<p>আজ বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান কন্যা ইরা খান। আমির খানের মতো সুপারস্টারের মেয়ের জামাই হতে যাওয়া ব্যক্তিটির নাম নূপুর শিখরে। তিনি <a href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/01/03/1351653" target="_blank"><span style="color:#c0392b;">আমিরকন্যার দীর্ঘদিনের প্রেমিক</span></a>। মুম্বাইয়ের অন্যতম আলোচিত এই বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। কে এই নূপুর? কী তাঁর পরিচয়? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে। তাই চলুন, জেনে নেওয়া যাক নূপুর শিখরে সম্পর্কে।</p> <p>ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, নূপুর শিখরে পেশায় একজন ক্রীড়াবিদ এবং ফিটনেস প্রশিক্ষক। ১৯৮৫ সালে পুনেতে জন্ম তাঁর। নূপুর কলেজের জন্য মুম্বাই আসার আগে তাঁর নিজের শহরের স্কুলেই পড়াশোনা করেছিলেন। মুম্বাইয়ের আরএ পোদ্দার কলেজ অব কমার্স অ্যান্ড ইকোনমিকস থেকে স্নাতক হওয়ার পর নূপুর ফিটনেসের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। প্রথমে একজন ফিটনেস বিশেষজ্ঞ, তারপর ক্রীড়াবিদ এবং প্রশিক্ষক হিসেবেও জীবন শুরু করেন। তিনি ২০০৯ সালে ফিটনেসিজম নামে একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা করেন। যেখানে তিনি ক্যাপোইরাকে পড়াতেন। নূপুর শ্বশুর আমির খান এবং অভিনেত্রী সুস্মিতা সেনসহ বেশ কয়েকজন অভিনেতার ব্যক্তিগত প্রশিক্ষকও ছিলেন।</p> <figure class="image"><img alt="1" height="600" src="https://cdn.editorji.com/6594f09dcc7e9_nupurshikhare.jpg" width="500" /> <figcaption><sub><em>নূপুর ‍ও ইরা খান</em></sub></figcaption> </figure> <p>২০১০-এর প্রথম দিকে তিনি সহনশীলতার প্রশিক্ষণ নেন। ২০১৪ সালে তাইওয়ান ৭০.৩ হাফ আয়রনম্যান ট্রায়াথলনে অংশগ্রহণ করেন। এবং ২০১৬-এর আয়রনম্যান ট্রায়াথলনও শেষ করেন। পরের বছর তিনি নেটফ্লিক্স শো আলটিমেট বিস্টমাস্টারে অংশগ্রহণ করেন এবং পরে ডিজনি ইন্ডিয়ায় টিভি শো আলাদিন-এক্সপেরিয়েন্স দ্য ম্যাজিক ২০১৮-এর জন্য ফাইট মাস্টার হিসেবেও কাজ করেন।</p> <p>নূপুর ২০১৯ সালে একটি সাহসী, বিতর্কিত নগ্ন ফটোশুটের জন্য প্রথম শিরোনামে এসেছিলেন। ছবিতে নূপুরকে দেখা গেছে নগ্ন অবস্থায়, দৌড়াচ্ছে, লাফাচ্ছে এবং একটি খোলা মাঠে তাঁর শরীরের সমস্ত পেশি দেখাচ্ছে। ফিটনেস প্রশিক্ষকের ছবিগুলোর মধ্যে একটিতে সান্তাক্লজের টুপি ছাড়া আর কিছুই পরে নেই। ২০১৯ সালে ছবিগুলো প্রকাশ্যে এলে সেই ফটোশুটটি শিরোনাম হয়েছিল। কিছু বিতর্কও তৈরি করেছিল। কারণ কিছু মানুষ তাকে খুব খারাপভাবে আক্রমণ করতে থাকে। সেখানে তিনি একটি সান্তাক্লজের টুপিও পরেছিলেন। তবে সাহসী শুটিংয়ের জন্য নূপুর অনেকের কাছেই প্রশংসিত হয়েছিলেন।</p> <p>দীর্ঘদিন ধরেই নূপুরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আমিরকন্যা ইরা। নূপুর ও ইরা ২০২১ সালে তাঁদের সম্পর্ক প্রকাশ্যে এনেছিল। অবশেষে ২০২২ সালে এই জুটি ইতালিতে বাগদান সেরেছিলেন। তাঁরা মুম্বাইয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের জন্য বাগদান পার্টিরও আয়োজন করেছিলেন। </p> <p>গতকাল ইরার গায়েহলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। <a href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/01/02/1351396" target="_blank"><span style="color:#c0392b;">ইরা খানের </span></a>বিয়ের প্রাক-অনুষ্ঠানের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, ইরা খানের বাড়িটি বেগুনি এবং সোনালি আলোয় সাজানো হয়েছে। পরিবারে বেশ জাঁকজমকের সঙ্গেই প্রাক-বিবাহ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ইরা খান ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রাক-বিয়ের অনুষ্ঠানের সমস্ত আপডেটগুলো শেয়ার করে চলেছেন। একটি পোস্টে অভিনেত্রী তাঁর বাগদানের দিনের একটি সিরিজ ছবিও শেয়ার করেছিলেন। </p> <p>বুধবার গাঁটছড়া বাঁধছেন এই জুটি। ইতিমধ্যে দুই পরিবারে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। বুধবার মুম্বাইয়ে তাঁদের বিয়ের রেজিস্ট্রি সারবেন বলেও জানা গেছে। প্রতিবেদনে এমনটাও বলা হয়েছে, সপ্তাহান্তে উদয়পুরে একটি জমকালো অনুষ্ঠান হবে এবং পরবর্তী সপ্তাহে মুম্বাইয়ে একটি অনুষ্ঠানও হবে।</p>