গাজীপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
শেয়ার
গাজীপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
সংগৃহীত ছবি

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন। শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন জামালপুর সদর থানার রামনগর সোনিয়াটেকি এলাকার চানমিয়ার ছেলে সিএনজিচালক ওবায়দুল (৪০)।

বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে কালিয়াকৈর থেকে ইটভর্তি একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে যাচ্ছিল। ট্রাকটি নামাশুলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন।

অপর একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

সম্পর্কিত খবর

লাকসামে যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
লাকসামে যৌথ বাহিনীর অভিযানে আটক ৫
ছবি: কালের কণ্ঠ

কুমিল্লার লাকসামে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, মাদক ও অন্যান্য সরঞ্জামসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ২টি চাপাতি, একটি ছেনি (ধারালো অস্ত্র), একটি কাঁচি, একটি নোটবুক, ৫টি মোবাইল সেট, ৫টি গ্যাস লাইট উদ্ধার করা হয়।

শনিবার (১৫ মার্চ) দিবাগত গভীর রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- লাকসাম পৌরসভার সাতবাড়িয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. খোরশেদ আলম, গুনতি গ্রামের মৃত আনু মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন অন্তর, কাদ্রা গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে মো. সাফায়ত উল্লাহ, একই গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে মো. সুজন মিয়া এবং উত্তর সাতবাড়িয়া গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে হুমায়ুন ফরিদ।

আরো পড়ুন
নারীর ইমামতিতে নামাজ, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

নারীর ইমামতিতে নামাজ, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সারা দেশে যৌথ বাহিনীর ‘ডেভিল হান্ট’ অপারেশন চলছে। তারই ধারাবাহিকতায় লাকসামেও এই অভিযান অব্যাহত রয়েছে। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী এ বিশেষ অভিযান পরিচালনা করে। ওই সময় লাকসাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাদরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করলে প্রতিটি এলাকা সন্ত্রাস ও মাদকমুক্ত হবে।

লাকসাম থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে থানায় কোনো পূর্ববর্তী মামলা না থাকলেও তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো পড়ুন
আবরার হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি পালানোর ঘটনায় ক্ষুব্ধ পরিবার

আবরার হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি পালানোর ঘটনায় ক্ষুব্ধ পরিবার

 

অভিযানের নেতৃত্বে থাকা মেজর তাহসিন ফয়সাল জানান, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে।

মন্তব্য

কুমিল্লায় যুবককে গলাকেটে হত্যা

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় যুবককে গলাকেটে হত্যা

কুমিল্লার হোমনায় বিল্লাল হোসেন নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে কোনো এক সময়ে তাকে জবাই করে হত্যার পর রাস্তার পাশে একটি গ্যারেজের সামনে ফেলে রাখা হয়। বিল্লাল হোসেন (৩৫) হোমনা উপজেলা ঘাড়মোড়া ইউনিয়নের বড়ঘাড়মোড়া গ্রামের মো. জামান মিয়ার ছেলে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।

 

রবিবার (১৬ মার্চ) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাবেদউল ইসলাম।

আরো পড়ুন

দুদকের মামলায় জামিন পাননি সাবেক খাদ্যমন্ত্রী

দুদকের মামলায় জামিন পাননি সাবেক খাদ্যমন্ত্রী

 

স্থানীয় প্রত্যাক্ষদর্শীরা জানান, রবিবার সকাল ৭ টার দিকে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তবে পুলিশ দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।

আরো পড়ুন

নারীর ইমামতিতে নামাজ, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

নারীর ইমামতিতে নামাজ, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

 

হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাবেদউল ইসলাম বলেন, 'এ হত্যাকাণ্ডের কারণ জানতে এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যার পেছনে কোনো পূর্ব শত্রুতা, ব্যক্তিগত বিরোধ, মাদক বা অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

'

মন্তব্য

একদিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হিলি সংবাদদাতা
হিলি সংবাদদাতা
শেয়ার
একদিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
সংগৃহীত ছবি

হোলি উৎসব উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি একদিন বন্ধের পর ফের চালু হয়েছে। তবে বন্ধে স্বাভাবিক ছিল বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম।

আজ রবিবার (১৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।

আরো পড়ুন
ব্যাটারি ভ্যানে বাসের ধাক্কায় ১ জনের মৃত্য, আহত ৩

ব্যাটারি ভ্যানে বাসের ধাক্কায় ১ জনের মৃত্য, আহত ৩

 

তিনি জানান, হোলি উৎসব উপলক্ষে একদিন বন্ধের পরে আজ রবিবার সকাল থেকে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

তবে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম স্বাভাবিক ছিল।

হিলি ইমিগ্রেশনের ওসি আরিফুল ইসলাম জানান, হোলি উৎসব উপলক্ষে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

মন্তব্য
গৌরনদী

ব্যাটারি ভ্যানে বাসের ধাক্কায় ১ জনের মৃত্য, আহত ৩

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
শেয়ার
ব্যাটারি ভ্যানে বাসের ধাক্কায় ১ জনের মৃত্য, আহত ৩
সংগৃহীত ছবি

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর সাউদের খাল এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (১৬ মার্চ) দুপুর সাড়ে বারোটার সময় ঢাকাগামী লামিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে একটি ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানযাত্রী মজিবুর রহমান মোল্লা (৭০) ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহতের বাড়ি গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামে।

আরো পড়ুন

রমজানের শেষ ১০ দিনের জন্য মহানবী (সা.)-এর প্রস্তুতি

রমজানের শেষ ১০ দিনের জন্য মহানবী (সা.)-এর প্রস্তুতি

 

এ সময় ভ্যানের আরো তিন যাত্রী গুরুতর আহত হন, যাদের তাৎক্ষণিকভাবে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন

স্বামীর বিরুদ্ধে স্ত্রীর পায়ের রগ কেটে নির্যাতনের অভিযোগ

স্বামীর বিরুদ্ধে স্ত্রীর পায়ের রগ কেটে নির্যাতনের অভিযোগ

 

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, বাসটিকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ