দুমকিতে আ. লীগের ২ নেতা আটক

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
শেয়ার
দুমকিতে আ. লীগের ২ নেতা আটক
আটক দুই আওয়ামী লীগ নেতা

ঈদুল ফিতরের পরে ডেভিল হান্ট অপারেশনে পটুয়াখালীর দুমকিতে রেজাউল হক রাজন (৪২) ও ফরিদ আহমেদ (৪৫) নামের আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে মো. রেজাউল হক রাজনকে এবং রবিবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বোর্ড অফিস বাজার এলাকা থেকে ফরিদ আহমেদকে আটক করা হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক রেজাউল হক রাজন উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক এবং ফরিদ আহমেদ মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, আজিজ আহম্মেদ কলেজের এইচএসসি (বিএমটি) শাখার হিসাবরক্ষণ বিষয়ের প্রভাষক ও উত্তর মুরাদিয়া গ্রামের মৃত তাজেম মোল্লার ছেলে।

 

আরো পড়ুন
বাংলাবান্ধা দিয়ে নেপালে গেলো ২৫২ টন আলু

বাংলাবান্ধা দিয়ে নেপালে গেলো ২৫২ টন আলু

 

রেজাউল হক রাজনকে মির্জাগঞ্জ উপজেলার একটি মামলায় আটক দেখিয়ে মির্জাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে জুলাই বিপ্লবকালে (ছাত্র-জনতার আন্দোলন) ছাত্র-জনতাকে বাধাসহ মারমুখী অবস্থানে ফরিদ আহমেদকে দেখা গেছে; যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। তার অসৌজন্যমূলক আচরণে অতিষ্ঠ হয়ে আজিজ আহম্মেদ কলেজ গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষ বরাবর চাকুরিচ্যুত করার ব্যবস্থা নিতে একটি অভিযোগ দাখিল করেন শিক্ষক কর্মচারীরা। পরে কলেজ গভর্নিং বডি তাকে সাময়িক বরখাস্ত করে।

এ ছাড়া ভুয়া জাল সনদে তার স্ত্রী নাহিদ আক্তার লিপিকে আওয়ামী ক্ষমতা ও প্রভাব খাটিয়ে বশিরিয়া দারুচ্ছুন্নাত ফাজিল (ডিগ্রি) মাদরাসায় চাকরি দেন তিনি। 

প্রসঙ্গত, ২০২২ সালে সারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকিতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি চলাকালে উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুরসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালান। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরে ওই ঘটনায় ৭ নভেম্বর মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকি থানায় একটি মামলা করেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

কারখানার লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
কারখানার লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলার সুলতানা মন্দির এলাকায় জিপিএইচ ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন—সীতাকুণ্ডের কুমিরা সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মোহাম্মদ মোস্তফা (২৫) ও মিরসরাই এলাকার করুয়া গ্রামের শামসুল হকের ছেলে মো. রিফাত (২৫)।

আরো পড়ুন
সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার

সামিটে খরচ দেড় কোটি, বিনিয়োগ এসেছে ৩ হাজার কোটি টাকার

 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কুমিরা সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত লিমিটেড বিভিন্ন ভবনের এসির কাজ করতেন নিহত শ্রমিকরা।

এসির কাজ করতে একটি ভবনের তৃতীয় তলায় লিফটে উঠার সময় তা ছিড়ে পড়ে গেলে দুইজন গুরুতর আহত হন। কারখানার অন্যান্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মোস্তফাকে মৃত্যু ঘোষণা করেন। অপরজন রিফাতকে নিউরো সার্জারী ওয়ার্ডে ভর্তি করা  হয়। বিকেল ৪টায় তারও মৃত্যু হয়।
 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলা উদ্দিন জানান, দুপুরের দিকে জিপিএইচ কারখানায় দুর্ঘটনায় দুজনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। বিকেলের দিকে অপরজনেরও মৃত্যু হয়।

আরো পড়ুন
বেবিবাম্প নিয়ে খোলামেলা পোশাকে ব়্যাম্পে ঝড় তুললেন গওহর

বেবিবাম্প নিয়ে খোলামেলা পোশাকে ব়্যাম্পে ঝড় তুললেন গওহর

 

সীতাকুণ্ড থানার পরিদর্শক(তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, লিফট ছিঁড়ে পড়ে দুই জন নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য

বসতভিটা লিখে দিতে বিএনপি নেতাদের চাপ, না দেওয়ায় নারীকে মারধর

কুমিল্লার প্রতিনিধি
কুমিল্লার প্রতিনিধি
শেয়ার
বসতভিটা লিখে দিতে বিএনপি নেতাদের চাপ, না দেওয়ায় নারীকে মারধর
ছবি ভিডিও থেকে নেওয়া

কুমিল্লার দেবিদ্বারে সুদের টাকা পরিশোধ করতে না পারায় বসতভিটা লিখে দিতে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। এ ঘটনার এক মিনিট ২৬ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার ভানি ইউনিয়নের সূর্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ভানি ইউনিয়ন বিএনপির সভাপতি মনির ফরাজির উপস্থিতিতে সাধারণ সম্পাদক আবদুল আউয়াল ও তার অনুসারীরা এক নারীকে প্রথমে চড়-থাপ্পড় পরে কিল-ঘুষি মারতে থাকেন।

ভুক্তভোগী ওই নারীর নাম হাসিনা আক্তার। তিনি ভানি ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত আয়েব আলীর মেয়ে। হাসিনার স্বামীর বাড়ি চান্দিনা উপজেলায়।

স্বামীর বাড়িতে জায়গা সম্পত্তি না থাকায় স্বামী সন্তানদের নিয়ে তিনি বাবার বাড়িতে থাকেন।

এ বিষয়ে ভুক্তভোগী হাসিনা আক্তার বলেন, আলী আশ্রাফ নামের একজনের কাছ থেকে কিছু টাকা আনছিলাম পত্তনে (সুদ)। টাকাটা দিতে দেরি হচ্ছে। ওই টাকার জন্য আমার বসতভিটা লিখে দিতে মনির ফরাজি ও আবদুল আউয়াল বার বার আমাকে চাপ দিচ্ছেন।

ওইদিন সকালে বাড়ি থেকে টানা-হেঁচড়া করে আমাকে দোকানের সামনে নিয়ে যায়। এর আগে ৪ বার তারা আমার সঙ্গে এমন করেছে। তাই আমি বলেছি, আউয়াল মেম্বার ৫০ হাজার টাকা ঘুষ খেয়েছে। ঘুষ খেয়ে আমার সঙ্গে এমন করছে। এটা বলায় আমাকে তারা এভাবে মেরেছে।
আমি এই নির্যাতনের বিচার চাই।

অভিযুক্ত ভানি ইউনিয়ন বিএনপির সভাপতি মনির ফরাজী ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন ইলিয়াস বলেন, এক নারীকে মারধরের বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

রাজবাড়ীতে ডাকাতদলের সদস্য গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী প্রতিনিধি
শেয়ার
রাজবাড়ীতে ডাকাতদলের সদস্য গ্রেপ্তার
সংগৃহীত ছবি

রাজবাড়ীতে ডাকাতদলের সদস্য খোরশেদকে (৫৯) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) এই তথ্য জানান পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন।

১২ এপ্রিল আশুলিয়ার ইসলাম নগর বাজার এলাকায় অভিযান চালিয়ে খোরশেদকে গ্রেপ্তার করে। 

পুলিশ জানায়, এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত ৪০ হাজার টাকা, পাঁচ আনা এক রতি ওজনের এক জোড়া কানের দুল, দুই আনা ওজনের একটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন
বেবিবাম্প নিয়ে খোলামেলা পোশাকে ব়্যাম্পে ঝড় তুললেন গওহর

বেবিবাম্প নিয়ে খোলামেলা পোশাকে ব়্যাম্পে ঝড় তুললেন গওহর

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত বছরের ২৬ নভেম্বর থেকে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি থানায় চারটি ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় মামলা করা হয়। 

খোরশেদের বিরুদ্ধে রাজবাড়ী ও অন্যান্য জেলার বিভিন্ন থানায় মোট আটটি মামলা বিচারাধীন। এর আগে উক্ত ডাকাতচক্রের আরো ছয় সদস্য গ্রেপ্তার করা হয়।

যাদের মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আরো পড়ুন
কালিয়াকৈরে পুকুর থেকে মাইক্রোবাস উদ্ধার, সন্ধান মেলেনি মালিকের

কালিয়াকৈরে পুকুর থেকে মাইক্রোবাস উদ্ধার, সন্ধান মেলেনি মালিকের

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান, রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মফিজুল ইসলামসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

কালিয়াকৈরে পুকুর থেকে মাইক্রোবাস উদ্ধার, সন্ধান মেলেনি মালিকের

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
শেয়ার
কালিয়াকৈরে পুকুর থেকে মাইক্রোবাস উদ্ধার, সন্ধান মেলেনি মালিকের
ছবি : কালের কণ্ঠ

গাজীপুরের কালিয়াকৈরের আশিকনগর এলাকায় পুকুর থেকে একটি মাইক্রোবাস উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) সকালে স্থানীয়রা ওই পুকুরের পানিতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে মাইক্রোবাসটি উদ্ধার করে। তবে মাইক্রোবাসটির মালিকের সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকালে চন্দ্রা-বলিয়াদী আঞ্চলিক সড়কের পাশে আশিকনগর এলাকায় পুকুরের পানির মধ্যে একটি মাইক্রোবাস পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ওই পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাসটি কে বা কারা ওই পুকুরের মধ্যে ফেলে গেছে তা কেউ বলতে পা পারছে না। তবে ওই সড়কে মাঝেমধ্যে চুরি-ডাকাতি লেগেই থাকে। অনেকের ধারণা, রাস্তায় ডাকাতি করতে এসে ডাকাতদলের সদস্যরা মাইক্রোবাসটি পুকুরে ফেলে যেতে পারে।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়িটির মালিক এখনো শনাক্ত হয়নি। যাচাই-বাছাই শেষে বৈধ মালিকের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ