ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১, ১৮ রমজান ১৪৪৬

ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১, ১৮ রমজান ১৪৪৬
খালিয়াজুরী

সংঘর্ষের ১০ দিন পরেও নিখোঁজ ছাত্রদলকর্মী, এলাকাবাসীর মানববন্ধন

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
শেয়ার
সংঘর্ষের ১০ দিন পরেও নিখোঁজ ছাত্রদলকর্মী, এলাকাবাসীর মানববন্ধন
মদনে নিখোঁজ ইয়াসিনকে জীবিত অথবা মৃত ফেরত পেতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি : কালের কণ্ঠ

নেত্রকোনার খালিয়াজুরীর রসূলপুর ফেরিঘাটে সংঘর্ষের ১০ দিন পরেও সন্ধান মেলেনি ইয়াসিন নামের এক ছাত্রদল কর্মীর। তাকে জীবিত অথবা মৃত ফেরত পেতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আজ সোমবার (১৭ মার্চ) নেত্রকোনা-মদন সড়কের উপজেলার বটতলা বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য প্রদান করেন নিখোঁজ ইয়াসিন মিয়ার মা সুলতানা আক্তার, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, আলী উসমান, আলী আকবর, মানিক মিয়া, রতন জিহাদী, আব্দুল সালাম, পুতুল মিয়া প্রমুখ।

আরো পড়ুন
চালের তালিকা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৮

চালের তালিকা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৮

 

বক্তারা বলেন, ইয়াসিন কাইটাইল ইউনিয়নের ছাত্রদলের কর্মী। তিনি অটোরিকশা চালিয়ে পরিবার চালাতেন। গত শনিবার (৮ মার্চ) খালিয়াজুরী রসূলপুর ঘাটে যাত্রী নিয়ে গিয়েছিলেন। এ সময় স্থানীয় লোকজন ও মাছ শিকারিদের সংঘর্ষ হলে নিখোঁজ হন ইয়াসিন।

নিখোঁজের ১০ দিনেও তার সন্ধান না পাওয়া যাচ্ছে না।

বক্তারা অভিযোগ করে আরো বলেন, ইয়াসিনকে খুঁজতে পুলিশ অথবা প্রশাসনের পক্ষ থেকে কোনোরকম সহযোগিতা করা হচ্ছে না। কোনো রাজনৈতিক নেতাকর্মীরাও সহযোগিতা করছেন না। এমনকি একটি চক্র মানববন্ধন করতেও বাঁধা প্রদান করে।

আরো পড়ুন
নান্দাইলের বাকপ্রতিবন্ধী স্বর্ণার আবারও সোনাজয়

নান্দাইলের বাকপ্রতিবন্ধী স্বর্ণার আবারও সোনাজয়

 

প্রায় দুই সপ্তাহ ধরে জেলার বিভিন্ন উপজেলা থেকে মাছ শিকারিরা সংঘবদ্ধ হয়ে খালিয়াজুরির বিভিন্ন জলমহালে পলো দিয়ে মাছ শিকার করছিলেন। গত শনিবার সকালে সহস্রাধিক মাছ শিকারি পলো নিয়ে একটি জলমহালের মাছ শিকার করতে যান। তারা ধনু নদের রসুলপুর ঘাটে ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ রেখে নদ পার হতে ফেরি-নৌকায় যেতে চাইলে রসুলপুর গ্রামের লোকজন তাদের বাধা দেন।

এর জেরে মাছ শিকারিদের সঙ্গে রসুলপুর ও জগন্নাথপুর গ্রামের লোকজনের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের শতাধিক লোক আহত হন।

এ ছাড়া যানবাহন ভাঙচুরসহ আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৪ ব্যক্তি নিখোঁজ হন। সংঘর্ষের ৩ দিন পর ধনু নদ থেকে ৩ জনের  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনার মর্গে পাঠায় লিপসার পুলিশ ফাঁড়ির নৌ পুলিশ। কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ ইয়াসিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

মন্তব্য

সম্পর্কিত খবর

ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু

ভোলা প্রতিনিধি
ভোলা প্রতিনিধি
শেয়ার
ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু
সংগৃহীত ছবি

ভোলার দৌলতখান উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে প্রাণ হারিয়েছে শিশুসহ ২ জন। তাদের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হওয়া তাহিয়া নামের ৪ বছরের এক শিশু ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপরদিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়া আব্দুস সাত্তার (৫৫) নামের এক মাদরাসা সুপার ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত তাহিয়া উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেহেদী হাসান ইকরামের মেয়ে।

নিহত আব্দুস সাত্তার উপজেলার মধ্য জয়নগর দাখিল মাদরাসার সুপার ছিলেন।

আরো পড়ুন
ঘোড়ার মাংস খাওয়া কি জায়েজ?

ঘোড়ার মাংস খাওয়া কি জায়েজ?

 

তাহিয়ার পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলের দিকে বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল শিশুটি। এ সময় দ্রুতগামী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

অপর দিকে ভোলার উপশহর বাংলাবাজারের দক্ষিণ পাশে টেকনিক্যাল কলেজের সামনে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মধ্য জয়নগর দাখিল মাদরাসার সুপার আবদুস সত্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার প্রথমে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

আরো পড়ুন
হাইওয়ে পুলিশের হাতে ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

হাইওয়ে পুলিশের হাতে ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

 

দৌলতখান থানার ওসি মো. জিল্লুর রহমান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে জানান, শিশু তাহিয়ার মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আর মারাসার সুপার আব্দুস সাত্তারের মৃত্যুর বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

মন্তব্য

শাহীন ক্যাডেট স্কুলের বিরুদ্ধে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
শেয়ার
শাহীন ক্যাডেট স্কুলের বিরুদ্ধে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
ছবি : কালের কণ্ঠ

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকার শাহীন ক্যাডেট স্কুলের বিরুদ্ধে এসএসসি-২০২৫ পরীক্ষার্থীদের ফরম পূরণ বাবদ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ করে শিক্ষার্থীরা।

জানা গেছে, সরকার নির্ধারিত পরীক্ষার ফি ২৫০০ টাকা হলেও এবারের এসএসসি পরীক্ষার ফরম পূরণে জনপ্রতি ৮০০০-১০০০০ টাকা আদায় করছে শাহীন ক্যাডেট স্কুল। যা কোচিং ও পরীক্ষার ফি বাবদ দেখানো হচ্ছে।

এ ছাড়া টেস্ট পরীক্ষার জন্য পুনরায় ৭০০ টাকা করে নেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী না দিতে পারলে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না। 

প্র্যাকটিক্যাল খাতার জন্যও ১০০০ টাকা করে নির্ধারিত করেছে তারা। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসের বেতন না দিলে  প্রবেশ পত্র দেওয়া হবে না বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

অপরদিকে শাহীন ক্যাডেট স্কুলের সফিপুর শাখার নিজস্ব কোনো ইন নম্বর না থাকায় অন্য স্কুলের নামে পরীক্ষা দেওয়ানো হচ্ছে শিক্ষার্থীদের।

সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের আশপাশে কোনো কিন্ডারগার্টেন বা কেজি স্কুল স্থাপন করা সরকারি নিয়মবহির্ভূত থাকলেও নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করে সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সফিপুর মালেক চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রায় ১০০ ফিট পাশেই এই শাহীন ক্যাডেট স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। এতে সরকারি স্কুল শিক্ষার্থী সংকটে পড়েছে।

পরীক্ষার্থীদের অভিযোগ, ‘ফরম পূরণের জন্য অতিরিক্ত ফি, কোচিং বাণিজ্য, প্রাকটিক্যাল খাতা, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বেতন, অবৈধভাবে নামে-বেনামে বাড়তি টাকা আদায় করছে শাহীন ক্যাডেট স্কুল।

যা আমাদের জন্য কষ্টকর। এ ছাড়া আমাদের কোনো খেলার মাঠ নেই। বিনোদনের কোনো জায়গায়ও নেই।'

শাহীন ক্যাডেট স্কুল সফিপুর শাখার পরিচালক আওলাদ হোসেন ও ইকবাল হোসেন বলে, শিক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফি, এসএসসির ফরম ফিসহ অন্যান্য ফি বাবদ ৮০০০ টাকা করে নেওয়া হয়েছে। যা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবগত করা হয়েছে।

আমাদের স্কুলের ইন নম্বর না থাকায় অন্য স্কুলের নামে শিক্ষার্থীদের পরীক্ষা অংশগ্রহণ করানো হয়।

সরজমিনে বুধবার (১৯ মার্চ) ওই স্কুলে গিয়ে দেখা গেছে, বাসা-বাড়ির জন্য নির্মাণ করা একটি ভবনে স্কুলের কার্যক্রম চালানো হচ্ছে। ছোট ছোট শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে। নেই বিনোদনের কোনো জায়গা বা খেলার মাঠ। নিয়মনীতির কোনো কিছুই নেই সেখানে। একটি জাতীয় পতাকা টানানো রয়েছে, যা খুবই নোংরা ও পুরাতন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খান বলেন, কোচিং বাণিজ্যের কোনো বিধান নেই। ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের কোনো নিয়ম নেই। এ ছাড়া কোনো কোচিং বাণিজ্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য

রূপগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
রূপগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১
জেলার মানচিত্র

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় হাসিব (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত হাসিব উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকার ৬নং ওয়ার্ডের মৃত আয়নাল হোসেনের ছেলে।

 

আরো পড়ুন
হাইওয়ে পুলিশের হাতে ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

হাইওয়ে পুলিশের হাতে ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে চনপাড়ার আধিপত্য নিয়ে শামীম ও তার লোকজনের সঙ্গে  রাব্বানী, রফিক, শাকিল ও তার লোকজনের বৈঠক হয়। এ বৈঠকে শামীম ও রাব্বানীর দুই গ্রুপের লোকজনের মাঝে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একপক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে।

এ সময় এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতভর সংঘর্ষে দারোয়ার বাবুর ভাই হাসিবসহ ৩ জন গুলিবিদ্ধ হয়। হাসিবকে আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই হাসিবের মৃত্যু হয়।
এছাড়া সংঘর্ষের উভয়পক্ষের বিজয়, রানা, বিল্লালসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে হাসিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চনপাড়া ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় উভয় গ্রুপের সদস্যরা। এসময় আপনের ঘর, বশিরের ঘরসহ শতাধিক বাড়িঘর ও দোকানপাটে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এমনি লুটপাটে বাদ যায়নি মহিলাদের কানের দুল ও গলার চেইনও।

এ ঘটনায় পুরো এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।  খবর পেয়ে যৌথ বাহিনী চনপাড়া অভিযান পরিচালনা করছে সকাল থেকেই। দিনব্যাপী যৌথ বাহিনী এ অভিযান পরিচালিত হয়। পুলিশ দেশীয় অস্ত্র উদ্ধার করে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 

এ ব্যাপারে জেলা গ সার্কেলের সহকারি পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, চনপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শামীম ও রাব্বানী গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে চনপাড়া অভিযান পরিচালনা করা হচ্ছে। দোষী যেই হউক তাকে ছাড় দেওয়া হবে না।

প্রাসঙ্গিক
মন্তব্য

হাইওয়ে পুলিশের হাতে ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
হাইওয়ে পুলিশের হাতে ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

গোপালগঞ্জের মুকসুদপুরে ৪০ বোতল ফেনসিডিলসহ আবু সাঈদ (২৩)  নামের এক যুবককে আটক করেছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ। উপজেলার দিগনগর ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের বিশ্বম্ভরদী এলাকা থেকে বুধবার (১৯ মার্চ) দুপুরে তাকে আটক করা হয়। 

আটক আবু সাঈদ যশোর জেলার বেনাপোল উপজেলার পুটখালী গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান।

 

মো. রোকিবুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বিশ্বম্ভরদী এলাকা অভিযান চালানো হয়। অভিযানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় ৪০ বোতল ফেনসিডিলসহ আবু সাঈদ নামের ওই যুবকে আটক করা হয়। 

তিনি বলেন,‘মাদকসহ আটক আবু সাঈদের বিরুদ্ধে হাইওয়ে থানা পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। তাকে আগামীকাল গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ