ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬
জোকস

পাত্রী দেখতে গিয়ে বিল্টুর কাণ্ড!

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পাত্রী দেখতে গিয়ে বিল্টুর কাণ্ড!
সংগৃহীত ছবি

পাত্রীর মা : তুমি কী কাজ করো বাবা?

বিল্টু : আমি পাইলট।

পাত্রীর মা : কোন সংস্থার পাইলট তুমি?

আরো পড়ুন
আগের ১০ আসরে ১৫ কোটি, এবারের বিপিএলেই ১২ কোটি টাকার টিকিট বিক্রি

আগের ১০ আসরে ১৫ কোটি, এবারের বিপিএলেই ১২ কোটি টাকার টিকিট বিক্রি

 

বিল্টু : বিয়ে বাড়িতে রিমোট দিয়ে ড্রোন ওড়াই।

পাত্রীর মা সঙ্গে সঙ্গে বেহুঁশ!

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

নারিকেল গাছে ঘাস কাটতে উঠল বিল্টু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নারিকেল গাছে ঘাস কাটতে উঠল বিল্টু
প্রতীকী ছবি

মালিক : এই বিল্টু, তুই আমার নারিকেল গাছে কেন?

বিল্টু : গরুর জন্য ঘাস কাটতে উঠেছি।

মালিক : তোর কি মাথা খারাপ, নারিকেল গাছে ঘাস পাবি কই?

বিল্টু : ঘাস পাইনি, তাই তো নামছি।

পরদিন আবারও বিল্টু গেল চুরি করতে। আবারো মালিক দেখে ফেলল...

মালিক : তুই আবার গাছে উঠেছিস কেন?

বিল্টু : না, কাল ঘাস কাটার কাচিটা ফেলে গেছিলাম।

প্রাসঙ্গিক
মন্তব্য

ছাগল নিয়ে বাড়ি ফিরল বিল্টু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ছাগল নিয়ে বাড়ি ফিরল বিল্টু
সংগৃহীত ছবি

বিল্টু রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। কিছুদিন পর সে একটি ছাগল নিয়ে বাড়ি ফিরল। এটা দেখে বিল্টুর স্ত্রী বলল—

বিল্টুর স্ত্রী : ওই বদমাশটাকে নিয়ে এলে কেন?

বিল্টু : বদমাশ বলছ কেন, দেখছ না এটা ছাগল!

বিল্টুর স্ত্রী : আমি তো ছাগলকেই জিজ্ঞেস করেছি।

আরো পড়ুন
নিলামে প্রতি কেজি পেঁয়াজের দাম ৭ টাকা

নিলামে প্রতি কেজি পেঁয়াজের দাম ৭ টাকা

 

একটা চিঠি পোস্ট করতে পোস্ট অফিসে গেছে বিল্টু।

সেখানকার কর্মকর্তা তাকে জিজ্ঞাসা করছে—

কর্মকর্তা : চিঠিটা যদি দ্রুত পৌঁছাতে চান, খরচ পড়বে ৪০ টাকা। আর যদি স্বাভাবিক নিয়মেই পাঠাতে চান, তাহলে খরচ পড়বে ৫ টাকা।

বিল্টু : সমস্যা নেই, আমার তেমন কোনো তাড়া নেই। প্রাপক তার জীবদ্দশায় চিঠিটা পেলেই হলো।

কর্মকর্তা : তাহলে আপনাকে ৪০ টাকাই দিতে হবে!

প্রাসঙ্গিক
মন্তব্য

বউকে নিয়ে বিল্টু ও বন্ধুর মজার তিনটি জোকস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বউকে নিয়ে বিল্টু ও বন্ধুর মজার তিনটি জোকস
প্রতীকী ছবি

বিল্টু ও তার বন্ধু পার্কে বসে গল্প করছে

বিল্টু: মানুষের মস্তিষ্ক ২৪ ঘণ্টা কাজ করে কিন্তু মাত্র দুই বার বন্ধ হয়ে যায়।

বিল্টুর বন্ধু: কখন কখন?

বিল্টু: প্রথমটা পরীক্ষার সময় এবং দ্বিতীয়টা স্ত্রী পছন্দের সময়।


বিল্টুর বন্ধু: বন্ধু, মাথায় খুব ব্যথা।

বিল্টু: মাথা ব্যথা হলে বউয়ের সঙ্গে কিছুক্ষণ কথা বল।

বিল্টুর বন্ধু: কেন?

বিল্টু: শুনিসনি, বিষে বিষ মরে।


বিল্টুর বন্ধু: কীরে বিল্টু, মুখ গোমরা করে রেখেছিস কেন?

বিল্টু: কী আর বলব বল? নিজের বাড়ির লোকজনই যখন মাথা খারাপ করে রাখে?

বিল্টুর বন্ধু: ঘটনা কি খুলে বল?

বিল্টু: বাড়ির বাইরে সময় কাটালে বলে বাউণ্ডুলে-আওয়ারা, আর বাড়িতে থাকলে বলে ঘরকুনো, অকর্মার ধারী!

প্রাসঙ্গিক
মন্তব্য

কবি, সাংবাদিক ও শিক্ষকের হাসির তিন জোকস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কবি, সাংবাদিক ও শিক্ষকের হাসির তিন জোকস
সংগৃহীত ছবি

তরুণ কবি : কিছু দুর্দান্ত কবিতা লিখে এনেছি। একটা বই যদি প্রকাশ করতেন।
প্রকাশক : বিয়ে করেছেন?
কবি : না।
প্রকাশক : বিয়ে করে তার পরে আসবেন।


কবি : কেন?
প্রকাশক : আপনার বইয়ের অন্তত একজন পাঠক তো চাই।


সাংবাদিক : ৮০ বছর বয়সেও আপনি আপনার স্ত্রীকে প্রিয়তমা বলে ডাকেন। এই ভালোবাসার রহস্য কী?
বৃদ্ধ : বাবা, ২০ বছর আগে আমি ওনার নাম ভুলে গিয়েছিলাম, জিজ্ঞাসা করার সাহস হয়নি, তাই আমি বলি প্রিয়তমা।

শিক্ষক : ১৫টি ফলের নাম বল?
ছাত্র : পেয়ারা
শিক্ষক : ভালো হয়েছে।


ছাত্র : আম
শিক্ষক : তারপর?
ছাত্র : আপেল
শিক্ষক : আরো ১২টি বলতে হবে দ্রুত বলো।
ছাত্র : এক ডজন কলা।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ