রাজধানীর মিরপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া জামাল হোসেন রানা (৩০) নামে এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার যুবদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক (দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত) মো. তানভীর আহম্মেদ খান ইকরাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুনিদিষ্ট প্রমাণ পাওয়ায় ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন রানাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছেন যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল ও সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ।
এর আগে, সোমবার দুপুরে মিরপুর ৬ নম্বর কাঁচা বাজারে চাঁদাবাজি করার সময় জামাল হোসেন রানাকে আটক করে সেনাবাহিনীকে খবর দেয় জনতা।
চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামালসহ পাঁচজনের নামে মামলা করেন মো. নেকিব হাছান (৩৭) নামের এক ব্যক্তি।
মামলায় অন্য আসামিরা হলেন শেখ সোহাগ (৩৫), শেখ ইব্রাহীম ইসলাম ইবু (৩৪), মো. সাগর দেওয়ান (৩৩) ও শাওন হাওলাদার (৩২)।
এ ছাড়া ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তারা সকলে পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
এদের মধ্যে সোহাগ শেখ ওয়ার্ড যুবদলের সদস্যসচিব, অন্যরা সকলে যুগ্ম আহ্বায়ক।
এদিকে, রানাকে বহিষ্কারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল।
তিনি বলেন, ‘এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যাদের নামে মামলা হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে আমরা সাংগঠনিকভাবে তদন্ত কাজ শুরু করেছি।
’
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘চাঁদাবাজির ঘটনায় দায়েরকৃত মামলার আসামি জামাল হোসেন রানাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া অন্য আসামিরা গাঢাকা দিয়েছেন, তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’