<p>দক্ষিণ-পূর্ব এশিয়ার সমাজতান্ত্রিক ও স্থলবেষ্টিত রাষ্ট্র লাওসে আরো এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত এই অস্ট্রেলিয়ার নাগরিকের নাম বিয়ানকা জোনস। এ নিয়ে এ ঘটনায়  চতুর্থ পর্যটকের মৃত্যু ঘটল। সন্দেহ করা হচ্ছে মিথানলযুক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ১৯ বছর বয়সী যুবকের পরিবার মিডিয়াকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। </p> <p>বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জোনসের মৃত্যু হলেও তার বন্ধু হলি বোলস এবং আরো একজন ব্রিটিশ নারী হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন বলে জানা গেছে। এর কয়েক ঘণ্টা আগেই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট মিডিয়াকে বলেছিল, ভ্যাং ভিয়েং পর্যটন শহরটিতে একজন আমেরিকানের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১৯ এবং ২০ বছর বয়সী দুই ডেনিশ নারীও লাওসে গত সপ্তাহে মারা গিয়েছিলেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। </p> <p>ভ্যাং ভিয়েং-এ ‘নানা ব্যাকপ্যাকার হোস্টেল’-এই দুই অস্ট্রেলিয়ান নারী উঠেছিলেন। হোস্টেলটি বিবিসিকে বলেছেন, পুলিশের তদন্তের জন্য হোস্টেলটি বন্ধ রাখা হয়েছে।</p> <p>হোস্টেলের ম্যানেজার অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, দুই নারী ১০০ জনেরও বেশি অতিথির মধ্যে ছিলেন। যারা হোস্টেল থেকে ‘লাও ভদকা’ বিনামূল্যে পান করেছিলেন। এরপর তারা রাতের দিকে সেখান থেকে বের হয়ে যান। তবে অন্য কোনো অতিথি স্বাস্থ্য সমস্যার কথা জানা যায়নি।</p> <p>ম্যানেজার জানিয়েছেন, তদন্তের পর সব জানা যাবে। তবে তারা আপাতত বিনামূল্যে অ্যালকোহল দেওয়া বন্ধ করেছেন। পুলিশের এই মৃত্যুগুলোর কারণ তদন্ত করছে। তবে সংবাদ প্রতিবেদনে এবং পর্যটকদের সাক্ষ্য থেকে জানা যায়, তারা মিথানলযুক্ত পানীয় বা মদ পান করে থাকতে পারেন। মিথানল একটি মারাত্মক পদার্থ, সেখানে প্রায়ই ভেজাল মদে পাওয়া যায় এটি।</p> <p>অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বিয়ানকা জোনসের মৃত্যুর পর বলেছেন, ‘পররাষ্ট্র দপ্তর জোনসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এই মুহুর্তে আমাদের প্রথম চিন্তা তার পরিবার এবং বন্ধু, যারা একটি ভয়ানক শোকের সম্মুখীন হয়েছেন। সন্তান হারানো প্রতিটি পিতামাতার জন্য সবচেয়ে খারাপ সময়, ভয় এবং একটি দুঃস্বপ্ন, যা অন্য কেউ বুঝতে পারবে না।’</p> <p>তিনি আরো জানান, তিনি আশা করছেন জোনসের বন্ধু হলি বোলস দ্রুত সুস্থ হয়ে উঠবেন। বোলস বর্তমানে ব্যাংকক হাসপাতালে ভর্তি আছেন। </p> <p>মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, তাদের নাগরিকের মৃত্যুর বিষয়টি পর্যবেক্ষণ করছেন। মৃত্যুর কারণ বের করা স্থানীয় কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে। অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য কর্তৃপক্ষ প্রত্যেকে তাদের নাগরিকদের লাওসে অ্যালকোহল সেবনের সময় মিথানল বিষাক্ততার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।</p> <p>মিথানল মানুষের জন্য বিষাক্ত, মদ উৎপাদনকারীরা কখনও কখনও এটি তাদের মদে যোগ করে। অ্যালকোহলের পরিমাণ বাড়ানোর একটি সস্তা উপায় হিসেবে এটি ব্যবহার করে তারা। এই বছরের শুরুর দিকে মিথানলযুক্ত মদ খেয়ে ভারতে কমপক্ষে ৫৭ জন মারা গিয়েছিল। ফিলিপাইন থেকে পেরু পর্যন্ত বিশ্বজুড়ে এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। ভ্যাং ভিয়েং মধ্য লাওসের একটি ছোট নদীতীরবর্তী শহর। </p> <p>সূত্র : বিবিসি<br />  </p>