<p>সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে পুরনো একটি গ্যাসকূপ নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) কর্তৃপক্ষ।</p> <p>এসজিএফএল জানায়, এই কূপ থেকে দৈনিক ৭-৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।</p> <p>সংশ্লিষ্ট সূত্র জানায়, হরিপুরে অবস্থিত পুরনো ৭ নম্বর কূপে ১৪ অক্টোবর সংস্কার করতে গিয়ে দুই হাজার ১০ মিটার গভীরে ৬-৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া যায়। মঙ্গলবার একই কূপের আরেকটি স্তরে এক হাজার ২০০ মিটার গভীরতায় আট মিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া যায়।</p> <p>সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান ব‌লেন, আট মিলিয়ন ঘনফুটের মত গ্যাস পাওয়া গে‌ছে ব‌লে ধারণা করা হচ্ছে। পরীক্ষার বিষয়টি শেষ হলেই জানা যাবে, ঠিক কী পরিমাণ গ্যাস সেখানে মজুত রয়েছে। গ্যাস পরীক্ষা করতে আরো সপ্তাহখানেক লাগবে।</p>