কমলনগরে ভিজিএফ কার্ড বিতরণে রাজনৈতিক কোটা, দুস্থরা বঞ্চিত

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর)
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর)
শেয়ার
কমলনগরে ভিজিএফ কার্ড বিতরণে রাজনৈতিক কোটা, দুস্থরা বঞ্চিত
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কার্ড রাজনৈতিক দলের মাঝে কোটার ভিত্তিতে বণ্টন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রকৃত দুস্থ মানুষের চেয়ে দলীয় নেতাকর্মীরাই বেশি কার্ড পাচ্ছেন, ফলে অনেক গরিব মানুষ সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।

জানা গেছে, উপজেলার নয়টি ইউনিয়নে ৪৫ হাজার ১৯৯টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডে ১০ কেজি করে চাল পাওয়ার কথা।

তবে ইউনিয়ন পরিষদগুলোর তালিকা প্রস্তুতের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কোটার ভিত্তিতে কার্ড বণ্টনের দাবি তুলেন। চাপের মুখে ইউপি চেয়ারম্যান ও প্রশাসকরা দাবি মেনে নিতে বাধ্য হন।

উপজেলার চরলরেন্স ইউনিয়নে ৫ হাজার ৫০০টি কার্ডের মধ্যে বিএনপি এক হাজার, জামায়াত ৫০০ ও গণঅধিকার পরিষদ ২০০টি কার্ড পেয়েছে। তোরাবগঞ্জ ইউনিয়নের সাড়ে ৫ হাজার কার্ডের মধ্যে বিএনপি ৬০০, জামায়াত ১৫০, জেএসডি ১৫০, ইসলামী আন্দোলন ৫০, নাগরিক পার্টি ১৫০ ও খেলাফত মজলিস ১৫০টি কার্ড বরাদ্দ পেয়েছে।

চরমার্টিন ইউনিয়নের ৬ হাজার কার্ডের মধ্যে বিএনপি ৮৫০, জামায়াত ১৫০ ও জেএসডি ১৫০টি কার্ড বণ্টন করা হয়েছে। এছাড়া চরকাদিরা ইউনিয়নের ৭ হাজার ৫০০ কার্ডের মধ্যে বিএনপি ৯০০, জামায়াত ৫০০ ও জেএসডি ৪০০টি কার্ড দেওয়া হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, রাজনৈতিক দলের নেতারা সরকারি সহায়তায় কোটা প্রথা চালু রেখেছেন। এতে প্রকৃত দুস্থরা বঞ্চিত হচ্ছেন।

চরমার্টিন ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ টিপু সুলতান বলেন, সকলের সাথে সমন্বয় করেই কাজ করতে হয়। তাই রাজনৈতিক দলের জন্য কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে।

চরকাদিরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হারুন বলেন, দলীয়ভাবে কার্ডগুলো ভাগ করে দেওয়া হয়েছে। তারা তাদের মতো করে বিতরণ করবে।

উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল খায়ের কোটা প্রথা অস্বীকার করে বলেন, জামায়াতে ইসলামী সব সময় কোটার বিরুদ্ধে।

উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদেরও একই কথা বলেন।

সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা সভাপতি মো. কামাল হোসেন বলেন, কোটা প্রথা গরিব মানুষকে বঞ্চিত করে। ভিজিএফের তালিকায় কোটা প্রথা বন্ধ করা উচিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান বলেন, সরকারি বরাদ্দে কোটা প্রথা চলবে না। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

৩৪ দিন কিশোরীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
৩৪ দিন কিশোরীকে আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
অভিযুক্ত মোফাজ্জল

সাভারের আশুলিয়ায় ১৩ বছরের এক কিশোরীকে অপহরণ করে ৩৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলায় অভিযুক্ত যুবক মোফাজ্জল হোসেন ওরফে শাকিলকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা তালুকদার। এর আগে দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মোফাজ্জল হোসেন শাকিল (৩৮) ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার চরকৃষ্ণপুর এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার জামগড়া বটতলা ডিস অফিস সংলগ্ন রাশেদের বাড়ির ভাড়াটিয়া।

আরো পড়ুন
আগামী তিনদিন বৃষ্টির পূর্বাভাস, কমবে গরম

আগামী তিনদিন বৃষ্টির পূর্বাভাস, কমবে গরম

 

ভুক্তভোগীর পরিবার ও থানা পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার জামগড়া বাঁশতলার ভাড়াবাসা থেকে বের হলে ওই কিশোরীকে অপহরণ করা হয়। এরপর রাতে বাসায় ফিরে না আসায় আত্মীয় স্বজনদের বাসাসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

পরে গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ ৩৪ দিন পর গত ১৮ মার্চ রাত ৮টার দিকে জামগড়া বটতলা ডিস অফিস সংলগ্ন রাশেদের ভাড়া বাড়ির একটি কক্ষে অভিযুক্ত মোফাজ্জলের সাথে ওই কিশোরীকে দেখতে পায় তার বোন। এসময় কিশোরীর বোনকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত।

ভুক্তভোগী কিশোরী জানায়, তাকে কৌশলে অপহরণ করে একটি বাসায় নিয়ে আটক রাখে মোফাজ্জল। পরবর্তীতে বিভিন্ন সময় তাকে ধর্ষণ করে।

তাকে মারধর করাসহ তার পরিবারের লোকজনদের হত্যা করবে বলে হুমকি প্রদান করতো মোফাজ্জল। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী অভিযুক্ত মোফাজ্জলের শাস্তির দাবি জানিয়েছে।

আরো পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা অমিত শর্টগানের লাইসেন্সের আবেদন যা বলেছিলেন

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা অমিত শর্টগানের লাইসেন্সের আবেদন যা বলেছিলেন

 

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা তালুকদার বলেন, উদ্ধারের পর ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ ঘটনায় তার বোন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে অভিযুক্ত মোফাজ্জল হোসেন শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য

শ্লীলতাহানির অভিযোগে বাবা-ছেলে আটক

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
শ্লীলতাহানির অভিযোগে বাবা-ছেলে আটক
প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির অভিযোগে বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ন্যায় বিচারের দাবি জানিয়েছে। 

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের এক গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন মো. দুর্জয় বেগ (১৮) ও তার বাবা মো. রোকন বেগ (৪৫)।

আরো পড়ুন
আগামী তিনদিন বৃষ্টির পূর্বাভাস, কমবে গরম

আগামী তিনদিন বৃষ্টির পূর্বাভাস, কমবে গরম

 

ভুক্তভোগীর বাবা স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে শ্লীলতাহানির ঘটনা ঘটলে ভুক্তভোগী থানায় অভিযোগ করেন।

পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেনে জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বাবা-ছেলে আটক করা হয়েছে। তাদেরকে আগামীকাল শুক্রবার সকালে জেলা আদালতে সোর্পদ করা হবে।

মন্তব্য

অটোরিকশা যাত্রীদের গাছে বেঁধে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শেয়ার
অটোরিকশা যাত্রীদের গাছে বেঁধে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের এনায়েতপুর-নজরপুর সড়কে ডাকাতির ঘটনায় সাতজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিনূলক জবানবন্দি দিয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। 

এছাড়াও ডাকাতি হওয়া একটি অটোরিকশা ও একটি মোবাইলফোন উদ্ধার করেছে পুলিশ।

জেলা পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি পুলিশ ও গোমস্তাপুর থানা পুলিশের যৌথ অভিযানে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত কয়েকদিনে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত ও ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে প্রত্যেকের নামে একাধিক ছিনতাই-চুরির মামলা রয়েছে। এমনকি একজন ডাকাত দলের সদস্য ঘটনার দুই দিন আগে জামিনে মুক্ত হয়ে এসে পুনরায় ডাকাতিতে অংশ নিয়েছে।

ঘটনার সাথে জড়িত বাকি সদস্যদেরকেও আটক ও ছিনতাইয়ের মালামাল উদ্ধার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

এর আগে, গত মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে অটোরিকশার যাত্রীদের গাছের সঙ্গে বেঁধে রেখে তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইলসহ অটোরিকশাটি নিয়ে যায়।

মন্তব্য

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা অমিত শর্টগানের লাইসেন্সের আবেদন যা বলেছিলেন

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা অমিত শর্টগানের লাইসেন্সের আবেদন যা বলেছিলেন
সংগৃহীত ছবি

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক অমিত বণিক এনপিবি পিস্তল ও শর্টগান ব্যবহারে বিশেষ বিবেচনায় লাইসেন্সের আবেদন করেছিলেন। তার আবেদনের কপি কালের কণ্ঠ পেয়েছে। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে রংপুর পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

আবেদনে অমিত বণিক নিজেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে দাবি করেন লেখেন, ‘আমি রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম,নীলফামারী জেলায় বহুজাতিক মোবাইল ফোন অপারেটর কম্পানি, বহুজাতিক মোবাইল সেবা ফাইনান্স সার্ভিস, ঢেউটিন এলপিগ্যাসসহ একাধিক ব্যবসা পরিচালনা করছি। ব্যবসা ছাড়াও রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা ও বর্তমান পরিচালক, বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদকসহ একাধিক ব্যবসায়ী সংগঠনের সাথে সম্পৃক্ত আছি। এছাড়াও সরকারি প্রতিষ্ঠান-বিডার সদস্য, ভোক্তা অধিকারের সদস্য, লায়ন্স ক্লাবের পরিচালক, মানবতার বন্ধন ও রংপুর মহানগর কমিউনিটি পুলিশের প্রতিষ্ঠাতা ও সদস্য।’ 

আরো পড়ুন
শহীদ পরিবারের নিরাপত্তায় যা বললেন তাসনিম জারা

শহীদ পরিবারের নিরাপত্তায় যা বললেন তাসনিম জারা

 

ওই আবেদনে অমিত বণিক আরও দাবি করেন, ‘আমি ও আমার পরিবার আওয়ামী লীগের মতাদর্শী।

২০১৮ সালে যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার সাথে ব্যবসায়িক সফরসঙ্গী এবং কর অঞ্চল-১৬ (বদরগঞ্জ) এর শ্রেষ্ঠ করদাতা হিসেবে দাবি করে এনপিবি পিস্তল ও শর্টগান ব্যবহারের বিশেষ বিবেচনায় লাইসেনন্স আদেশ প্রদান করা হোক।’

তবে ওই আবেদনের প্রেক্ষিতে কি আদেশ জারি হয়েছে তা জানা যায়নি। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) অমিত বণিককে গ্রেপ্তার করে মহানগর পুলিশ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ