<p>চার দিন ধরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের ঘনিচা গ্রামের নেকবর আলীর বসতবাড়িতে নলকূপের পাইপ দিয়ে নির্গত হচ্ছে গ্যাস। আর এখন ওই গ্যাস দিয়ে ঘরের রান্নার কাজ চালাচ্ছেন গৃহিণী সাবিকুন নাহার।</p> <p>স্থানীয় বাসিন্দা ও নেকবর আলীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চার বছর আগে ঢাকা থেকে এলাকায় এসে ২৬ শতাংশ জমি ক্রয় করে নেকবর আলী ওই জমিতে ছোট পুকুরসহ বাড়িঘর তৈরি করেছেন। এর পর থেকে পরিবার নিয়ে নতুন বাড়িতে বসবাস করে আসছেন। প্রায় দুই বছর আগে বাড়ির দক্ষিণ পাশে স্বল্প খরচের মধ্যে অগভীর নলকূপ ৩০ ফুট নিচে (আয়রনযুক্ত) পানির লেয়ার পাওয়ায় একটি নলকূপ বসানো হয়। এর দুই মাস পর নিচ থেকে ওই নলকূপে আর পানি ওঠে না। একেবারে ওই নলকূপে পানি ওঠা বন্ধ হয়ে যাওয়ার ১৩ মাস পর চলতি বছর (প্রায় সাত মাস আগে) বাড়ির পূর্ব-উত্তর পাশে স্বল্প খরচের মধ্যে একটি অগভীর নলকূপ (৩০ ফুট) আবার বসানো হয়। এ নলকূপের পানি দিয়ে রান্নাবান্নার কাজে ব্যবহারসহ পান করছিলেন তারা। সম্প্রতি নলকূপের পানি না ওঠায় মেরামতের চেষ্টা করা হয়। পাঁচ দিন আগে মেরামতের জন্য নলকূপের ওপরের মাথা খুলে মেরামত করতে গেলে শোঁ শোঁ শব্দ শুনতে পান তারা। পরে আগুন জ্বালিয়ে তা পরীক্ষা করেন পরিবারের লোকজন। এরপর নলকূপ মেরমাতের কাজ বন্ধ করে দেন। এখন সেই নলকূপে নির্গত গ্যাসে রান্নার কাজ চলছে। </p> <p>এ ছাড়া বাড়ির দক্ষিণ পাশে জমিতে দুই বছর আগে স্থাপন করা নলকূপের জায়গা দিয়ে বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে। নিশ্চিত হওয়ার জন্য ওই স্থানে একটি চিকন পাইপ দিয়ে মাটি দিয়ে আটকিয়ে রেখেছেন। পরে ওই পাইপের সামনে দিয়াশলাই জ্বালাতেই জ্বলে ওঠে আগুন। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা প্রতিদিন নলকূপটি দেখতে আসছে। আর বাড়ির চারদিকে পানিতে বুদবুদ শব্দ হয়।</p> <p>নেকবর আলীর বড় ছেলে সাইকুল ইসলাম বলেন, ‘কৌতূহলবশত সেখানে দিয়াশলাইয়ের ঘষায় আগুন ঊর্ধ্বমুখী হয়ে জ্বলতে থাকে। গ্যাসের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ওখানে রান্না করার জন্য ব্যবস্থা করে দিই। চার দিন ধরে সেই গ্যাসে রান্নার কাজ করছে আমার স্ত্রী সাবিকুন নাহার।’</p> <p>সরেজমিনে গেলে নেকবর আলীর বাড়ির চারদিকের জমির পানিতে গ্যাস বের হওয়ার বুদবুদ শব্দ শোনা ও দেখা যায়। এমন খবর পেয়ে নলকূপটি দেখতে বিভিন্ন এলাকা থেকে জড়ো হতে থাকে উৎসুক জনতা। বাড়ির লোকজন এখন এই গ্যাসের মাধ্যমেই রান্না করছে। তবে এ নিয়ে এলাকার লোকজন ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করছে। রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার দাবি জানান স্থানীয় বাসিন্দারা।</p> <p>এ ব্যাপারে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। </p>