<p>জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ সম্প্রতি বাংলাদেশের যুবসমাজকে ক্ষমতায়ন এবং ক্রীড়াক্ষেত্রে নেতৃত্ব বিকাশের লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে একটি আইডিয়া এক্সচেঞ্জ সেশন আয়োজন করেছে। ‘রোড টু গ্লোরি’ শীর্ষক এই আলোচনাসভাটি গুলশানের ক্লাব জেসিআই লিমিটেডে অনুষ্ঠিত হয়।</p> <p>আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল এবং সহসভাপতি ফাহাদ করিম। </p> <p>ফাহাদ করিম বাংলাদেশের ফুটবলের ইতিবাচক ভাবমূর্তি গঠনের গুরুত্ব এবং তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। </p> <p>এদিকে তাবিথ আউয়াল ফুটবলের উন্নয়নে ফেডারেশনের দৃষ্টিভঙ্গি ও দেশের বিভিন্ন স্থানে ফুটবল অবকাঠামো উন্নয়নের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন।</p> <p>জেসিআই বাংলাদেশের জাতীয় গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় সভাপতিরা সেশনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং বিএফএফের সাথে যৌথভাবে কাজ করার মাধ্যমে দেশের ফুটবলের গোল্ডেন এজ পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। জেসিআই বাংলাদেশের জাতীয় সভাপতি ইমরান কাদির কিভাবে যুব নেতৃত্বকে উন্নত করার মাধ্যমে ফুটবলের অগ্রগতি ঘটানো যায়, সে বিষয়ে কৌশলগত দিক নির্দেশনা দেন। জাতীয় কোষাধ্যক্ষ মি. কাজী ফাহাদ তরুণ প্রজন্মের মধ্যে ফুটবলের জনপ্রিয়তা এবং এই খেলাটিকে প্রচার ও প্রসারে জেসিআই সদস্যদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।</p> <p>অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএফএফ সদস্য মি. মনজুরুল করিম এবং জেসিআই বাংলাদেশের নির্বাহী সহসভাপতি মি. আরেফিন রাফি আহমেদ।</p> <p>এই উদ্যোগ জেসিআই বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে যুব নেতৃত্ব এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রতিশ্রুতিকে তুলে ধরে।</p>