খালিয়াজুরী

সংঘর্ষের ১০ দিন পরেও নিখোঁজ ছাত্রদলকর্মী, এলাকাবাসীর মানববন্ধন

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
শেয়ার
সংঘর্ষের ১০ দিন পরেও নিখোঁজ ছাত্রদলকর্মী, এলাকাবাসীর মানববন্ধন
মদনে নিখোঁজ ইয়াসিনকে জীবিত অথবা মৃত ফেরত পেতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি : কালের কণ্ঠ

নেত্রকোনার খালিয়াজুরীর রসূলপুর ফেরিঘাটে সংঘর্ষের ১০ দিন পরেও সন্ধান মেলেনি ইয়াসিন নামের এক ছাত্রদল কর্মীর। তাকে জীবিত অথবা মৃত ফেরত পেতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আজ সোমবার (১৭ মার্চ) নেত্রকোনা-মদন সড়কের উপজেলার বটতলা বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য প্রদান করেন নিখোঁজ ইয়াসিন মিয়ার মা সুলতানা আক্তার, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, আলী উসমান, আলী আকবর, মানিক মিয়া, রতন জিহাদী, আব্দুল সালাম, পুতুল মিয়া প্রমুখ।

আরো পড়ুন
চালের তালিকা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৮

চালের তালিকা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৮

 

বক্তারা বলেন, ইয়াসিন কাইটাইল ইউনিয়নের ছাত্রদলের কর্মী। তিনি অটোরিকশা চালিয়ে পরিবার চালাতেন। গত শনিবার (৮ মার্চ) খালিয়াজুরী রসূলপুর ঘাটে যাত্রী নিয়ে গিয়েছিলেন। এ সময় স্থানীয় লোকজন ও মাছ শিকারিদের সংঘর্ষ হলে নিখোঁজ হন ইয়াসিন।

নিখোঁজের ১০ দিনেও তার সন্ধান না পাওয়া যাচ্ছে না।

বক্তারা অভিযোগ করে আরো বলেন, ইয়াসিনকে খুঁজতে পুলিশ অথবা প্রশাসনের পক্ষ থেকে কোনোরকম সহযোগিতা করা হচ্ছে না। কোনো রাজনৈতিক নেতাকর্মীরাও সহযোগিতা করছেন না। এমনকি একটি চক্র মানববন্ধন করতেও বাঁধা প্রদান করে।

আরো পড়ুন
নান্দাইলের বাকপ্রতিবন্ধী স্বর্ণার আবারও সোনাজয়

নান্দাইলের বাকপ্রতিবন্ধী স্বর্ণার আবারও সোনাজয়

 

প্রায় দুই সপ্তাহ ধরে জেলার বিভিন্ন উপজেলা থেকে মাছ শিকারিরা সংঘবদ্ধ হয়ে খালিয়াজুরির বিভিন্ন জলমহালে পলো দিয়ে মাছ শিকার করছিলেন। গত শনিবার সকালে সহস্রাধিক মাছ শিকারি পলো নিয়ে একটি জলমহালের মাছ শিকার করতে যান। তারা ধনু নদের রসুলপুর ঘাটে ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ রেখে নদ পার হতে ফেরি-নৌকায় যেতে চাইলে রসুলপুর গ্রামের লোকজন তাদের বাধা দেন।

এর জেরে মাছ শিকারিদের সঙ্গে রসুলপুর ও জগন্নাথপুর গ্রামের লোকজনের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের শতাধিক লোক আহত হন।

এ ছাড়া যানবাহন ভাঙচুরসহ আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৪ ব্যক্তি নিখোঁজ হন। সংঘর্ষের ৩ দিন পর ধনু নদ থেকে ৩ জনের  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনার মর্গে পাঠায় লিপসার পুলিশ ফাঁড়ির নৌ পুলিশ। কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ ইয়াসিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

মন্তব্য

সম্পর্কিত খবর

ঠাকুরগাঁওয়ে নারীর শরীরে স্পর্শ, গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ঠাকুরগাঁওয়ে নারীর শরীরে স্পর্শ, গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা
ছবি: কালের কণ্ঠ

ঠাকুরগাঁওয়ে এক নারীর শরীরে স্পর্শ করায় জহিরুল হক (৪৮) নামে ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। শুক্রবার (২১ মার্চ) রাতে ঠাকুরগাঁও সদর পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। আটক জহিরুল হক কচুবাড়ি কৃষ্টপুর এলাকার ধিহান আলীর ছেলে।

ভুক্তভোগী ওই নারী জানান, ইফতারের পর ঈদের কেনাকাটা করতে বাজারে আসেন তিনিসহ আরেকজন।

পুরাতন বাসস্ট্যান্ড কাপড়ের মার্কেটে যাওয়ার পথে ওই ব্যক্তি হঠাৎ করে তাদের পিছু নেন এবং সুযোগ বুঝে তার শরীরে স্পর্শ করেন। এসময় তিনি চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাকে আটক করে। পরে স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি শহীদুর রহমান জানান, আটক ব্যক্তি থানা হেফাজতে আছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

শেখ হাসিনাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে : আমানউল্লাহ আমান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
শেখ হাসিনাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে : আমানউল্লাহ আমান
সংগৃহীত ছবি

দেশের সকল হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমানউল্লাহ আমান।

আজ শুক্রবার (২১ মার্চ) বিকেলে ঢাকা-২ সংসদীয় আসনের মডেল থানা বিএনপির উদ্যোগে আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য বলেন।

আমানউল্লাহ আমান বলেন, পিলখানার ৫৭ জন সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড থেকে শুরু করে ছাত্র-জনতা ও বিএনপি নেতাকর্মীদের হত্যার ঘটনায় শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ রয়েছে। এসব হত্যার বিচার বাংলাদেশের জনগণ দেখবে এবং শেখ হাসিনার ফাঁসি কার্যকর হবে।

তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসেছে। তিনি ছাত্র-জনতার আন্দোলনে পতনের পর ভারতে পালিয়ে গেছেন। এখন তিনি দেশে প্রবেশের জন্য ভারত থেকে উঁকি দিচ্ছেন, তবে আর কোনোদিন দেশে প্রবেশ করতে পারবেন না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

এছাড়া উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সহ-সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, যুবদল নেতা মো. মাসুদ রানা, এবং যুবদলের আহ্বায়ক হাজী আসাদুজ্জামান রিপন। 

মন্তব্য

রিকশা থামিয়ে এসএসসি পরীক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
রিকশা থামিয়ে এসএসসি পরীক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২
সংগৃহীত ছবি

কুমিল্লার চান্দিনায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।  এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী শুক্রবার (২১ মার্চ) সকালে বাদী হয়ে মামলা করে। চান্দিনা থানায় করা মামলায় দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়।

আটকরা হলেন—কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. সোয়েব ও একই ইউনিয়নের নলুয়া গ্রামের রতন চন্দ্র সরকার।

ভুক্তভোগী ওই স্কুল ছাত্রী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাসিন্দা। সে কচুয়া উপজেলার একটি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী। গত ১৯ মার্চ বিকেলে চান্দিনা ও কচুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা কৈলাইন বাজারে বন্ধুর সাথে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ওই ছাত্রী।

ভুক্তভোগী ওই ছাত্রী জানায়, বুধবার (১৯ মার্চ) সন্ধ্যার পর অটোরিকশায় বন্ধুর সাথে দেখা করে বাড়ি ফেরার পথে ৫-৬ জন যুবক আমার অটোরিকশাটি থামিয়ে চালক ও আমাকে চর-থাপ্পর দিয়ে টেনে-হিঁচড়ে জমির মাঝে একটি সেলু মেশিনের ঘরে নিয়ে যায়।

অটোরিকশার চালককের হাত-পা বেঁধে পাঁচ যুবক আমাকে ধর্ষণ করে। এক পর্যায়ে তারা আমাদের সেখানে ফেলে রেখে চলে যায়। অনেকক্ষণ পর আমার জ্ঞান ফিরলে চালকের হাত-পায়ের বাঁধ খুলে দিলে সে আমাকে বাড়িতে পৌঁছে দেয়। পরদিন (২০ মার্চ) সন্ধ্যায় আমি ওই অটোরিকশা নিয়ে আবারও কৈলাইন বাজারে এসে দুইজনকে চিনতে পেরে তাৎক্ষণিক ঘটনাটি বাজারে উপস্থিত মানুষকে অবহিত করলে মানুষ তাদেরকে আটক করে।
পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুই যুবককে তাৎক্ষনিক আটক করা হয়। পরদিন ভুক্তভোগী ওই স্কুল ছাত্রী বাদী হয়ে মামলা দায়ের করার পর অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

মন্তব্য

ঠাকুরগাঁওয়ে ট্রাফে ট্রাক্টরের চাপায় নারীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ঠাকুরগাঁওয়ে ট্রাফে ট্রাক্টরের চাপায় নারীর মৃত্যু
ছবি: কালের কণ্ঠ

ঠাকুরগাঁওয়ে ট্রাফে ট্রাক্টরের চাপায় মেরিনা আক্তার (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছেন। জেলার সদর উপজেলার পৌর শহরের আকাঁচা কাজীপাড়া এলাকায় শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মেরিনা আক্তার জেলার পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সূর্যপুর গ্রামের তৈবুর রহমানের স্ত্রী। 

পারিবারিক সূত্র জানায়, তৈবুর রহমান ও তার স্ত্রী মেরিনা আক্তার মোটরসাইকেলে আত্মীয়-স্বজনদের বাড়িতে ছেলের খাতনার দাওয়াত দিতে গিয়েছিলেন।

দাওয়াত দিয়ে পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁও ফেরার পথে পৌর শহরের আকাঁচা কাজীপাড়া এলাকায় একটি বালুবোঝাই ট্রাফে ট্রাক্টর তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে মেরিনা আক্তার মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে যায়। পরে ট্রাফে ট্রাক্টর তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী তৈবুর রহমান বলেন, ‘আমাদের একমাত্র ছেলের খাতনার জন্য আত্মীয়দের দাওয়াত দিতে গিয়েছিলাম। ভাবতেও পারিনি, আমার স্ত্রীকে এভাবে হারাতে হবে। আনন্দের আয়োজন এখন বিষাদে পরিণত হয়েছে।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি ।

ট্রাফে ট্রাক্টর জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ