<p><em>তরুণ অভিনয়শিল্পী মারিয়া শান্ত। গতকাল ইউটিউবে প্রকাশ পেয়েছে মারিয়া অভিনীত নাটক ‘ভাইভাম্যান’। মিকসেতু মিঠুর রচনা ও পরিচালনায় ও তিস্তা ভিসনের প্রযোজনায় নাটকটি দেখা যাচ্ছে ব্যাকবেঞ্চার ফিকশন নামের ইউটিউব চ্যানেলে। নাটকটি নিয়ে কালের কণ্ঠ’র সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী।</em></p> <p> </p> <p><strong>গতকাল ইউটিউবে এসেছে আপনার অভিনীত নাটক ভাইভাম্যান। কেমন সাড়া পাচ্ছেন?</strong></p> <p>বেশ ভালো সাড়া পাচ্ছি। আমি আসলে নতুন অভিনেত্রী হিসেবে গল্প দেখে কাজ করছি। এখনই ভিউ বা ভাইরালের জন্য কিছু করছি না। আমার ভালো লাগলেই তবে করা হয়। এটা সে রকমই একটি ভালো লাগার গল্প।</p> <p> </p> <p><strong>‘ভাইভাম্যান’ এ কাজ করার কারণ কি তাহলে এটাই?</strong></p> <p>হ্যাঁ। গল্প একটা বড় কারণ। এখন অবধি যারা দেখেছেন সবাই গল্পের খুব প্রশংসা করেছেন। আর কাজ করতে গিয়ে টের পেলাম উনাদের টিমটা খুব গোছানো। কাজ করে ভালো লেগেছে। </p> <p><strong>এখন পর্যন্ত কতগুলো নাটক করা হলো?</strong></p> <p>১০-১২টার মতো করেছি। শুরুটা বান্না (মাবরুর রশীদ বান্না) ভাইয়ের হাত ধরে। তার পরিচালনায় ‘স্পর্শের ছোয়া’ নামের একটি নাটকে প্রথম অভিনয় করি। তার পর থেকে বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে কাজ করেছি। আমি সহশিল্পী হিসেবে পেয়েছিলাম মুশফিক আর ফারহান, শাশ্বত, পার্থ শেখকে। সবাই খুব সহযোগিতা করছেন। </p> <p> </p> <p><strong>একটু কি বলবেন অভিনয়ের সঙ্গে যোগসূত্র হলো কিভাবে? কোথাও অভিনয় শিখেছেন?</strong></p> <p>আমি ফ্যাশন মডেলিং করেছি অনেক দিন। সেখান থেকেই হুট করে অভিনয়ে আসা। কোথাও শেখার সুযোগ হয়নি। কাজ করতে করতে শিখছি।</p> <figure class="image"><img alt="1" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/05-11-2023/মিঠু (1).jpg" width="1000" /> <figcaption>পরিচালক মিকসেতু মিঠুর সঙ্গে পার্থ শেষ ও মারিয়া শান্ত</figcaption> </figure> <p><strong>সামনে কতদূর যাওয়ার ইচ্ছে?</strong></p> <p>অভিনয়টাকে পেশা হিসেবে নেওয়ার ইচ্ছে আছে। ভালো গল্পে নিয়মিত কাজ করতে চাই। আর পড়াশোনাটা শেষ করতে চাই। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড জার্নালিজমে পড়ছি। এখন সেকেন্ড সেমিস্টার চলে। </p> <p> </p> <p><strong>চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে আছে? বাণিজ্যিক সিনেমা বা…।</strong></p> <p>একটু সময় নিতে চাই। করব হয়তো। কিন্তু এখন আগে ঠিকঠাক মতো নাটকে অভিনয় করে অভিনয়টা শিখে নিতে চাই। তারপর এসব নিয়ে ভাবব।</p>