এবারের ঈদে ছোট পর্দার আলোচিত কনটেন্ট ইউটিউব ফিল্ম ‘তোমাদের গল্প’। ইউটিউব ট্রেন্ডিংয়ে তৃতীয় অবস্থানে আছে মোস্তফা কামাল রাজের এই নাটকটি। যৌথ পরিবারের মধ্যে বন্ধন অটুট থাকার গল্প নিয়ে দেড় ঘণ্টা দৈর্ঘ্যের এই ফিল্মটি দর্শকদের আবেগাপ্লুত করেছে।
আর এই আবেগাপ্লুত করার কারিগর সিদ্দিক আহমেদ।
তার রচনা ও চিত্রনাট্যে নির্মিত হয়েছে ‘তোমাদের গল্প’। তরুণ চিত্রনাট্যকার হিসাবের তার খ্যাতি আছে বেশ; গেল ঈদে একই পরিচালকের ‘ওমর’ সিনেমার চিত্রনাট্যও তারই করা।
‘তোমাদের গল্প’ প্রসঙ্গে সিদ্দিক আহমেদ বলেন, ‘রাজ ভাইয়ের সাথে আমার আপন ভাইয়ের মতো সম্পর্ক। আমি বানাই বা উনি, তাতে কোনো পার্থক্য দেখিনি।
তা ছাড়া এমন অস্থির সময়ে কাজটা হওয়া জরুরি ছিল বেশি। আমারা দুজনেই মানুষকে একটা সম্পর্কের আর স্বস্তির গল্প দেখাতে চাইছিলাম।’
এই চিত্রনাট্য করতে স্বাভাবিকের চেয়ে সময় বেশি লেগেছে তার। কাস্টিং হয়ে যাওয়ার বেশ পরে তিনি চিত্রনাট্য জমা দেন।
এমন চিত্রনাট্য করার কারণ জানতে চাইলে সিদ্দিক বলেন, ‘চারিদিকে খুবই অস্থির সময় যাচ্ছে। আমরা মানুষ হিসেবে মানুষের সাথে সম্পর্ক ভুলে যাচ্ছি। নিজেদের আপনজন ভুলে যাচ্ছি স্বার্থের জন্য। সেখানে দাঁড়িয়ে একটা সম্পর্কের গল্প খুব প্রয়োজনীয় বলে মনে হয়েছিল আমার। সেই চিন্তা থেকেই গল্পটার জন্ম। তা ছাড়া আমরা ক্রমে গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি। সেই শিকড়ে ফেরার গল্প আর যৌথ পরিবারের গন্ধ ধরতে চেয়েছিলাম। সে কারণেই সম্ভবত মাথায় গল্পটা আসে।’
নির্মাণের পর দর্শকের অনুভূতি দেখে লেখক অবাক হয়েছেন। এই কৃতিত্ব তিনি দিতে চান পরিচালককে। তার ভাষায় মোস্তফা কামাল রাজ গল্পে বিশ্বাস করে না বানালে এই গল্প আলোর মুখ দেখত না। তা ছাড়া পরিচালক যোগ্য লোকেদের অভিনয়ে নিয়েছেন। আজকালকার কনটেন্টে তো দায়সারা কাস্টিং নেওয়া হয়। পরিচালকের পাশপাশি এই লেখক কৃতিত্ব দিতে চান মিউজিক ডিরেক্টরকে। লেখকের মতে, দর্শকের ইমোশন ধরতে মিউজিক খুব ভালো ভূমিকা রেখেছে।
লেখকের সঙ্গে কথায় কথায় জানা গেল তিনি ঈদে আলোচিত ‘বরবাদ’ সিনেমার চিত্রনাট্যেও কাজ করেছেন। স্ক্রিনে নাম নেই কেন জানতে চাইলে তিনি সরল ভঙ্গিতে জানালেন, সম্ভবত পরিচালক আমাকে যোগ্য ভাবেননি।
চলতি বছরের ‘ফেউ’ ওয়েব সিরিজের চিত্রনাট্য করেছেন তিনি, মুক্তির অপেক্ষায় আছে তার চিত্রনাট্যের সিনেমা ‘রইদ’, যেটি পরিচালনা করেছেন ‘হাওয়া’ খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন। এ ছাড়া ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘টান’ এবং ‘ওমর’ সিনেমার চিত্রনাট্য করেছেন তিনি।
নতুন কাজ প্রসঙ্গে সিদ্দিকের ভাষ্য, ‘আমি মূলত লেখক, এখন বইয়ের কাজ করছি। চিত্রনাট্যেও করছি ওটিটি ও সিনেমার জন্য করছি। নিজে যেহেতু নির্মাণ একাধিক সিনেমা ও ওয়েব কনটেন্ট নিয়ে আলোচনা চলছে প্রযোজকদের সঙ্গে।’
চিত্রনাট্যকার সিদ্দিক আহমেদ নির্মাণেও মুনশিয়ানা দেখিয়েছেন। অমনিবাস চলচ্চিত্র ‘জাগো বাহে’র ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি ‘শব্দের খোয়াব’ তার সৃষ্টি। পুরান ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্পে নির্মাণ করেছেন ক্রাইম থ্রিলার ধাঁচের ওয়েব সিরিজ ‘অগোচরা’।