রাজধানীর মিরপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া জামাল হোসেন রানা (৩০) নামে এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার যুবদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক (দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত) মো. তানভীর আহম্মেদ খান ইকরাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুনিদিষ্ট প্রমাণ পাওয়ায় ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন রানাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছেন যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল ও সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ।
এর আগে, সোমবার দুপুরে মিরপুর ৬ নম্বর কাঁচা বাজারে চাঁদাবাজি করার সময় জামাল হোসেন রানাকে আটক করে সেনাবাহিনীকে খবর দেয় জনতা।