।

এ সময় ডাকাতদলের সদস্যরা ব্যবসায়ী সজিব হোসেনকে ধরে তার ওপর হামলা করে। তাদের হামলায় ঘটনাস্থলেই সজিব নিহত হন। এ সময় অপর ব্যবসায়ী রয়েল দৌড়ে গিয়ে ডাকাত পড়েছে বলে চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে গিয়ে ডাকাতদলের দুই সদস্যকে ধরে গণপিটুনি দেয়।

পরে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদলের দুই সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একজনকে সফিপুর মর্ডান হাসপাতালে এবং অপরজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‘ডাকাতদলের হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। এলাকাবাসী ডাকাতদলের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।’

প্রাসঙ্গিক
মন্তব্য

৩৪ দিন কিশোরীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
৩৪ দিন কিশোরীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
অভিযুক্ত মোফাজ্জল

সাভারের আশুলিয়ায় ১৩ বছরের এক কিশোরীকে অপহরণ করে ৩৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলায় অভিযুক্ত যুবক মোফাজ্জল হোসেন ওরফে শাকিলকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা তালুকদার। এর আগে দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মোফাজ্জল হোসেন শাকিল (৩৮) ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার চরকৃষ্ণপুর এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার জামগড়া বটতলা ডিস অফিস সংলগ্ন রাশেদের বাড়ির ভাড়াটিয়া।

আরো পড়ুন
আগামী তিনদিন বৃষ্টির পূর্বাভাস, কমবে গরম

আগামী তিনদিন বৃষ্টির পূর্বাভাস, কমবে গরম

 

ভুক্তভোগীর পরিবার ও থানা পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার জামগড়া বাঁশতলার ভাড়াবাসা থেকে বের হলে ওই কিশোরীকে অপহরণ করা হয়। এরপর রাতে বাসায় ফিরে না আসায় আত্মীয় স্বজনদের বাসাসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

পরে গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ ৩৪ দিন পর গত ১৮ মার্চ রাত ৮টার দিকে জামগড়া বটতলা ডিস অফিস সংলগ্ন রাশেদের ভাড়া বাড়ির একটি কক্ষে অভিযুক্ত মোফাজ্জলের সাথে ওই কিশোরীকে দেখতে পায় তার বোন। এসময় কিশোরীর বোনকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত।

ভুক্তভোগী কিশোরী জানায়, তাকে কৌশলে অপহরণ করে একটি বাসায় নিয়ে আটক রাখে মোফাজ্জল। পরবর্তীতে বিভিন্ন সময় তাকে ধর্ষণ করে।

তাকে মারধর করাসহ তার পরিবারের লোকজনদের হত্যা করবে বলে হুমকি প্রদান করতো মোফাজ্জল। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী অভিযুক্ত মোফাজ্জলের শাস্তির দাবি জানিয়েছে।

আরো পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা অমিত শর্টগানের লাইসেন্সের আবেদন যা বলেছিলেন

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা অমিত শর্টগানের লাইসেন্সের আবেদন যা বলেছিলেন

 

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা তালুকদার বলেন, উদ্ধারের পর ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ ঘটনায় তার বোন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে অভিযুক্ত মোফাজ্জল হোসেন শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য

শ্লীলতাহানির অভিযোগে বাবা-ছেলে আটক

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
শ্লীলতাহানির অভিযোগে বাবা-ছেলে আটক
প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির অভিযোগে বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ন্যায় বিচারের দাবি জানিয়েছে। 

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের এক গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন মো. দুর্জয় বেগ (১৮) ও তার বাবা মো. রোকন বেগ (৪৫)।

আরো পড়ুন
আগামী তিনদিন বৃষ্টির পূর্বাভাস, কমবে গরম

আগামী তিনদিন বৃষ্টির পূর্বাভাস, কমবে গরম

 

ভুক্তভোগীর বাবা স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে শ্লীলতাহানির ঘটনা ঘটলে ভুক্তভোগী থানায় অভিযোগ করেন।

পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেনে জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বাবা-ছেলে আটক করা হয়েছে। তাদেরকে আগামীকাল শুক্রবার সকালে জেলা আদালতে সোর্পদ করা হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ