<p>লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি করে শিক্ষার্থীদের হত্যাসহ আহত করার ঘটনায় মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে ছাত্র-জনতা। </p> <p>আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে প্রায় ৪ ঘণ্টা তারা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। তারা সড়কেই যোহরের নামাজ আদায় করে। দুপুর ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি চলমান চলছিল। নিহতদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও আহতদের সুচিকিৎসার দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।</p> <p>জেলা প্রশাসক (ডিসি) রাজিব কুমার সরকার ও জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন এসে তাদের সঙ্গে কথা বলে দাবি পূরণের আশ্বাস না দেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে যাত্রীবাহী বাস, তেলবাহী গাড়িসহ ছোটবড় বিভিন্ন যানবাহন। দুর্ভোগে পড়েছে এ সড়কে চলাচলকারীরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ২ দিনের রিমান্ড মঞ্জুর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732177705-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ২ দিনের রিমান্ড মঞ্জুর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/21/1449064" target="_blank"> </a></div> </div> <p>তবে দুপুর সোয়া ১২টার দিকে ডিসি প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত ও এসপির প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মোহাম্মদ সোহেল রানা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসেন। এ সময় ডিসি ও এসপি না আসায় আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন তারা। একপর্যায়ে এএসপির বক্তব্যে আন্দোলনকারীরা আশ্বস্ত হলেও এডিসির কথা মানতে রাজি হননি। জেলা প্রশাসক এসে তাদের সঙ্গে কথা বললেই তারা কর্মসূচি সমাপ্ত করবেন বলে জানানো হয়। </p> <p>কর্মসূচিতে ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত শিক্ষার্থী সাদ আল আফনান, সাব্বির হোসেন রাসেলের স্বজন ও আহত সুজন, এমএ আরিফ, সাইফুল ইসলামসহ আহত অনেকেই উপস্থিত ছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="থানায় অভিযোগ জানাতে গিয়ে গ্রেপ্তার শাহজাহান ওমর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732173812-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>থানায় অভিযোগ জানাতে গিয়ে গ্রেপ্তার শাহজাহান ওমর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/21/1449052" target="_blank"> </a></div> </div> <p>আন্দোলনকারী ও স্বৈরাচার পতন আন্দোলনে আহত সাইফুল ইসলাম বলেন, ‘আমরা যারা আহত হয়েছি, তারা শারিরীক যন্ত্রণায় নিয়ে রাতে ঘুমাতে পারি না। অর্থের অভাবে অনেকে সুচিকিৎসা করতে পারে না। কিন্তু প্রশাসন আমাদের কারো খবর রাখে না। শহীদ পরিবারের সদস্যদের খবর নেয় না।’</p> <p>আন্দোলনে আহত এম এ আরিফ বলেন, ‘শহীদ পরিবারের সদস্যরা খুনিদের বিরুদ্ধে মামলা করে হুমকির মধ্যে রয়েছে। তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে না। খুনিরা বাইরে ঘুরছে। তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। আগামী তিনদিনের মধ্যে হত্যাকারী এবং তাদের দোসরদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’</p> <p>অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মোহাম্মদ সোহেল রানা আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, ‘মামলার আসামিদের গ্রেপ্তারে আমাদের বিভিন্ন ইউনিট কাজ করছে। স্পেশাল একটি টিমও গঠন করা হয়েছে। আসামিদের লোকেশন চিহ্নিত করার কাজ চলছে। এ ছাড়া কারা কারা দেশের বাইরে পালিয়ে গেছে, তাদের ব্যাপারে তথ্য সংগ্রহে দেশের ইমিগ্রেশনগুলোতে চিঠি দেওয়া হয়েছে। অচীরেই আমরা একটি পজিটিভ রেজাল্ট দিতে পারব।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শাহজাহান ওমরের বাড়ির পর গাড়িতেও হামলা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732166359-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শাহজাহান ওমরের বাড়ির পর গাড়িতেও হামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/21/1449026" target="_blank"> </a></div> </div> <p>অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত আন্দোলনকারীদের বলেন, ‘ডিসি স্যার একটি মিটিংয়ে রয়েছেন। তার প্রতিনিধি হিসেবে আমি কথা বলতে এসেছি। কিন্তু আন্দোলনকারীরা জেলা প্রশাসক রাজিব কুমার সরকারের সঙ্গে কথা বলা ছাড়া রাস্তা থেকে সরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন।’</p> <p>আন্দোলনকারীদের অভিযোগ, ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের অভিযোগ রয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে আন্দোলনরত চারজন ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আহত হয় দুই শতাধিক। এ ঘটনায় জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুকে প্রধান করে দুটি পৃথক হত্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। এ ছাড়া আসামিরা আহত ও নিহতদের পরিবারকে হুমকি দিয়ে আসছেন।</p>