গুলশানে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
গুলশানে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে জখম

অবরোধের মধ্যে রাজধানীর গুলশান এলাকায় শ্রমিক লীগ নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা। বুধবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গুলশান ডিসিসি মার্কেটের সামনে এ ঘটনাটি ঘটে।

আহত শ্রমিক লীগ নেতার নাম আফজাল মোল্লা (৪৫)। তিনি গুলশান থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

তাকে আহত অবস্থায় উদ্ধার রাত পৌনে ১০টায় চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন বন্ধু মনির হোসেন।

তিনি বলেন, ডিসিসি মার্কেটের সামনে দুলাল, ইমরান, সাইফুল, লালন, সজল, ইমরান, সোহেল ও সাইদসহ ৮-১০ জন অতর্কিতভাবে হামলা চালিয়ে মারধর শুরু করে। এ সময় তার ডান বাহুতে ছুরিকাঘাত করে। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়।

তিনি বলেন, হামলাকারীরা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী মেহেদীর সহযোগী। এদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত ব্যক্তির জরুরি বিভাগে চিকিৎসা চলছে। তার বাসা দক্ষিণ বাড্ডায়।

মন্তব্য

সম্পর্কিত খবর

আপনি সীমা লঙ্ঘন করেছেন: হাসনাতকে জিল্লুর রহমান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আপনি সীমা লঙ্ঘন করেছেন: হাসনাতকে জিল্লুর রহমান
জিল্লুর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর সেনানিবাসে বৈঠক নিয়ে স্ট্যাটাস প্রসঙ্গে সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান বলেছেন, এতো অতি কথন ভালো নয়। আপনি এটা অতিরিক্ত করে ফেলেছেন। সীমা লঙ্ঘন করে ফেলেছেন এবং দেশটা একটা বিপর্যের মধ্যে নিয়ে গেছেন, নিয়ে যাচ্ছেন। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওবার্তায় সাংবাদিক জিল্লুর রহমান এ মন্তব্য করেন।

 

তিনি বলেছেন, আমি শুনছি যে, ছাত্রনেতারা বলছেন ৫ তারিখের পরে নাকি অস্ত্রহাতে যুদ্ধ করার পরিকল্পনা করেছেন। কি হাস্যকর কথা। তারপর আপনি বলেছেন গোপন কথা, আপনার সঙ্গে ক্যান্টনমেন্টে আলোচনা হচ্ছে। আমার কথা হলো, সেই সময়ে সরকার গঠন প্রক্রিয়ার মধ্যে আসিফ যেটা বলছেন, হাসনাস যেগুলো বলছেন, যেসব আলোচনা হচ্ছে, এসব আলোচনা- তাহলে আপনাদের সঙ্গে কেউ কথা বলবেন না কোনো দিন।

 

তিনি বলেন, হ্যাঁ! একটা আলোচনায় অনেক রকমের আলোচনা হয়। আপনি কি সব আলোচনা পাবলিক করেন? মরা কি সবসময় করি? এই যে, শো এর আগে আমার সঙ্গে পলিটিশিয়ানরা যেসব কথা বলেন বা শো এর পরে বলেন- আমি কি সেগুলো অন্য জায়গায় বলে বেড়াই? আর সেগুলো যদি আমি বলতাম তাহলে এত বছর এই শো রান করতে পারতাম আমি? পারতাম না।

সব সত্য সবসময় বলতে নেই উল্লেখ করে জিল্লুর রহমান বলেন, আপনারা তো এখন দেশটাকে একটা অন্ধকার জগতে নিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এখন দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।

গৃহযুদ্ধ আপনাদের পছন্দ হতে পারে কিন্তু বাংলাদেশের ২০ কোটি মানুষের পছন্দ নয়। 

তিনি বলেন, আপনারা এখন হয়ত অন্য কারো স্বার্থে কাজ করছেন। সরি টু সে দিস, আমি সরি, আপনি সেনাপ্রধানের সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না। আপনি সেনাপ্রধানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না। সেনাবাহিনীকে নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না।

জনগণের মুখোমুখি দাঁড় করানোর কোনো কারণ নেই। সেনাপ্রধান একবারের জন্যও বলেননি তারা ক্ষমতা নিতে চান। সেনাবাহিনী এ কথা বলেননি। তাহলে কেন আমরা বলছি। 

তিনি আরও বলেন, যেখানে বিএনপির মতো দল বলছে, যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না। আপনি যদি জনগণের ক্ষমতা চান, আপনি যদি ভোটের অধিকার চান। জনগণকে সিদ্ধান্ত নিতে দেন না। বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ- কে থাকবে কে থাকবে না। 

দুর্ভাগ্যজনক উল্লেখ করে জিল্লুর রহমান বলেন, আজকে ড. মুহাম্মদ ইউনূসকেও আপনারা বিতর্কের মুখে ঠেলে দিচ্ছেন। প্রফেসর ড. ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের দ্বন্ধ তৈরি করবার চেষ্টা করছেন। কেন করছেন? এতো অতি কথন ভালো নয়। একটা কথা মনে রাখবেন, আপনারা যা করছেন, প্রতি দিনক্ষণের হিসেব কিন্তু সবার কাছে আছে। গণমাধ্যমের কাছে আছে, এমনকি বিভিন্ন গণমাধ্যমের কাছেও আছে। এতো সহজ নয়, এতো অতি কথন... মোটেও ভালো নয়। আমি মনে করি, আপনি এটা অতিরিক্ত করে ফেলেছেন। সীমা লঙ্ঘন করে ফেলেছেন এবং দেশটা একটা বিপর্যের মধ্যে নিয়ে গেছেন, নিয়ে যাচ্ছেন। 
 

মন্তব্য

ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি কাওসার, সম্পাদক মল্লিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি কাওসার, সম্পাদক মল্লিক
ছবি: কালের কণ্ঠ

নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার কাওসার আজমকে সভাপতি ও ঢাকা মেইলের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিককে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন।

শনিবার রাজধানীর একটি মিলনায়তনে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি নির্বাচন করা হয়। তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সংগঠনের সাবেক সভাপতি সেলিম খান এই কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য দুই সদস্য ছিলেন সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম ও রায়হান মোর্শেদ।

আরো পড়ুন
আওয়ামী লীগ মিছিল বের করে আমাদের দোষে : টুকু

আওয়ামী লীগ মিছিল বের করে আমাদের দোষে : টুকু

 

নব নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি হাসনাইন তানভীর ইমন (মাছরাঙা টিভি), কিরণ শেখ (মানবজমিন), যুগ্ম সম্পাদক আতিক হাসান (ব্রেকিং নিউজ), অর্থ সম্পাদক শেখ সাদী (মানবকণ্ঠ), সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (চ্যানেল টোয়েন্টিফোর), দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম (জনকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুল ইসলাম শাকিল (আরটিভি)।

এছাড়া নির্বাহী সদস্যরা হলেন- আবু আলী (আমাদের সময়), আব্দুল্লাহেল সাফি (চ্যানেল আই), ফরহাদ আলী, মাছুম বিল্লাহ (আমাদের নতুন সময়), এম এ মান্নান (বাংলাদেশের আলো), শারমিন নাহার, হাসিবুল হাসান (যুগান্তর) ও বুদ্ধুদেব কুন্ডু (ইন্ডিপেন্ডেন্ট টিভি)। 

উপদেষ্টা পরিষদ সদস্য হলেন- সিনিয়র সাংবাদিক সেলিম খান, শাহ নেওয়াজ দুলাল, সাজ্জাদ আলম খান তপু (যমুনা টিভি), শামসুল আলম সেতু (জনকণ্ঠ),  রাশেদুল ইসলাম (নয়া দিগন্ত), চকোর মালিথা (চ্যানেল আই), মোস্তফা জাহাঙ্গীর আলম ও আয়নুল হক।

পরে সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

প্রসঙ্গত, ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি ২০১৫ সালে ঢাকায় যাত্রা শুরু করে। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা প্রায় দেড়শ।

মন্তব্য

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭১

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭১

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২২ মার্চ) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শনিবার (২২ মার্চ) সকাল ৮টা থেকে চার ঘণ্টাব্যাপী মোহাম্মদপুরের রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকা, গোটগাট, লাউতলা, জেনেভা ক্যাম্প ও তাজমহল রোডে সাঁড়াশি অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়। 

আদাবর থানা সূত্রে জানা যায়, একই সময়ে আদাবর থানাধীন শেখেরটেক, শ্যামলী হাউজিং প্রকল্প, আদাবর, সুনিবিড় হাউজিং ও মেহেদীবাগ এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করা হয়।

 

উভয় থানার অভিযানে গ্রেপ্তারদের মধ্যে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, চোর, চাঁদাবাজ ও অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। 

অভিযানে নেতৃত্ব দেন তেজগাঁও ও মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এবং মোহাম্মদপুর ও আদাবর থানার অফিসার ইনচার্জসহ থানার চৌকস টিম।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

প্রাসঙ্গিক
মন্তব্য

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর শাহবাগ থানাধীন সরকারি কর্মচারী হাসপাতালের সামনে মোটরসাইকেলের ধাক্কায় নুর ইসলাম (৫৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কিসমত আব্দুল্লাহপুর গ্রামের মবিউল্লাহর ছেলে নুর ইসলাম। 

সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ হাসান বলেন, ট্রিপল নাইনে সংবাদ পেয়ে সরকারি কর্মচারী হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

আরো পড়ুন
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ৬ স্থানে উচ্ছেদে নামছে পুলিশ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ৬ স্থানে উচ্ছেদে নামছে পুলিশ

 

উদ্ধারকারী রিকশাচালকের বরাদ দিয়ে তিনি বলেন, বিকেল আনুমানিক পৌনে ৩টার দিকে সরকারি কর্মচারী হাসপাতালের সামনের রাস্তায় দ্রুত গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে এক রিকশাচালক তাকে উদ্ধার করে পাশের হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়। পরে ওই হাসপাতাল থেকে ট্রিপল নাইনে মাধ্যমে আমাদের সংবাদ দেন।

রিকশাচালকের কথা তদন্ত করে দেখা হচ্ছে।  

সিআইডির ক্রাইম সিন ইউনিটের মাধ্যমে নিহতের পরিচয় পাওয়া গেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ