<p>বলিউড অভিনেত্রী রিচা চাড্ডাকে নিয়ে বিতর্ক যেন বাড়ছেই শুধু! রিচা বিতর্কে একের পর এক মুখ খুলছেন তারকারা। বেশির ভাগ তারকা রিচাকে তিরস্কার করছেন তাঁর মন্তব্যের জন্য। তবে কেউ কেউ আবার অভিনেত্রীর পক্ষে সাফাইও গাইছেন। এবার সেই দলে নাম লেখালেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। </p> <p><img alt=\"\" src=\"https://i0.wp.com/famousfacewiki.com/wp-content/uploads/2021/06/richa-chad.jpg?fit=1440%2C810&ssl=1\" style=\"height:506px; width:900px\" /><span style=\"font-size:14px\"><em>রিচা চাড্ডা</em></span></p> <p>সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে করা রিচা চাড্ডার টুইটের সমালোচনা করে নিজের মতামত প্রকাশ করেছেন অক্ষয় কুমার। একটি টুইট বার্তায় রিচার সমালোচনা করেন অক্ষয়। এবার অক্ষয় কুমারের সেই টুইটের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রকাশ রাজ। অক্ষয়ের পাল্টা সমালোচনা করে নিজের টুইট বার্তায় প্রকাশ রাজ লিখেছেন, 'আপনার কাছ থেকে এটা আশা করিনি অক্ষয়। আমাদের দেশের জন্য রিচা চাড্ডা আপনার চেয়ে বেশি প্রাসঙ্গিক।' এরপর রিচা চাড্ডাকে সমর্থন করে প্রকাশ আরো লেখেন, 'আমরা আপনার সাথে আছি রিচা। আমরা বুঝতে পেরেছি আপনি আসলে কী বোঝাতে চেয়েছিলেন।'</p> <p>এর আগে রিচার বিতর্কিত টুইট বার্তাটি শেয়ার করে টুইটারে ক্ষোভ জানিয়েছিলেন অক্ষয় কুমার। রিচাকে সতর্ক করে খিলাড়ি লিখেছিলেন দেশের সেনাদের সম্মান জানাতে। কারণ তারা আছেন বলেই দেশ আছে। অক্ষয়ের সেই টুইটের সমর্থন করেছেন ভক্ত-অনুরাগীরা। তবে প্রকাশ রাজ সমর্থন করলেন রিচা চাড্ডাকে। </p> <p><img alt=\"\" src=\"https://d3pc1xvrcw35tl.cloudfront.net/images/1103x827/chadda_202211916402.jpg\" style=\"height:675px; width:900px\" /></p> <p>সাম্প্রতিক একটি প্রেস কনফারেন্সে ভারতের উত্তরাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী মিডিয়াকে বলেছিলেন যে, 'উপরমহল থেকে নির্দেশনা পেলেই পাক-অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেবে ভারতীয় সেনা। ভারতীয় সেনাবাহিনী ভারত সরকারের দেওয়া যেকোনো আদেশ পালন করবে। যখনই এই ধরনের নির্দেশ দেওয়া হবে, আমরা সর্বদা সেটির জন্য প্রস্তুত থাকব।' বুধবার (২৩ নভেম্বর) সেই টুইট শেয়ার করে ঠাট্টার ছলে রিচা লেখেন, ''গালওয়ান ‘হাই’ বলছে।'' রিচার সেই টুইট নিয়েই শুরু হয় বিতর্ক। ২০২০ সালে ভারত-চীনের মধ্যে গালওয়ান উপত্যকার সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছিল। সেই ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে ভারতীয় সেনা। এমন একটি বিষয় নিয়ে রিচার মন্তব্য যেন ঝড় তুলল গোটা ভারতে! সামাজিক যোগাযোগ মাধ্যমে রিচা চাড্ডাকে তিরস্কার করে একের পর এক পোস্ট করা হয় এবং সমালোচনার ঝড় ওঠে। এরপর রিচাকে বয়কট করার আহ্বানও জানানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রিচার বয়কট এখন রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে ভারতে।</p> <p>সূত্র : হিন্দুস্তান টাইমস</p>