ক্রিকেট জুয়া সংক্রান্ত অবৈধ ‘বেটিং অ্যাপ’-এর প্রচারণা করায় একাধিক তারকার বিরুদ্ধে এবার পুলিশি অভিযোগ দায়ের হয়েছে। ফণীন্দ্র শর্মা নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে তেলেঙ্গানা পুলিশের তরফে দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ, বিজয় দেবরাকোন্ডা, রানা দাগ্গুবতীসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
এই তালিকায় আরো রয়েছেন প্রণীতা, নিধি আগারওয়াল, অনন্যা নাগাল্লা, সিরি হনুমান্থ, শ্রীমুখী, বর্ষিণী সৌন্দরাজন, বাসন্তী কৃষ্ণন, শোভা শেঠি, অমৃতা চৌধুরী, নয়নী পাভানি, নেহা পাঠান, পান্ডু, পদ্মাবতী, প্রীতি, ইমরান খান, সানা, সান্যাভ, শ্যামলা, সুস্বাদু তেজা এবং বান্দারু শেশায়ানি সুপ্রীতা।
জানা গেছে, সাইবেরাবাদ থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮ (প্রতারণা), ১১২ (ক্ষুদ্র সংগঠিত অপরাধ) এবং ৪৯ (কুকর্মে প্ররোচিত করা) ধারার আওতায় অভিযোগ দায়ের করেছে।