<p style="text-align:justify">টানা ২০ বছর ধরে একই অফিসে কাজ করেন এক ব্যক্তি। এক দিন কাজের ফাঁকে ক্লান্ত হয়ে ডেস্কের ওপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। এ ঘটনার দুই সপ্তাহ পর অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে চাকরিচ্যুত করেন।</p> <p style="text-align:justify">এরপর আদালতের দ্বারস্থ হন ওই ব্যক্তি। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বরখাস্ত করার জন্য ওই প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণ হিসেবে ব্যয় করতে হয়েছে।</p> <p style="text-align:justify">ঘটনাটি চিনের জিয়াংঝু প্রদেশের। ওই ব্যক্তির নাম ঝাং। ২০ বছর ধরে সেখানকার এক রাসায়নিক প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি। দুই সপ্তাহ আগে অফিসের ডেস্কে মাথা রেখে ঘুমিয়ে পড়ার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। প্রতিষ্ঠানটি বলেছে, অফিসে ঘুমিয়ে চাকরির শর্ত লঙ্ঘন করেছেন ঝাং। তাই তাকে বরখাস্ত করা হয়।</p> <p style="text-align:justify">এরপর আদালতে গিয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন ঝাং। আদালত জানান, অফিসে ঘুমিয়ে পড়া এমন কোনো গুরুতর অপরাধ নয়, যার জন্য কাউকে চাকরিচ্যুত করতে হবে।</p> <p style="text-align:justify">উল্টো ওই প্রতিষ্ঠানটিকে আদালত নির্দেশ দেন, ভুক্তভোগী ব্যক্তিকে মোটা টাকা ক্ষতিপূরণ দিতে। ক্ষতিপূরণের অঙ্কও বড়। ঝাংকে ক্ষতিপূরণ হিসেবে ৩ লাখ ৫০ হাজার ইউয়ান দিতে হয়, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৭ লাখ টাকার সমান।</p>