ঢাকা, মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২, ১৫ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২, ১৫ শাওয়াল ১৪৪৬

দর্শক হাসিয়ে কোটি কোটি আয়, সবচেয়ে ধনী ‘কমেডিয়ান’ কে?

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
দর্শক হাসিয়ে কোটি কোটি আয়, সবচেয়ে ধনী ‘কমেডিয়ান’ কে?
কপিল শর্মা, ব্রহ্মানন্দম ও জনি লিভার

উপমহাদেশে সিনেমাপ্রেমীদের বরাবরই বিনোদনের সর্বোচ্চটুকু নিংড়ে দিয়েছেন কৌতুকাভিনেতারা। পর্দায় তাদের উপস্থিতির জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। হাসি ঠাট্রায় মাতিয়ে রাখেন একটি সিনেমাকে। বিশেষ করে ভারতীয় সিনেমায় কমেডিয়ানজের ভূমিকা থাকে জোরালো।

ভারতীয় কমেডিয়ানগন দর্শকদের কাছে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছে। যে তালিকায় রয়েছে অসংখ্য নাম।

বর্তমান সময়ে জনপ্রিয় কমেডিয়ানদের কথা উঠলেই আমাদের মাথায় ঝট করে ভেসে ওঠে জনি লিভার, বীর দাস, কপিল শর্মা, ভারতী সিং এবং জাকির খানের নাম। বছরের পর বছর ধরে কমেডি শিল্প শীর্ষস্থানীয় বিনোদন মাধ্যমগুলোর মধ্যে অন্যতম স্থান দখল করে রেখেছে।

‘দ্য কপিল শর্মা শো’র মতো জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডি শো-এর মাধ্যমে বহু কৌতুকশিল্পী নাম, যশ এবং বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন। তবে প্রশ্ন হলো, ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান কে?

আরো পড়ুন
‘যতই দেই তাদের খুশি করা যায় না’, গৃহকর্মী প্রসঙ্গে পরীমনির পাশে দাঁড়ালেন ন্যান্সি

‘যতই দেই তাদের খুশি করা যায় না’, গৃহকর্মী প্রসঙ্গে পরীমনির পাশে দাঁড়ালেন ন্যান্সি

 

ভারতীয় রিপোর্ট অনুসারে, তেলেগু সিনেমার পরিচিত মুখ ব্রহ্মানন্দম কান্নেগান্তি ভারতের সবচেয়ে বেশি সম্পদের মালিক। ব্রহ্মানন্দম তার অসাধারণ কমিক টাইমিংয়ের জন্য বিখ্যাত। বিভিন্ন সূত্র অনুযায়ী, তিনিই ভারতের সবচেয়ে ধনী কৌতুকশিল্পী, যার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা।

 

নিউজ ২৪ বিড-এর প্রতিবেদন অনুযায়ী, ব্রহ্মানন্দমের আনুমানিক মোট সম্পত্তির পরিমাণ ৫০৫ কোটি টাকা (৬০ মিলিয়ন ডলার), যদিও পলিটিক্যাল ডটকম এবং সিয়াসাত ডটকমের রিপোর্ট অনুসারে এই পরিমাণ ৪৯০ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে। ব্রহ্মানন্দমের মোট সম্পত্তির পরিমাণ কপিল শর্মা এবং জনি লিভারের মতো জনপ্রিয় কৌতুকশিল্পীদের চেয়েও বেশি। ভারতের অন্যান্য কমেডিয়ানদের মধ্যে কেউই তাঁর কাছাকাছি পৌঁছাতে পারেননি। ২০১২ সালে অনেক জনপ্রিয় নায়কের চেয়েও বেশি পারিশ্রমিক পেতেন ব্রহ্মানন্দম। এ বছরই সবচেয়ে বেশি সিনেমায় পর্দায় উপস্থিতির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে তার।

১ হাজারের বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

আরো পড়ুন
পরকীয়া বন্ধে যে আইন করতে চান অপু বিশ্বাস

পরকীয়া বন্ধে যে আইন করতে চান অপু বিশ্বাস

 

দ্বিতীয় স্থানে রয়েছেন কপিল শর্মা। তার মোট সম্পত্তির পরিমাণ ৩০০ কোটি টাকা। কমেডি সার্কাস দিয়ে সর্বাধিক জনপ্রিয়তা পাওয়া কপিল নিজের ‘কপিল শর্মা’ শো দিয়ে পৌঁছে যান খ্যাতির চূড়ায়। এরপর আর পেছনে তাকাতে হয়নি। অর্থ ও তারকাখ্যাতি প্রতিনিয়ত তার কাছে ধরা দিয়েছে। বর্তমানে ভারতের অন্যতম প্রভাবশালী তারকা তিনি।

অন্যদিকে চার দশক ধরে দর্শকদের হাসিয়ে আসা অভিনেতা জনি লিভারের সম্পত্তির পরিমান ২৮০ কোটির মতো। বাকী কমেডিয়ানদের সম্পদের পরিমান এই তিন কমেডিয়ানের চেয়ে অনেকটাই কম। এ প্রজন্মের জনপ্রিয় কমেডিয়ান বীর দাসের সম্পদের পরিমান ৮২ কোটি টাকা। রাজপাল যাদবের রয়েছে ৮০ কোটি টাকার সম্পদ।

মন্তব্য

সম্পর্কিত খবর

ঈদুল আজহা মাতাবে যেসব সিনেমা

ইমরুল নূর

ইমরুল নূর

ইমরুল নূর

ইমরুল নূর

শেয়ার
ঈদুল আজহা মাতাবে যেসব সিনেমা
সংগৃহীত ছবি

সিনেমা পাড়ায় এবারের ঈদ ছিল বেশ জমজমাট। পনেরো দিন পেরিয়ে গেলেও এখনও ঈদের সিনেমা দেখা নিয়ে চলছে উন্মাদনা, হলে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা। সারা বছর ধুকে ধুকে চলা সিনেমাহলগুলোও যেন প্রাণ ফিরে পেয়েছে, যার দরুণ হল মালিকেরাও দারুণ খুশি।

তার রেশ ধরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে আসন্ন ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ঘিরে।

অনেকেরই মত, ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও এই দর্শক উন্মাদনা বিরাজ করবে। জেনে নেওয়া যাক, এবারের ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ঢালিউড সিনেমাগুলো সম্পর্কে। ঈদুল আজহায় মুক্তির তালিকায় রয়েছে তাণ্ডব, নীলচক্র, ইনসাফ, টগর, পিনিক, এশা মার্ডার: কর্মফল ইত্যাদি।  

পূর্ব ঘোষণা অনুযায়ী আসন্ন ঈদকে ঘিরেই বড় আয়োজনে নির্মিত হচ্ছে ‘তাণ্ডব’।

এখন পুরোদমে চলছে সিনেমাটির শুটিং। এর মধ্য দিয়ে ‘তুফান’ সাফল্যের পর আবারো পর্দায় জুটি হয়ে আসছেন রায়হান রাফী ও শাকিব খান। স্বভাবতই এই সিনেমা নিয়ে দর্শক আগ্রহ থাকবে তুঙ্গে। সিনেমাটিতে শাকিব খান ছাড়াও একটি বিশেষ চরিত্রে (সাংবাদিক) থাকছেন জয়া আহসান।
নায়কের বিপরীতে কে থাকছেন, তা এখনও প্রকাশ্যে আনেন নি নির্মাতা।

এর নির্মাতা রায়হান রাফী কালের কণ্ঠকে জানান, কোরবানি ঈদ আমার জন্য খুব লাকি। সেই ধারাবাহিকতায় ‘তাণ্ডব’ কোরবানি ঈদেই আসছে। এখন পুরোদমে চলছে শুটিং। ‘তুফান’ এর পর দর্শক এখানে অন্যরকম এক শাকিব খানকে দেখতে পাবে, যেমনটা আগে কখনো দেখেনি।

 

এবার ঈদুল আজহায় দেখা যেতে পারে আরিফিন শুভকেও। দীর্ঘ অনেক বছর ঈদে তার দেখা মেলে নি, তবে এবার স্বরূপে হাজির হবেন তিনি। তার অভিনীত ‘নীলচক্র’ সিনেমাটি মুক্তির কথা রয়েছে। মিঠু খান পরিচালিত এ সিনেমায় আরিফিন শুভর সঙ্গে দেখা যাবে মন্দিরা চক্রবর্তীকে। 

কোরবানি ঈদকে ঘিরে নির্মিত হচ্ছে আরেক সিনেমা ‘ইনসাফ’। ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মাণ শুরু করলেও এখন এটি ঈদুল আজহাকে টার্গেট করেই এগোচ্ছে। ইতিমধ্যে সিনেমাটির ৯৫ ভাগ শুটিং শেষ বলে জানা গেছে। এই সিনেমার মধ্য দিয়ে অনেক দিন পর পর্দায় ফিরছেন শরিফুল রাজ। তার সঙ্গে পর্দায় হাজির হবেন মোশাররফ করিমও। সঞ্জয় সমদ্দার পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।

সঞ্জয় সমদ্দার কালের কণ্ঠকে জানান, ‘সিনেমার শুটিং একদম শেষের দিকে। ৯৫ ভাগ অংশের কাজ শেষ বলা যায়। দুই-তিন দিন শুটিং করলে ‘ইনসাফ’ এর ক্যামেরা ক্লোজ হবে। এখন পর্যন্ত পরিকল্পনা রয়েছে সিনেমাটি ঈদুল আজহাতে মুক্তি দেওয়ার।’

‘টগর’ নিয়ে আসন্ন ঈদে হাজির হবেন আদর আজাদ ও পূজা চেরি জুটি। ইতিমধ্যেই সিনেমাটির মুক্তি ঘিরে প্রচারণা শুরু করে দিয়েছেন তারা। এটি পরিচালনা করেছেন আলোক হাসান।

ঈদুল আজহায় মুক্তির তালিকায় রয়েছে ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটিও। আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছেন এর নির্মাতা সানী সানোয়ার। মার্ডার মিস্ট্রি গল্পে এই সিনেমাটিতে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ প্রমুখ। 

সানী সানোয়ার কালের কণ্ঠকে বলেন, ‘আমরা পুরোদমে চেষ্টা করছি আসন্ন ঈদে মুক্তি দেওয়ার। এখনো দুই দিনের শুটিং বাকি রয়েছে, এছাড়া বাকি অংশটুকুর পোস্ট প্রডাকশনের কাজ চলছে দ্রুত গতিতে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা গুছিয়ে নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই ঈদে দেখা হবে।’

ঈদুল আজহায় মুক্তি পেতে পারে আদর আজাদ অভিনীত ‘পিনিক’। জাহিদ জুয়েল পরিচালিত এ সিনেমায় আদরের বিপরীতে দেখা যাবে শবনম বুবলীকে। অন্যদিকে জিয়াউল রোশান অভিনীত দুই সিনেমা ‘পুলসিরাত’ ও ‘জামদানি’র কথাও শোনা গেছে। তবে এই সিনেমাগুলো নিয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেননি নির্মাতারা।

মন্তব্য

নিয়মিত নামাজ পড়লে চেহারায় সৌন্দর্য থাকে : প্রিয়াঙ্কা জামান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
নিয়মিত নামাজ পড়লে চেহারায় সৌন্দর্য থাকে : প্রিয়াঙ্কা জামান
প্রিয়াঙ্কা জামান

দেশের শোবিজ অঙ্গনে অন্যতম পরিচিত মুখ প্রিয়াঙ্কা জামান। নানা অবতারে নিজেকে মেলে ধরেন এ মডেল ও অভিনেত্রী। পাশাপাশি উপস্থাপনা, অভিনয়সহ নিজেকে নানা কাজে ব্যস্ত রাখেন তিনি। তবে শুধু অভিনয়ই নয়, ব্যক্তিগত জীবনে ধর্মকেও প্রধান্য দেন এ অভিনেত্রী।

বিশেষ করে ধর্মীয় দায়িত্ব নিয়মিত পালন করতে অলসতা নেই তার। পাঁচ ওয়াক্ত নামাজ-রোজার মধ্যে থাকেন, বাদ দেন না তাহাজ্জুদও।

অভিনেত্রীর মতে, নিয়মিত নামাজের মধ্যে থাকেন বলেই নিজের রূপ ধরে রাখতে পারেন তিনি। নামাজ পড়লে চেহারায় সৌন্দর্য ফুটে ওঠে।

আরো পড়ুন
এমন দমবন্ধ করা পহেলা বৈশাখ দেখিনি : শাওন

এমন দমবন্ধ করা পহেলা বৈশাখ দেখিনি : শাওন

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, একটি ইভেন্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলছেন প্রিয়াঙ্কা। সেখানে নিজের রূপের রহস্য প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার সৌন্দর্যের পেছনে বিশেষ কিছু নেই। আমি ভালো মন নিয়ে সবার সঙ্গে চলার চেষ্টা করি। তাহাজ্জুদ ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি।

আমার বিশ্বাস, যে নামাজ পড়ে, তার চেহারায় এমনিতেই একটা নূর চলে আসে, সৌন্দর্য ফুটে ওঠে।’

ব্যক্তিজীবনে এখনো অবিবাহিত প্রিয়াঙ্কা। বেশ কিছুদিন আগে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বিয়ের জন্য ধার্মিক পাত্র খুঁজছেন। এমন কাউকে পেলে অভিনয়ও ছেড়ে দেবেন।’ 

আরো পড়ুন
অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন

অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন

 

২০১৩ সালে বাংলাদেশ টেলিভিশনের চলচ্চিত্রভিত্তিক অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন প্রিয়াঙ্কা জামান।

এর পর থেকে নিয়মিতভাবে নাটকে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্র ও জনপ্রিয় সংগীতশিল্পীদের মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে দেখা গেছে তাকে। সম্প্রতি তিনি বড় পর্দায় অভিনয় করেও আলোচনায় আসেন।

মন্তব্য

জংলির প্রশংসায় পঞ্চমুখ বরবাদের পরিচালক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
জংলির প্রশংসায় পঞ্চমুখ বরবাদের পরিচালক
‘বরবাদ’ পরিচালক মেহেদী হাসান হৃদয় (বামে)

সুবাতাস বইছে ঢাকার সিনেমার। এবারের ঈদে বিভিন্ন ঘরানার সিনেমা মুক্তি পেয়েছে। ঈদে দর্শকদের কাঁপিয়ে দিয়েছে শাকিব খানের ‘বরবাদ’। গল্প, অভিনয় আর বিগ স্কেলের এই সিনেমা রীতিমতো তাণ্ডব দেখিয়েছে প্রেক্ষাগৃহে।

ঈদের অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে সিয়াম-বুবলীর জংলি। এই সিনেমাটি ঘিরেও দর্শকদের অভিব্যক্তি প্রশংসনীয়। অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেন সিয়ামের জংলি দেখে। এবার খোদ ‘বরবাদ’ নির্মাতার মুখেই শোনা গেল জংলির প্রশংসা।

আরো পড়ুন
সাইফের ওপর হামলায় চাঞ্চল্যকর তথ্য, আঙুলের ছাপ মিলছে না শরিফুলের

সাইফের ওপর হামলায় চাঞ্চল্যকর তথ্য, আঙুলের ছাপ মিলছে না শরিফুলের

 

বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেছেন, ‘খুব সুন্দর একটা সিনেমা দেখলাম। দেখতে দেখতে কখন যে ইমোশনাল হয়ে গেছি আসলে বলার মতো না। সবাই ভাল করেছে। বিশেষ করে সিয়াম ভাইকে একদম আলাদাভাবে দেখসি।

দীঘিকে, বুবলী আপুকে। অসম্ভব ভাল করেছেন। আমি বিশ্বাস করেছি প্রতিটা চরিত্র। গল্পের সঙ্গে যে জার্নিটা করার কথা ছিল কোথাও ব্যাঘাত ঘটেনি।’

দেখুন সম্পূর্ণ ভিডিওটি : 

 

মন্তব্য

‘দীপিকার সঙ্গে রণবীর নিজের মতো থাকতে পারছিল না’, কেন বলেছিলেন অভিনেতার মা?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘দীপিকার সঙ্গে রণবীর নিজের মতো থাকতে পারছিল না’, কেন বলেছিলেন অভিনেতার মা?
সংগৃহীত ছবি

বলিউডে পা রেখেই রণবীর কাপুরের প্রেমে পড়েছিলেন দীপিকা পাডুকোন। ‘বাচনা অ্যায় হাসিনো’ সিনেমাতে কাজ করতে গিয়ে দুজনের প্রেমের সূত্রপাত ঘটে। এরপর তার গোপনে চুটিয়ে প্রেম করলেও সেই সম্পর্কের আয়ু খুব বেশি দিন ছিল না। তা নিয়ে বলিপাড়ায় চর্চাও কম হয়নি।

 

রণবীরের প্রেমে দীপিকা এতটাই মজেছিলেন যে, তার নামের আদ্যক্ষর দিয়ে নিজের ঘাড়ে ট্যাটু পর্যন্ত করেছিলেন নায়িকা। এত কিছুর পরেও অভিনেতার মন পাননি দীপিকা। অভিযোগ, রণবীর নাকি ঠকিয়েছেন তাকে। দীপিকার সঙ্গে প্রেম ভাঙার পর থেকে ‘ক্যাসানোভা’ তকমা পান রণবীর।

যদিও তা মানতে নারাজ রণবীরের মা নীতু সিং। উল্টো দীপিকার খুঁত বের করলেন তিনি। 

রণবীরের সঙ্গে বিচ্ছেদের পরে করণ জোহরের ‘কফি উইথ করণ’- শোতে হাজির হয়েছিলেন দীপিকা। সঙ্গে ছিলেন সোনম কাপুর।

শোনা যায়, ‘সাওয়ারিয়া’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল রণবীর ও সোনমের মধ্যে। তবে সেই সম্পর্কও স্বল্পায়ু। কফি কাউচে বসে রণবীরের বিষয়ে জমিয়ে সমালোচনা করেছিলেন সোনম ও দীপিকা। ওই অনুষ্ঠানেই দীপিকা মন্তব্য করেন যে, ‘কনডম সংস্থার হয়ে বিজ্ঞাপন করা উচিত রণবীরের।’ এসময় দীপিকার কথায় সায় দেন সোনমও।

পরে ‘কফি উইথ করণ’ শোয়ের ওই পর্ব সম্প্রচার হলে দীপিকার মন্তব্যে কিছুটা অবাক হয়েছিলেন রণবীর। পরবর্তীকালে এক সাক্ষাৎকারে ছেলের হয়ে খানিক সাফাই গেয়ে অভিনেতার মা নীতু বলেন, ‘আমার ছেলের প্রেমিকা বলতে একজনই ছিল, সেটা দীপিকা। যদিও ওদের সম্পর্কে একটা খামতি ছিল। আমার ছেলে নিজের মতো থাকতে পারছিল না। সম্পর্কটা ভাঙার ছিল। প্রত্যেকেরই সম্পর্ক হয়, সেটা ভাঙে। মানুষ জীবনে এগিয়ে যায়। যদি সম্পর্কে সব কিছু ঠিকই থাকত তা হলে নিশ্চয় সেটা ভাঙত না।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ