ঢাকা, বুধবার ০৯ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ০৯ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৬

রিচাকে সমর্থন করে অক্ষয়ের সমালোচনা করলেন প্রকাশ রাজ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
রিচাকে সমর্থন করে অক্ষয়ের সমালোচনা করলেন প্রকাশ রাজ
প্রকাশ রাজ,রিচা চাড্ডা ও অক্ষয় কুমার

বলিউড অভিনেত্রী রিচা চাড্ডাকে নিয়ে বিতর্ক যেন বাড়ছেই শুধু! রিচা বিতর্কে একের পর এক মুখ খুলছেন তারকারা। বেশির ভাগ তারকা রিচাকে তিরস্কার করছেন তাঁর মন্তব্যের জন্য। তবে কেউ কেউ আবার অভিনেত্রীর পক্ষে সাফাইও গাইছেন। এবার সেই দলে নাম লেখালেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ।

 

\"\"রিচা চাড্ডা

সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে করা রিচা চাড্ডার টুইটের সমালোচনা করে নিজের মতামত প্রকাশ করেছেন অক্ষয় কুমার। একটি টুইট বার্তায় রিচার সমালোচনা করেন অক্ষয়। এবার অক্ষয় কুমারের সেই টুইটের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রকাশ রাজ। অক্ষয়ের পাল্টা সমালোচনা করে নিজের টুইট বার্তায় প্রকাশ রাজ লিখেছেন, 'আপনার কাছ থেকে এটা আশা করিনি অক্ষয়।

আমাদের দেশের জন্য রিচা চাড্ডা আপনার চেয়ে বেশি প্রাসঙ্গিক।' এরপর রিচা চাড্ডাকে সমর্থন করে প্রকাশ আরো লেখেন, 'আমরা আপনার সাথে আছি রিচা। আমরা বুঝতে পেরেছি আপনি আসলে কী বোঝাতে চেয়েছিলেন।'

এর আগে রিচার বিতর্কিত টুইট বার্তাটি শেয়ার করে টুইটারে ক্ষোভ জানিয়েছিলেন অক্ষয় কুমার।

রিচাকে সতর্ক করে খিলাড়ি লিখেছিলেন দেশের সেনাদের সম্মান জানাতে। কারণ তারা আছেন বলেই দেশ আছে। অক্ষয়ের সেই টুইটের সমর্থন করেছেন ভক্ত-অনুরাগীরা। তবে প্রকাশ রাজ সমর্থন করলেন রিচা চাড্ডাকে। 

\"\"

সাম্প্রতিক একটি প্রেস কনফারেন্সে ভারতের উত্তরাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী মিডিয়াকে বলেছিলেন যে, 'উপরমহল থেকে নির্দেশনা পেলেই পাক-অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেবে ভারতীয় সেনা।

ভারতীয় সেনাবাহিনী ভারত সরকারের দেওয়া যেকোনো আদেশ পালন করবে। যখনই এই ধরনের নির্দেশ দেওয়া হবে, আমরা সর্বদা সেটির জন্য প্রস্তুত থাকব।' বুধবার (২৩ নভেম্বর) সেই টুইট শেয়ার করে ঠাট্টার ছলে রিচা লেখেন, ''গালওয়ান ‘হাই’ বলছে।'' রিচার সেই টুইট নিয়েই শুরু হয় বিতর্ক। ২০২০ সালে ভারত-চীনের মধ্যে গালওয়ান উপত্যকার সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছিল। সেই ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে ভারতীয় সেনা। এমন একটি বিষয় নিয়ে রিচার মন্তব্য যেন ঝড় তুলল গোটা ভারতে! সামাজিক যোগাযোগ মাধ্যমে রিচা চাড্ডাকে তিরস্কার করে একের পর এক পোস্ট করা হয় এবং সমালোচনার ঝড় ওঠে। এরপর রিচাকে বয়কট করার আহ্বানও জানানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রিচার বয়কট এখন রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে ভারতে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

মন্তব্য

সম্পর্কিত খবর

সেরা প্রেমিক হয়ে উঠার টিপস দিলেন এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
সেরা প্রেমিক হয়ে উঠার টিপস দিলেন এই অভিনেত্রী
সংগৃহীত ছবি

বিভিন্ন সময়েই অনেক ছেলেরাই ভাবেন যে, কীভাবে সেরা প্রেমিক হয়ে উঠা যায় কিংবা আদর্শ প্রেমিকের বৈশিষ্ট্যই বা কী! এবার এক অভিনেত্রী কথা বললেন এই বিষয়ে। সম্প্রতি উর্বশী রাউতেলা জানালেন যে তার চোখে আদর্শ প্রেমিক কে বা কেমন পুরুষ। শুধু তাই নয়, তিনি এও জানান যে সেরা প্রেমিক হতে গেলে কোন কোন গুণ থাকা চাই। 

ভাবছেন কী সেই গুণ? বিশেষ কিছু না, সরি বলতে হবে।

এতেই নাকি নারীরা খুশি হয়ে যান।

সামনে উর্বশী রাউতেলাকে 'জাট' ছবিতে দেখা যাবে। বর্তমানে সেই ছবির প্রচারেই ব্যস্ত অভিনেত্রী। এই ছবির প্রচারে গিয়েই সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

জানালেন সম্পর্ক টিকিয়ে রাখতে, ভালো রাখতে ছোট ছোট ব্যবহার, আচারই যথেষ্ট। 

তিনি এদিন তার গান টাচ কিয়া প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে বলেন, এটা একদম সহজ জিনিস। এই দুনিয়ার যে কোনো মেয়েই চায় তার প্রেমিক তাকে সরি বলুক। আর কোনো মেয়ের কাছে ক্ষমা চেয়ে যদি তাকে খুশি করতে পারেন তাহলে জানবেন আপনি জিতে গেছেন।

এই গানের লিরিক্সগুলো খুবই বাস্তবসম্মত। আমি তোমাকে আমার মন দিয়ে দেব, কিন্তু তার আগে সরি বলো। আমি জানি অনেক মেয়েরাই এটার সঙ্গে মিল পাবেন।

উর্বশী এদিন আরও বলেন, আপনি যদি সেরা প্রেমিক হতে চান বা সেরা স্বামী হতে চান তাহলে শুধু ক্ষমা চান। সরি বলুন।

আপনার সঙ্গীকে খুশি রাখুন। আমার বিশ্বাস এই গানটার সঙ্গে যুব সমাজ বেশ কিল পাবে। সব মেয়েই চায় তার সঙ্গী তার কাছে ক্ষমা চাক যাই হোক না কেন।

প্রসঙ্গত, 'জাট' ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে। আগামী ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে ছবিটি। এখানেই টাচ কিয়া গানটিতে নাচতে দেখা যাবে উর্বশী রাউতেলাকে।

প্রাসঙ্গিক
মন্তব্য

হত্যা মামলায় গ্রেপ্তার শমী কায়সার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
হত্যা মামলায় গ্রেপ্তার শমী কায়সার
শমী কায়সার

জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জানানো হয়েছে এ তথ্য। এর আগে গত ৫ নভেম্বর দিবাগত রাতে উওরা ৪নং সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে আটক করা হয় এ অভিনেত্রীকে।

আরো পড়ুন
জামাই ভেঙে দিল বড় ছেলের ৮ বছরের রেকর্ড

জামাই ভেঙে দিল বড় ছেলের ৮ বছরের রেকর্ড

 

গত ১২ মার্চ হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সার জামিন পান।

ওইদিন তার জামিন প্রশ্নে রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ এবং তার সঙ্গে ছিলেন আইনজীবী আনিসুল হাসান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব ও জিসান হায়দার।

আরো পড়ুন
খালি বাড়ির বিদ্যুৎ বিল লাখ টাকা, চটলেন কঙ্গনা

খালি বাড়ির বিদ্যুৎ বিল লাখ টাকা, চটলেন কঙ্গনা

 


 
ওই মামলায় এর আগে নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন শমী কায়সার।

এ আবেদনের শুনানি নিয়ে গত বছরের ১০ ডিসেম্বর হাইকোর্ট রুল দিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১২ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। এরপর আপিল বিভাগ চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশ বহাল রেখে হাইকোর্টে এ–সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে সময়সীমা নির্ধারণ করে দেন।
এর ধারাবাহিকতায় রুলের ওপর শুনানি শেষে রায় দেয়া হয়।

আরো পড়ুন
৯ দিনে আয়ের রেকর্ড বরবাদের!

৯ দিনে আয়ের রেকর্ড বরবাদের!

 

১৯৭০ সালে জন্মগ্রহণ করেন শমী। তার বাবার নাম শহীদুল্লাহ কায়সার ও মাতার নাম পান্না কায়সার। তার মা পান্না একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দুজা চৌধুরীর স্ত্রী মায়া পান্নার বোন।

সে হিসেবে শমী কায়সার এবং রাজনীতিক মাহি বি চৌধুরী খালাতো ভাই-বোন।

মন্তব্য

খালি বাড়ির বিদ্যুৎ বিল লাখ টাকা, চটলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
খালি বাড়ির বিদ্যুৎ বিল লাখ টাকা, চটলেন কঙ্গনা
কঙ্গনা রানাওয়াত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এখন অভিনয়ের পাশাপাশি রাজনীতিবিদ। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য তিনি। রাজনীতির পাশাপাশি অভিনয়ও চলছে সমান গতিতে। কর্মসূত্রে হয় তিনি দিল্লিতে থাকেন, নয়তো মুম্বাইয়ে।

মানালিতে পাহাড়ের কোলেও রাজকীয় এক বাড়ি রয়েছে অভিনেত্রীর। সেই বাড়িতে অবশ্য খুব বেশি থাকা হয় না, এমনটাই দাবি কঙ্গনার। তার পরও পাহাড়ি বাড়ির বিদ্যুতের বিল দেখে রীতিমতো বিস্মিত অভিনেত্রী! খেপেছেন হিমাচল প্রদেশের কংগ্রেস সরকার বিরুদ্ধে।

আরো পড়ুন
৯ দিনে আয়ের রেকর্ড বরবাদের!

৯ দিনে আয়ের রেকর্ড বরবাদের!

 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কঙ্গনা রানাওয়াত বাড়িতে না থাকার পরও এক লাখ টাকা বিদ্যুৎ বিল এসেছে তার।

এতেই চটে গেছেন। এ কারণে সম্প্রতি মান্ডির এক রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিয়ে সংশ্লিষ্ট ইস্যুতে রাজ্যের কংগ্রেস সরকারকে কটাক্ষ করতে ছাড় দেননি। এমনকি ‘নেকড়ে’ বলেও মন্তব্য করেছেন বলি তারকা।

আরো পড়ুন
জামাই ভেঙে দিল বড় ছেলের ৮ বছরের রেকর্ড

জামাই ভেঙে দিল বড় ছেলের ৮ বছরের রেকর্ড

 

কঙ্গনা রানাওয়াত বলেন, এ মাসে আমার মানালির বাড়িতে এক লাখ টাকা বিদ্যুৎ বিল এসেছে।

যেখানে আমি থাকিই না। কতটা নাজুক অবস্থা, দেখুন। আমি এসব পড়ি আর এটা ভেবে লজ্জা পাই যে, হিমাচলে কী চলছে।

আরো পড়ুন
দ্বিগুন বাড়ল জংলির শো

দ্বিগুন বাড়ল জংলির শো

 

তিনি আরো বলেন, তবে আমাদের কাছে তো একটা উপায় রয়েছে। আমার যেসব ভাই-বোনরা মাঠে কাজ করেন, এই দেশ, এই রাজ্যকে উন্নতির শিখরে পৌঁছে দেয়া আমাদের সবার দায়িত্ব।

আমি তো বলব, এরা নেকড়ে। আর আমাদের রাজ্যকে ওদের হাত থেকে রক্ষা করার দায়িত্বও আমাদেরই।

মন্তব্য

৭ দিনে আয়ের রেকর্ড বরবাদের!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
৭ দিনে আয়ের রেকর্ড বরবাদের!
‘বরবাদ’

সুপারস্টার শাকিব খান অভিনীত ছবি ‘বরবাদ’-এর মুক্তির এক সপ্তাহ পেরিয়েছে। এরইমধ্যে সাত দিনে ছবিটি সারাদেশে কত টাকার টিকেট বিক্রি (গ্রস কালেকশন) হয়েছে সেই তথ্য জানিয়েছে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন। মুক্তির প্রথম সাত দিনে ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে ‘বরবাদ’-এর। রিয়েল এনার্জি প্রডাকশন এক ফেসবুক পোস্টে এমন দাবি করেছে।

মুক্তির নবম দিনে অর্থাৎ মঙ্গলবার (৮ এপ্রিল) রিয়েল এনার্জি প্রডাকশন ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন, তারা ‘বরবাদ’র মাধ্যমে ২৭ কোটি টাকার বেশি টিকেট বিক্রি করেছে। রিয়েল এনার্জি প্রডাকশন জানিয়েছে, এ পর্যন্ত ২৭ কোটি ৪০ লাখ টাকার বেশি টিকেট বিক্রির হয়েছে। ওই পোস্টে প্রতিষ্ঠানটি লিখেছে, ‘মুক্তির পর থেকে সারাদেশের দর্শকদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আপনাদের সবার এই ভালোবাসা অব্যাহত থাকুক।

বাংলা সিনেমার স্বার্থে সবসময় বাংলা সিনেমার পাশে থাকুন।’ 

আরো পড়ুন
জামাই ভেঙে দিল বড় ছেলের ৮ বছরের রেকর্ড

জামাই ভেঙে দিল বড় ছেলের ৮ বছরের রেকর্ড

 

২০২৩ সালের ঈদুল আজহায় শাকিবের প্রিয়তমা একমাস ২৭ কোটি টাকার টিকেট বিক্রির খবর প্রকাশ করেছিল। এবার মাত্র সাতদিনেই ‘বরবাদ’ সেই সাফল্যে অর্জন করল। ঈদুল ফিতরে মুক্তির পর নবম দিনেও সিনেপ্লেক্স ও মাল্টিপেক্স মিলিয়ে প্রায় ৬৫টি শো চলছে বরবাদের।

সিঙ্গেল স্ক্রিনে অধিকাংশ হল দুই সপ্তাহের জন্য বরবাদ বুকিং নিয়েছিল। জানা যায়, বরবাদের দর্শক অধিকাংশ হল নতুন রেন্টাল দিয়ে সপ্তাহ বাড়িয়ে নিচ্ছে। 

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি মাসেই ‘বরবাদ’ যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, ইউরোপে মুক্তি পাবে। সে হিসেবে এই আয়ের পরিমাণ অচিরেই ৫০ কোটি ছাড়িয়ে যেতে পারে। 

আরো পড়ুন
দ্বিগুন বাড়ল জংলির শো

দ্বিগুন বাড়ল জংলির শো

 

মাল্টিপ্লেক্সের বাইরে দেশের ১১২টি সিঙ্গেল স্ক্রিনে দেদারসে ব্যবসা করছে ‘বরবাদ’।

হল মালিকরা বলছেন, ‘আগামী কোরবানির ঈদ পর্যন্ত ব্যবসা টানতে পারে বরবাদ।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরো আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।

মন্তব্য

সর্বশেষ সংবাদ