<p style="text-align:justify">ভোলার চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় শিক্ষার্থীদেরকে সচেতন করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সাইবার বুলিং নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় মহিলা কলেজ হলরুমে বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটির আয়োজনে এই আলোচনা সভা হয়।</p> <p style="text-align:justify">কালের কণ্ঠের চরফ্যাশন উপজেলা প্রতিনিধি কামরুল সিকদারের উপস্থাপনায় চরফ্যাশন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জিন্নাগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কাজী মঞ্জুর হোসেন।</p> <p style="text-align:justify">এসময় বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের উপজেলা সভাপতি এম আমির হোসেন, চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈম, মহিলা কলেজের শিক্ষক নুরুল হুদা রুমি।</p> <p style="text-align:justify">অন্যদের মধ্যে শুভসংঘের উপদেষ্টা এম আবু সিদ্দিক, শুভসংঘের দপ্তর সম্পাদক সাংবাদিক শফি উল্লাহ শফি, সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম নাঈম, মহিলা কলেজের শিক্ষক ফারুক রানা, শিক্ষক প্রতিনিধি আকতার হোসেন, প্রভাষক ফারহানা আফরোজ মোস্তাফিজুর রহমান, মুকবুল আহমেদ, রাজিব মজুমদার, পিটার, শফিকুল ইসলাম, আছমা বেগম তানিয়া প্রমুখ।</p>