পরীক্ষার হলে না গিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কিশোরী

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী (বরগুনা) প্রতিনিধি
শেয়ার
পরীক্ষার হলে না গিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কিশোরী
ছবি : কালের কণ্ঠ

বরগুনার আমতলীতে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ না নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক দাখিল পরীক্ষার্থী। আর ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার পূর্ব চন্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন
মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

 

স্থানীয়রা জানায়, উপজেলার মহিষকাটা এলাকার দাখিল পরীক্ষার্থী এক ছাত্রীর সঙ্গে পার্শ্ববর্তী চাওড়া ইউনিয়নের পূর্ব চন্দ্রা গ্রামের আরিফ মৃধার প্রেমের সম্পর্ক হয়।

গত তিন বছর ধরে তারা প্রেম করছে, এমন দাবি ওই পরীক্ষার্থীর। প্রেমিক কলেজপড়ুয়া আরিফ মৃধা তাকে বিয়ে না করে কালক্ষেপণ করতে থাকেন। ৩ এপ্রিল আরিফের বাড়ি আসেন ওই পরীক্ষার্থী। পরে আরিফের পরিবার বিয়ের আশ্বাস দিয়ে তাকে আমতলী থানায় পাঠায়।
পুলিশ তাকে স্থানীয় মনির প্যাদার হেফাজতে দেন। কিন্তু আরিফ তাকে বিয়ে করেননি। আজ তার দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তিনি পরীক্ষায় অংশ না নিয়ে আরিফ মৃধার বাড়িতে অনশনে বসেছেন।
পরে তিনি ঘোষণা দেন, ২৪ ঘণ্টার মধ্যে আরিফ তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন। অন্যদিকে আরিফ মৃধা ও তাঁর পরিবার এলাকা ছেড়ে চলে গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু সমাধান দাবি করেছে।

ওই দাখিল পরীক্ষার্থী বলেন, ‘আরিফ মৃধা আমার সঙ্গে তিন বছর ধরে প্রেম করছেন।

বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে একাধিকবার ধর্ষণ করেছেন। এখন তার পরিবারের কথামতো আমাকে বিয়ে করতে রাজি না। তাই আমি পরীক্ষা দেওয়া বন্ধ করে বিয়ের দাবিতে আরিফের বাড়িতে অনশনে বসেছি। ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব। আমি তো আমার সবই হারিয়েছি। এখন আর কোথাও যাওয়ার সুযোগ নেই।’

আরো পড়ুন
চাকরির কথা বলে বাসায় এনে যুবককে ধর্ষণ, ক্ষোভে হত্যা

চাকরির কথা বলে বাসায় এনে যুবককে ধর্ষণ, ক্ষোভে হত্যা

 

ওই পরীক্ষার্থী বলে, ‘৩ এপ্রিল আমি এ বাড়িতে আসার পর আরিফের মা আমাকে তাঁর ছেলের সঙ্গে রাতে থাকতে দিয়েছেন, এখন তাঁরা পালিয়ে গেছেন।’

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, ‘দুই পরিবার বসে সমাধান করতে বলেছি। সমাধান হয়েছে কি না, আমি জানি না।’ এ বিষয়ে কথা বলতে আরিফ মৃধা ও তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘বিষয়টি জানি। মেয়ের বিয়ের বয়স হয়নি। তাই আমি একজনের জিম্মায় দিয়েছিলাম। পরিবারের লোকজনকে জানানো হয়েছে, কিন্তু তারা মেয়েকে নিতে রাজি নন।’

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

চাঁপাইনবাবগঞ্জ

মাদকবিরোধী সংবাদ প্রচার, সাংবাদিকের ওপর হামলার ২ আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শেয়ার
মাদকবিরোধী সংবাদ প্রচার, সাংবাদিকের ওপর হামলার ২ আসামি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে মাদকবিরোধী সংবাদ প্রচারের জেরে সাংবাদিকের উপর হামলা অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তাররা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নিচুধমি গ্রামের মো. সাধুর ছেলে আল আমিন (৩০) ও কৃষ্ণগোবিন্দপুর কাইঠাপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. আওয়াল (৩১)। 

আরো পড়ুন
অনলাইন জুয়াবাজির বিজ্ঞাপন বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদন

অনলাইন জুয়াবাজির বিজ্ঞাপন বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদন

 

র‌্যাব জানায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে নিচুধমি এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গত ১২ এপ্রিল কৃষ্ণগোবিন্দপুর কাইঠাপাড়া এলাকার মাদকবিরোধী সংবাদ প্রচারের জেরে গ্রেপ্তারকৃতরা সহযোগীদের সঙ্গে নিয়ে একজন সাংবাদিকের ওপর হামলা করেন। এ ঘটনায় ওই সাাংবাদিক গত ১৪ এপ্রিল ঘটনায় জড়িতদের নামে চাঁপাইনবাবগঞ্জ সদর থনায় মামলা করেন। 

আরো পড়ুন
নারায়ণগঞ্জের পুরো এলাকা বাপ-বেটার নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের পুরো এলাকা বাপ-বেটার নিয়ন্ত্রণে

 

মামলার পর স্বল্প সময়ের মধ্যে মামলার ১ নং আসামি আল আমিন ও ২ নং আসামি আওয়ালকে গ্রেপ্তার করে র‌্যাব। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য

গোপালগঞ্জে আন্তঃজেলা ডাকাত সদস্যকে গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি
শেয়ার
গোপালগঞ্জে আন্তঃজেলা ডাকাত সদস্যকে গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. শরিফুল ইসলাম সজলকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গতকাল মঙ্গলবার রাতে (১৫ এপ্রিল) খুলনার বটিয়াঘাটা থানার তেতুলতলা গ্রামের একটি বাড়ি থেকে ওই ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে র‌্যাব-৬ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো করেছে। গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সজল ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার পিরোজপুর গ্রামের মো. হাতেম আলী মন্ডলের ছেলে।

আরো পড়ুন
প্রকাশ্য ট্রাম্পকে কটাক্ষ বাইডেনের

প্রকাশ্য ট্রাম্পকে কটাক্ষ বাইডেনের

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিগত বছরের ১৭ ডিসেম্বর রাত সাড়ে ৩টার দিকে ১০/১২ জনের এক একদল ডাকাত রইস উদ্দিনের ভাড়া বাসার গ্রিল কেটে বেলকনি দিয়ে দ্বিতীয় তলায় উঠে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরাতে থাকা নগদ টাকা, সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কারসহ ঘরে থাকা অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়। পরে রইস উদ্দিন বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ ও ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি যৌথ দল খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন তেতুলতলায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. শরিফুল ইসলাম সজলকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন
মিয়ানমার থেকে ফিরে আবেগ আপ্লুত ২০ বাংলাদেশি

মিয়ানমার থেকে ফিরে আবেগ আপ্লুত ২০ বাংলাদেশি

 

র‌্যাব-৬ আরো জানায়, ডাকাতির ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত থাকবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতালটি ঠাকুরগাঁওয়ে করার দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতালটি ঠাকুরগাঁওয়ে করার দাবিতে মানববন্ধন
ছবি: কালের কণ্ঠ

চীনের প্রস্তাবিত ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ঠাকুরগাঁওয়ে করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ এপ্রিল) বেলা১২ টায় ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের আয়োজনে এই মানববন্ধনে সর্বস্তরের ছাত্র-জনতা অংশ নেয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি চীন বাংলাদেশে বিশ্বমানের ৩ টি হাসপাতাল করার প্রস্তাব দিয়েছে এবং অবহেলিত রংপুর বিভাগের মধ্যে ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি তৈরি করার কথা বলেছেন। যা এই জেলার জন্য অত্যন্ত সুখবর।

কিন্তু রংপুর বিভাগের ৮ টি জেলার মধ্যে ঠাকুরগাঁও পঞ্চগড় বাদে বাকি জেলাগুলোতে মেডিক্যাল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। শুধু মাত্র এ দুটি জেলায় কোনো ভাল প্রতিষ্ঠান নেই। উন্নত চিকিৎসার জন্য অবহেলিত ঠাকুরগাঁও জেলার মানুষকে রংপুরসহ ঢাকায় যেতে যেতে অনেক রোগী রাস্তাপথেই মৃত্যুবরণ করেন। তাই ঠাকুরগাঁও জেলায় চীনের প্রস্তাবিত ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি হলে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর জেলাগুলোর মানুষ ব্যাপক উপকৃত হবে।

বন্ধু রাষ্ট্র চীনের এ প্রস্তাবের জন্য ধন্যবাদ জানিয়ে হাসপাতালটি ঠাকুরগাঁওয়ে স্থাপন করার জোর দাবি জানান মানববন্ধনে  অংশ নেয়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

প্রাসঙ্গিক
মন্তব্য
রাণীশকৈল

চেয়ারম্যানকে আটকের পর থানায় সমর্থকদের বিক্ষোভ, গ্রেপ্তার ৪

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
শেয়ার
চেয়ারম্যানকে আটকের পর থানায় সমর্থকদের বিক্ষোভ, গ্রেপ্তার ৪
ছবি: কালের কণ্ঠ

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (১৬ এপ্রিল) ভোর রাতে থানায় সংঘটিত একটি মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে আটক করা হয়। এদিকে তাকে আটকের পর তার সমর্থকরা থানায় বিক্ষোভ শুরু করেন। এ সময় ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরো পড়ুন
এই সরকারকে অনির্বাচিত সরকার বলা দিল্লির লাইন : সারোয়ার তুষার

এই সরকারকে অনির্বাচিত সরকার বলা দিল্লির লাইন : সারোয়ার তুষার

 

এজাহার সূত্রে জানা যায়, বাদী মমতাজ আলী তার মোটরসাইকেলযোগে রানীশংকৈল বাজারে যাওয়ার পথে বারঘরিয়া বাজার এলাকায় একদল সন্ত্রাসী কর্তৃক পথরোধ, মারধর, এবং ছিনতাইয়ের শিকার হন।

মামলার এজাহারে মতিউর রহমান মতি ছাড়াও আরো ১১/১২ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়, যার মধ্যে হত্যার চেষ্টা, লুটপাট ও ভয়ভীতির কথাও উল্লেখ রয়েছে।

মামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চেয়ারম্যান মতিউর রহমান মতিকে আটক করে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা থানায় এসে বিক্ষোভ শুরু করেন এবং থানার সামনেই অবস্থান নেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং চার জনকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন
রংপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ, ব্যবসায়ীদের আধাবেলা ধর্মঘট

রংপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ, ব্যবসায়ীদের আধাবেলা ধর্মঘট

 

রানীশংকৈল থানার ওসি মুহা. আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইনের প্রক্রিয়া অনুযায়ী তদন্ত চলছে। বিশৃঙ্খলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ