ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, আনােয়ারা
নিজস্ব সংবাদদাতা, আনােয়ারা
শেয়ার
আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

আনোয়ারায় পুকুরে ডুবে জান্নাতুল মিফতা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে বরুমচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সৈয়দ নূরের মেয়ে। রবিবার (৯ মার্চ) সকালে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, জান্নাতুল মিফতা ঘর থেকে বাইরে খেলতে যায়।

তাকে ঘরের সামনে না পেয়ে পরিবারের সবাই অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন
৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

 

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

দিনাজপুরে ২৪ ঘণ্টায় ৭৫ জন গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রতিনিধি
শেয়ার
দিনাজপুরে ২৪ ঘণ্টায় ৭৫ জন গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা, সাজা পরোয়ানা, মাদককারবারি, ছিনতাইকারী, বিভিন্ন মামলার পলাতক আসামি।

দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, জেলায় যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে ডেভিল গ্রেপ্তারের জন্য “অপারেশন ডেভিলহান্ট” চলমান রয়েছে। এই অভিযানে আমরা আত্মগোপানে থাকা গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্যসহ ৭৫ জনকে গ্রেপ্তার করেছি।

এই অভিযান অব্যাহত থাকবে।

এদের মধ্যে কোতয়ালী থানায় ১৬ জন, বিরল ৯ জন, চিরিরবন্দর ৪ জন, পার্বতীপুরে ৭ জন, বীরগঞ্জে ৯ জন, কাহরোলে ১ জন, বোচাগঞ্জে ২ জন, ফুলবাড়ীতে ৯ জন, বিরামপুরে ৫ জন, নবাবগঞ্জে ৪ জন, হাকিমপুরে ৪ জন ও ঘোড়াঘাটে ৫ জন।

আজ বুধবার দুপুরে তাদেরকে কোটে চালান দেওয়া হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন।

মন্তব্য

ডোমারে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনাটি মিথ্যা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
শেয়ার
ডোমারে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনাটি মিথ্যা
সংগৃহীত ছবি

নীলফামারীর ডোমার উপজেলার সুজন রায়, মাধবি রানী, মাধবীর বোন নিন্দ্রা রানী ও মাধবীর ছেলে সমদিপকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় মেখলিগঞ্জের কুচলিবাড়ি সীমান্তে আটক করে ভারতীয় পুলিশ। তাদের বাড়ি উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের বেতগাড়া গ্রামে। অবৈধভাবে ভারতে প্রবেশের কারণে তাদের আটক করে ভারতীয় পুলিশ। সেখানে আটকের পর ভারতীয় এসআই নিউজ চ্যানেলে সাক্ষাৎকারে বাংলাদেশে নিজ এলাকা বেতগাড়ায় তাদের ওপর নির্যাতন করা হয়েছে বলে তারা জানিয়েছেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। ঘটনার সন্ধানে সাংবাদিকরা বেতগাড়া গ্রামে গেলে সনাতন ধর্মালম্বীদের ওপর কোন নির্যাতনের ঘটনা ঘটেনি বলে জানায় এলাকাবাসী ও সুজনের পরিবার।

আরো পড়ুন
বাইরের থেকে ভিতরেই ভালো আছি : শাজাহান খান

বাইরের থেকে ভিতরেই ভালো আছি : শাজাহান খান

 

সুজন রায়ের বাবা সুনীল চন্দ্র বলেন, বুড়িমারীর এক দালালের মাধ্যমে ৭০ হাজার টাকায় অবৈধ উপায়ে তাদের পরিবারের চারজনকে ভারতে পাঠাতে চুক্তি করি। সেই মোতাবেক ১১ এপ্রিল পরিবারের চারজন সদস্যকে তিনি ভারতে পাঠিয়ে দেন।

১২ এপ্রিল ভারতীয় পুলিশ তাদের আটক করে। এ সময় তারা ভয়ে তাদের ওপর নির্যাতন হয়েছে বলে ভারতীয় পুলিশ ও ভারতের সাংবাদিককে জানান। তারা কেন এ রকম মিথ্যা কথা বলেছে সেটা আমি বলতে পারবোনা। তিনি বলেন ছোট থেকে বড় হলাম এখানে আমরা কোন রকমের নির্যাতনের শিকার হইনি।
এখানে যদি আমাদের বাড়িঘর পুড়িয়ে দিতো তাহলে আমি এখানে দোকান করছি কিভাবে। তারা যেসব কথা বলেছে ছাড়া পাওয়ার আশায় মিথ্যা কথা বলেছে। যেটা তাদের বলা উচিত হয়নি।

সুনীলের ভাই কোকিল চন্দ্র বলেন, গত কয়েক মাস আগে সুনীল তাদের বাড়ি-ভিটা চুপ করে বিক্রি করে স্থানীয় মিষ্টার নামে এক ব্যক্তির কাছে। বাড়ি বিক্রির কারণ জানতে চাইলে তিনি বলেন, নীলফামারীতে জমি কিনে বাড়ি করবো তাই বিক্রি করেছি।

তবে স্থানীয়রা বলেন, সুনীলের বাড়িটি সরকার থেকে করে দেওয়া। অথচ তিনি চুপ করে বাড়ি বিক্রি করে দুই ছেলেকে অবৈধভাবে ভারতে পাঠিয়েছেন। হয়তো তিনিও ভারতে চলে যাওয়ার পরিবল্পনা করছেন। স্থানীয়রা আরো বলেন, কেন তারা দেশের ভাবমুর্তি নষ্ট করছেন সেটা তদন্ত করে সরকারের ব্যবস্থা গ্রহন করা উচিত।

হিন্দু সম্প্রদায়ের নেতা উজ্বল কানজিলাল বলেন, ঘটনা শুনে আমরা এখানে এসে দেখি ঘটনা ভিন্ন। তারা অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করায় তাদের গ্রেফতার করা হলে তারা দেশের বদনাম করে মিথ্যা বক্তব্য দিয়েছে। এখানে এসে দেখি সুজনের বাবা বাড়ির সামনে দোকান করছেন। তাদের বাড়ি ঠিকই আছে। অথচ তারা ভারতে বলেছে তাদের নির্যাতন করা হয়েছে। সেটা তারা মিথ্যা বলেছে।

আরো পড়ুন
আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় জামায়াত

আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় জামায়াত

 

একই এলাকার রবিউল আলম ভুট্টু বলেন আমাদের বেতগাড়া শান্তি প্রিয় এলাকা। এখানে হিন্দু মুসলমান সবাই মিলেমিশে বসবাস করে আসছি। আমাদের মধ্যে কোন প্রকার ভেদাভেদ নেই। এখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো আছে। তারা কোন নির্যাতনের শিকার হয়নি। অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার সময় আটক হয়ে এখন মিথ্যা কথা রটাচ্ছে। যা দেশের ভামমুর্তি ক্ষুণ্ন করেছে।

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন বলেন, গত ৫আগস্টের পর ডোমার উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর কোন প্রকার নির্যাতনের ঘটনা ঘটেনি। তারা শান্তি পুর্ন ভাবে বসবাস করে আসছে। হিন্দু সম্প্রদায়ের যে কোন বিপদে আপদে আমরা সব সময় তাদের পাশে রয়েছি। যারা দেশের ভাবমুর্তি ক্ষুণ্ন করে মিথ্যাচার করছে তাদের আইনের আত্ততায় নিয়ে আসা উচিত।

স্থানীয়রা বলেন, সুনিলের ছোট ছেলেকে সে আগেই ভারতে পাঠিয়েছে। এবার তার বড় ছেলে ও বৌমাকে পাঠিয়েছিল ভারতে কোন ক্রমে তারা ধরা পরায় তাদের আসল রুপ বেরিয়ে পড়েছে।

মন্তব্য

কোটালীপাড়ায় গানে গানে মঞ্চ মাতালেন সংগীতশিল্পী সালমা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
কোটালীপাড়ায় গানে গানে মঞ্চ মাতালেন সংগীতশিল্পী সালমা
সংগৃহীত ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গানে গানে মঞ্চ মাতালেন সংগীতশিল্পী সালমা। তার গানের সুরের মূর্ছনায় মুগ্ধ হয় হাজারও দর্শক। এ সময় তার গানের সুরে ও দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বুরুয়া গ্রামের যুব সমাজের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বর্তমান সময়ের এই জনপ্রিয় সংগীত শিল্পী।

আরো পড়ুন
আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় জামায়াত

আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় জামায়াত

 

বুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন কমিটির সভাপতি শংকর দত্ত, সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র ফলিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাত ৯টায় সংগীত শিল্পী সালমা মঞ্চে উঠেন। প্রথমেই গেয়ে শোনান ‘সিনার লগে বাঁধি রাইখুম তোঁয়ারে’। এরপর একে একে ‘আমি চাইলাম যারে’, ‘আমার দুই নয়ন তো দেখে নারে', ‘সোনা বন্ধু তুই আমারে’, ‘স্টেশনের রেলগাড়িটাসহ ১০টি গান।


 

প্রাসঙ্গিক
মন্তব্য

ফেনীতে ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

ফেনী প্রতিনিধি
ফেনী প্রতিনিধি
শেয়ার
ফেনীতে ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

ফেনীতে ছয় দফা দাবিতে রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ করছেন জেলার সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের রেলগেইট এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি হয়। 

এতে ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, আই.সি.এস.টি ও কম্পেক্ট পলিটেকনিকসহ অন্তত পাঁচ শতাধিক শিক্ষার্থী আন্দোলনে অংশ নেন।

এ সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী।

বিক্ষোভের কারণে শহরের গুরুত্বপূর্ণ রেল ও সড়কপথে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন ও অন্যান্য যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। শহরে বিকল্প সড়ক না থাকায় সাধারণ মানুষও পড়েন বিপাকে।

পরে দুপুর ১টার দিকে প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষক প্রতিনিধিদের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ক্রাফট ইন্সট্রাক্টর কারিগরি ব্যাকগ্রাউন্ডের না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ল্যাবের সহকারী কর্মচারী। তারা মূলত অষ্টম শ্রেণি কিংবা এসএসসি পাস। তাদের ডিপ্লোমার শিক্ষক হওয়ার কোন যোগ্যতা নেই। তারা যদি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষক হন, তাহলে ডিপ্লোমা ছাত্ররা কতটুকু শিখবে।

জুনিয়র ইন্সট্রাক্টর শুধু মাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য।

ক্রাফট ইন্সট্রাক্টরদের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত কারিগরি সেক্টর ধ্বংসের পাঁয়তারা বলে মন্তব্য করেন পলিটেকনিক শিক্ষার্থীরা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ