<p>তুরস্কের রাজধানী আংকারার কাছে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (টিএআই) সদর দপ্তরের বাইরে একটি বিশাল বিস্ফোরণে ‘অনেকে হতাহত’ হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার এ তথ্য জানিয়েছেন। তিনি এটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন।</p> <p>স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছেন, ‘তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের ওপর একটি সন্ত্রাসী হামলা চালানো হয়েছে...দুর্ভাগ্যবশত আমাদের লোকেরা হতাহত হয়েছে।’</p> <p>স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত ফুটেজে আংকারা থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে কাহরামানকাজান এলাকায় ধোঁয়ার বড় কুণ্ডলী ও বড় আগুন দেখা গেছে। </p> <p>হাবারতুর্ক টিভি জানিয়েছে, সেখানে একটি ‘জিম্মি পরিস্থিতি’ চলছে। তবে এ বিষয়ে তারা আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি। অন্যদিকে বেসরকারি টেলিভিশন এনটিভি বিস্ফোরণের পর গোলাগুলির খবর দিয়েছে, যা স্থানীয় সময় বিকেল ৪টায় ঘটে।</p> <p>এদিকে এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি। বিস্ফোরণটি এমন সময় ঘটল, যখন ইস্তাম্বুলে প্রতিরক্ষা ও মহাকাশ শিল্পের জন্য একটি প্রধান বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছিল। এই সপ্তাহে মেলায় ইউক্রেনের শীর্ষ কূটনীতিকও উপস্থিত ছিলেন।</p> <p>বায়রাক্তার ড্রোনের জন্য সুপরিচিত তুরস্কের প্রতিরক্ষা খাত থেকে দেশটির রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে। ২০২৩ সালে এই খাতে আয় ১০.২ বিলিয়ন ডলারের বেশি হবে বলে আশা করা হচ্ছে।</p> <p>সূত্র : এএফপি</p>