ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

মানুষ নামাজমুখী হলে সমাজে অপরাধ প্রবণতা কমে যায়: ধর্ম উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
শেয়ার
মানুষ নামাজমুখী হলে সমাজে অপরাধ প্রবণতা কমে যায়: ধর্ম উপদেষ্টা
ছবি: কালের কণ্ঠ

মানুষ নামাজমুখী হলে সমাজে অপরাধ প্রবণতা কমে যায় বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। অন্তর্বর্তীকালীন সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখতে বদ্ধপরিকর।’ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজারে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, মসজিদ পবিত্র ও উত্তম স্থান।

যত বেশি মসজিদ নির্মিত হবে, তত বেশি মুসল্লি তৈরি হবে। মানুষ যত বেশি নামাজের দিকে ধাবিত হবে, সমাজ তত বেশি অপরাধমুক্ত হবে। নামাজ মানুষকে সকল ধরনের গর্হিত কাজ থেকে দূরে রাখে। মুসল্লিবিহীন মসজিদ কেয়ামতের লক্ষণ উল্লেখ করে তিনি মসজিদকে আবাদ রাখতে সকলের প্রতি অনুরোধ জানান।
 

মডেল মসজিদের মাধ্যমে দেশে ইসলামিক আবহ সৃষ্টি হচ্ছে। এর মাধ্যমে দেশে ধর্ম পালনের যে ঐতিহ্য তা আরো বেগবান হবে। এ ছাড়া মানুষের নৈতিকতার উজ্জীবন ঘটবে। 

ধর্ম উপদেষ্টা আরো বলেন, মডেল মসজিদকে কেন্দ্র করে বিশাল কর্মযজ্ঞ আবর্তিত হবে।

ধর্মীয় মূল্যবোধ, ইসলামিক সংস্কৃতির বিকাশ ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মডেল মসজিদ অনন্য ভূমিকা রাখবে। এই মসজিদ থেকেই সাম্প্রদায়িক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়বে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সকলকে সোচ্চার হওয়ার আহ্বান করেন।

পেকুয়া উপজেলা মডেল মসজিদটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন যৌথ উদ্যোগে গণপূর্ত অধিদপ্তর নির্মাণকাজ সম্পন্ন করেছে। প্রতিটি জেলা ও উপজেলায় 'একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (২য় পর্যায়)' শীর্ষক প্রকল্পের আওতায় এই তিনতলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণ হয়েছে।

স্থাপনাটি নির্মাণে ব্যয় হয়েছে ১৪ কোটি ৬৩ লাখ ৬৩ হাজার টাকা। এতে একসঙ্গে ৯৫০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে আলাদা প্রবেশপথসহ ১২০ জন নারীর নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে।

এ মসজিদে পুরুষ, নারী, অক্ষম ও বয়স্কদের ওজু ও নামাজ আদায়ের সুব্যবস্থা রয়েছে। এ ছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের অফিসসহ ইমাম প্রশিক্ষণ, হজযাত্রী নিবন্ধন, ইসলামিক রিসার্চ সেন্টার, অটিজম কর্নার, এতিমখানা, মৃতদেহের গোসল, ইসলামিক লাইব্রেরি ও ইসলামিক বই বিক্রয়কেন্দ্র রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেমের আবাসন ব্যবস্থাসহ গেস্ট রুম, কনফারেন্স রুম ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

অর্থ আত্মসাতের ৪১ মামলার আসামি দেলোয়ার গ্রেপ্তার

যশোর প্রতিনিধি
যশোর প্রতিনিধি
শেয়ার
অর্থ আত্মসাতের ৪১ মামলার আসামি দেলোয়ার গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

২৫ মামলায় সাজাপ্রাপ্ত  ও ৪১ মামলার আসামি দেলোয়ার হাসানকে (৪৫) গ্রেপ্তার  করেছে যশোর ডিবি পুলিশ। দেলোয়ার চিহ্নিত প্রতারক বলে জানিয়েছে পুলিশ। তিনি নিজের নাম পরিবর্তন করে এতদিন তুহিন নামে আত্মগোপনে ছিলেন। গতকাল বুধবার মধ্যরাত ৩টা ৩০ মিনিটে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

যশোরের পুলিশ সুপার রওনক জাহান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

দেলোয়ার যশোর সদর উপজেলার হাতি ছাতিয়ানতলা গ্রামের জয়নাল আবেদীন দফাদারের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবস্থান সনাক্তের পর ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভুঞার নেতৃত্বে ডিবির একটি টিম গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার  করে। সেখানে তিনি তুহিন নামে পরিচিত ছিলেন।

দেলোয়ার হাসান একসময় একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত থাকলেও ২০১৩ সালে আর্থিক প্রতারণার দায়ে চাকরিচ্যুত হন। ব্যাংকে কর্মরত থাকার সময় তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাত করার অভিযোগ রয়েছে। এ অভিযোগে অনেকেই তার বিরুদ্ধে মামলা করে। প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে একচল্লিশটি মামলা রয়েছে।

তার মধ্যে ২৫ টি মামলায় তার সাজা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য
রাজশাহী

ছাত্র আন্দোলনে হামলার তিন আসামিসহ গ্রেপ্তার ২০

রাজশাহী ব্যুরো
রাজশাহী ব্যুরো
শেয়ার
ছাত্র আন্দোলনে হামলার তিন আসামিসহ গ্রেপ্তার ২০
সংগৃহীত ছবি

রাজশাহীতে জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তালিকাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন, মো. নাইমুল ইসলাম নাইম (৩০), মো. তানভির হাসান সজিব (৩২) ও এসএনকে আরকান উদ্দিন বাপ্পি (৪৯)। নাইম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রাজারহাতা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

সে রাজশাহী সিটি কলেজ ও রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ কর্মী তানভির হাসান একই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে এবং আরকান উদ্দিন বাপ্পি কুমারপাড়ার মৃত আনসার উদ্দিন আনফোরের ছেলে। সে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী মহানগরীর রাজপাড়া ও বোয়ালিয়া থানা এলাকায় গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই এজাহারনামীয় আসামি।

আরো পড়ুন
কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫৫৩, বহিষ্কার ১

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫৫৩, বহিষ্কার ১

 

এদিকে, রাজশাহী মহানগরীতে যৌথবাহিনী অপারেশন ডেভিল হান্টের আওতায় ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে আরো ১৭ জনকে গ্রেপ্তার হয়েছে।

মন্তব্য

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫৫৩, বহিষ্কার ১

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
শেয়ার
কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫৫৩, বহিষ্কার ১
কুমিল্লা জিলা স্কুল কেন্দ্র থেকে তোলা ছবি। ছবি : কালের কণ্ঠ

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলায় এসএসসি পরীক্ষায় প্রথম‌ দিনে ২ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিন বাংলা প্রথম পত্র পরীক্ষা চলাকালে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। পরীক্ষা শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম।

এত শিক্ষার্থীর অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা জেলা পর্যায় থেকে অনুপস্থিতির তথ্য সংগ্রহ করছি।

কেন্দ্রভিত্তিক তথ্য সংগ্রহের পর জানা যাবে কেন শিক্ষার্থীরা অনুপস্থিত রইল। এসব ব্যাপারে আমাদের আলাদা পর্যবেক্ষণ থাকবে।’

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এই বোর্ডের ৬টি জেলার মধ্যে প্রথম দিনের বাংলা পরীক্ষায় কুমিল্লা জেলায় ৮১২ জন, চাঁদপুর জেলায় ৩৩৭ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৫৭২ জন, নোয়াখালী জেলায় ৪৪৪ জন, ফেনী জেলায় ১৭৭ জন এবং লক্ষ্মীপুর জেলায় ২১১ জন অনুপস্থিত ছিল। এ ছাড়া কুমিল্লা বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে কুমিল্লা জেলার বরুড়া-০৪ পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

 

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন। যা গত বছরের তুলনায় ১৩ হাজার ৭৪৮ জন বেশি। এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ছাত্রদের চেয়ে ২৯ হাজার ৩৮০ জন বেশি ছাত্রী অংশ নিচ্ছে। 

এ ছাড়া এবার কুমিল্লা বোর্ডে ২৩ জন শ্রুতিলেখকের সহযোগিতায় এবং দুজন পরীক্ষার্থী কারাগার থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে বলে বোর্ড সূত্র জানিয়েছে।

মন্তব্য

যমুনা গিলে খাচ্ছে মাইলের পর মাইল (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
যমুনা গিলে খাচ্ছে মাইলের পর মাইল (ভিডিওসহ)
ছবি : কালের কণ্ঠ

জামালপুরের দেওয়ানগঞ্জের চিকাজানী ইউনিয়নের অনেকাংশে ভাঙনে মানচিত্র থেকে বিলীন হয়ে গেছে। ইউনিয়নের খোলাবাড়ীর বাহাদুরাবাদ নৌ থানা থেকে বড়খাল এলাকা পর্যন্ত ৬ কিলোমিটারজুড়ে বিভিন্ন স্থানে শুষ্ক মৌসুমেও নদীভাঙন অব্যাহত ছিল। স্থানীয়দের অভিযোগ, ভাঙন ঠেকাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 

তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, তাদের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ