সজল বিয়েতে সাক্ষি দিলেই সংসার সুখের হয়। এমন গুজবের পর সবাই হুমড়ি খেয়ে তাকে বিয়েতে সাক্ষী করতে চাইছে। শহরের নামকরা মাস্তান পর্যন্ত তাকে অপহরণ করে নিয়ে যায় বিয়েতে সাক্ষি দেওয়ার জন্য। এই সুযোগ কাজে লাগিয়ে সজলও খুলে বসেন সাক্ষি অফিস।
সজল বিয়েতে সাক্ষি দিলেই সংসার সুখের হয়। এমন গুজবের পর সবাই হুমড়ি খেয়ে তাকে বিয়েতে সাক্ষী করতে চাইছে। শহরের নামকরা মাস্তান পর্যন্ত তাকে অপহরণ করে নিয়ে যায় বিয়েতে সাক্ষি দেওয়ার জন্য। এই সুযোগ কাজে লাগিয়ে সজলও খুলে বসেন সাক্ষি অফিস।
এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে বিটিভির সাপ্তাহিক নাটক সাক্ষীমানব।
ইশতিয়াক আহমেদের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন, আবদুন নূর সজল, ঊর্মিলা শ্রাবন্তী কর, সেলিম কামাল, তাসমিয়া তামান্না, শাওন মজুমদারসহ অনেকেই। আগামীকাল ৩০ জানুয়ারি শনিবার রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে নাটকটি সম্প্রচারিত হবে।
সম্পর্কিত খবর
ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। বর্তমানে কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। অভিনেত্রীর ভক্ত অনুরাগীর সংখ্যা যেমন দিন দিন বাড়ছে, তেমনি বাড়ছে তাকে ঘিরে আগ্রহ-কৌতুহল। পূজার ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনা দেখা যায় অনুরাগীদের মাঝে।
বসন্ত উৎসব উপলক্ষে বর্তমানে তিনি আছেন মালয়েশিয়া।
পূজা বলেন, ‘আমি একজন অভিনেত্রী। আমার ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক। গণমাধ্যমের বরাতে তারা জানতে চান কবে আমি বিয়ে করছি।
এরপর প্রবাসীদের উদ্দেশে অভিনেত্রী আরও বলেন, ‘আমাদের সবারই বাংলাদেশকে বেশি বেশি ভালোবাসতে হবে। মনে রাখতে হবে সবার আগে দেশ। তাই দেশের ভালোর জন্য নিজেদের উজাড় করে দিতে হবে।’
‘ভালোবাসার রং’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। নায়িকা হিসেবে তার প্রথম চলচ্চিত্র রাজ চক্রবর্তীর প্রযোজিত কলকাতার সিনেমা ‘নূরজাহান’। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। সর্বশেষ রায়হান রাফীর ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’তে দেখা গেছে পূজাকে।
ইকুয়েডরের গবেষকরা সম্প্রতি একটি বিরল প্রজাতির ব্যাঙ আবিষ্কার করেছে। ব্যাঙটি আবিষ্কারের পর যাতে এর অস্তিত্ব সংকটে না পড়ে তাই এর নাম রাখা হয় হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিওর নামে।
ব্যাঙটির নাম রাখা হয়েছে ফিলোনাস্টেস ডি ক্যাপ্রিওই। বিরল প্রজাতির এই প্রাণীটি সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটি অফ কুইটো (ইউএসএফকিউ), ইকুয়েডরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োডাইভারসিটি এবং ইকুয়েডরের ক্যাথলিক ইউনিভার্সিটির গবেষকদের দ্বারা আবিষ্কৃত সাতটি নতুন প্রজাতির মধ্যে একটি।
ইউএসএফকিউ সম্প্রতি একটি বিবৃতি জারি করে বলেছে, ইকুয়েডরের এল ওরো প্রদেশের ওয়েস্টার্ন মাউন্টেন ফরেস্টে এই নতুন বিরল প্রজাতির ব্যাঙ দেখতে পাওয়া গেছে। বাদামি রঙের এই ব্যাঙটির সারা শরীর কালো কালো দাগে ভর্তি। সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৩০০ থেকে ১,৭০০ মিটার ওপরে থাকে এই উভচর প্রাণীটি।
হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও প্রথম সারির তারকা যিনি পরিবেশগত বিভিন্ন পদক্ষেপে গভীরভাবে যুক্ত রয়েছেন।
ব্যাঙটির নাম অভিনেতার নামে নামাঙ্কিত করার অন্যতম আরও একটি কারণ হল অভিনেতার প্রচেষ্টায় ইকুয়েডরের ইয়াসুনি ন্যাশনাল পার্কে একটি বিতর্কিত তেল ড্রিলিং প্রকল্পকে বন্ধ করার প্রচেষ্টায় যুক্ত ছিলেন অভিনেতা।
তবে এই প্রথমবার নয়, ২০২৪ সালে হিমালয় আবিষ্কৃত একটি নতুন প্রজাতির সাপের নামও রাখা হয়েছিল অভিনেতার নামে। মধ্য নেপাল থেকে হিমাচল প্রদেশের চাম্বা জেলার মধ্যে পাওয়া গিয়েছিল এই সাপটি।
লিওনার্দোর আগে আরেক হলিউড অভিনেতার নামে রাখা হয়েছিল এক বিরল প্রজাতি সাপের নাম। হলিউড অভিনেতা হ্যারিসন ফোর্ডের নাম অনুসারে আবিষ্কৃত সাপের প্রজাতির নাম রাখা হয়েছিল ট্যাকিমেনোয়েডস হ্যারিসনফোর্ডি।
এছাড়াও ২০১৭ সালে ডঃ স্যামি ডি গ্রেভ একটি বিরল প্রজাতির চিংড়ি আবিষ্কার করে তার নাম রেখেছিলেন সিনালফিয়াস পিঙ্কফ্লয়েডি।
কিছুদিন আগেই নবাব পরিবারে বেশ বড় একটা ঝড় গিয়েছে। সেই ঝড় সামলে সাইফ আলী খান ও কারিনা কাপুর খান দম্পতি ছোট ছেলে জেহের জন্মদিন উদযাপন করলেন।
জেহের চার বছরের জন্মদিনের মারিও থিমের আয়োজন করেছিলেন তারা। পরিবার, আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের নিয়ে গত শনিবার উদযাপন সারেন তারা।
পার্টির ভেন্যুটিকে মারিও থিমের ওয়ান্ডারল্যান্ডের মতো করে সাজিয়ে তোলা হয়েছিল। সেখানে মাশরুম, বেলুন, মারিওর নানা রকমের মূর্তি এবং জেহের নামে লেখা একটি কাস্টম ডিসপ্লে ছিল। ইভেন্ট প্ল্যানিং কোম্পানি তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জেহের জন্মদিনের থিমের নানা ঝলক শেয়ার করেছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিনার বাবা রণধীর কাপুর এবং শ্লোকা আম্বানি-সহ বেশ কয়েকজন। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা নিয়ে এদিনের উদযাপন সারেন তারা। অতিথিরা তাদের সন্তানদের নিয়ে হাজির ছিলেন।
গত বছরের জেহ -এর জন্য স্পাইডারম্যান- থিমের আয়োজন করা হয়েছিল। সেখানে সাবা পতৌদি উপস্থিত ছিলেন, তিনি উৎসবের নানা মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছিলেন। সেখানে কারিনা, সাইফ, সোহা আলী খান এবং সোহার মেয়ে ইনায়াকে নজর কাড়তে দেখা গিয়েছিল।
তবে কিছুদিন আগে সাইফ আলী খানের উপর ছুরিকাঘাতের ঘটনার পর, বর্তমানে তার পরিবার আরও বেশি সচেতন, তাই এদিনের উদযাপনের ক্ষেত্রে বেশ অনেকটাই গোপনীয়তা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছিল পতৌদি পরিবার।
‘পুষ্পা’ মুক্তির পর ভারতের জাতীয় ক্রাশ বনে গেছেন রাশমিকা মান্দানা। দক্ষিণী সুন্দরীর কোথায় জন্ম, কোথায় পড়েছেন সবকিছুই অনুরাগীদের নখদর্পণে। রাশমিকা কর্ণাটকের বিরাজপেটের ভূমিকন্যা। তবে বড় হয়েছেন কুর্গে।
তার পর থেকে বিগত বছর খানেক ধরেই তার কন্নড় অনুরাগীদের অভিযোগ, তিনি নাকি ‘নিজের শিকড় ভুলে গিয়েছেন’। সম্প্রতি হায়দরাবাদে ‘ছাবা’র এক প্রচার অনুষ্ঠানে গিয়ে রাশমিকা যা বললেন, তাতে তেলেবেগুনে জ্বলে উঠলেন তার নিজভূমের ভক্তরা। অতঃপর অভিনেত্রীর বিতর্কিত মন্তব্যের সেই ভিডিও আপাতত নেট দুনিয়ায় ভাইরাল।
হায়দরাবাদের ওই অনুষ্ঠানে রাশমিকা মান্দানাকে বলতে শোনা যায়, “আমি তো আসলে হায়দরাবাদেরই মেয়ে। কারও সাহায্য ছাড়া একাই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলাম এবং আশা করি আজ আমি তোমাদের পরিবারের একজন।”
স্বাভাবিকভাবেই রাশমিকার এমন মন্তব্য শুনে হায়দরাবাদিরা হাততালি দিয়ে ভরিয়ে দেন। তবে সেই ক্যামেরাবন্দি ভাইরাল মুহূর্ত নজর এড়ায়নি তার কন্নড় ভক্তদের।
রাশমিকার উদ্দেশে তাদের মন্তব্য, ‘সিনেমার কাজের লোভে নিজের জন্মভূমিটাকেও বদলে দিলেন?’, কারও রাগ, ‘কতটা স্বার্থান্বেষী হলে স্মার্ট ক্যারিয়ারের জন্য মানুষ নিজের জন্মস্থানটাকেও পালটে দেয়!’ এমন নানা মন্তব্যের ভিড়ে সরগরম নেটপাড়া। রাশমিকা যদিও সংশ্লিষ্ট বিষয়ে কোনোরকম প্রতিক্রিয়া দেননি। তবে তার মন্তব্যে কন্নড়ে নিন্দার ঝড়।
প্রসঙ্গত, নিন্দুকরা যতই বলুক রাশমিকা কিন্তু তার জন্মভূমি কিংবা প্রাদেশিক সংস্কৃতি ভুলে যাননি।
বর্তমানে ‘ছাবা’ সাফল্যে মাতোয়ারা দক্ষিণী সুন্দরী। তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সিনেসমালোচক থেকে দর্শকরা। এমন আবহেই শুধুমাত্র একটা মন্তব্যের জেরে এবার বিতর্কে জড়ালেন রাশমিকা।