<p style="text-align:justify">গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।</p> <p style="text-align:justify">আজ বুধবার (২৩ অক্টোবর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাংলাদেশে রাষ্ট্রপতিরা অতীতে কে কিভাবে বিদায় নিয়েছিলেন?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/23/1729683718-e0da419712736c80dd38024d8dfeca6c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাংলাদেশে রাষ্ট্রপতিরা অতীতে কে কিভাবে বিদায় নিয়েছিলেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/23/1438316" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এতে বলা হয়েছে, ফার্মগেট, নাখালপাড়া, শাহীনবাগ, ভণ্ডয়ালবাগ, তেজতুরী বাজার ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে বলেও জানানো হয়েছে।</p> <p style="text-align:justify">গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। </p>