ঢাকা, শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

প্রথমবারের মতো বাংলাদেশ বিমান ভাড়া করলো জাতিসংঘ

বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক
শেয়ার
প্রথমবারের মতো বাংলাদেশ বিমান ভাড়া করলো জাতিসংঘ

জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের শান্তিরক্ষীদের বহন করতে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী -বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চাটার্ড করল জাতিসংঘ সদরদপ্তর। এই চাটার্ড ফ্লাইটে বাংলাদেশি শান্তিরক্ষীরা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মিনুসকা মিশনে যোগ দেবেন। 

তিন দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অমূল্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশি শান্তিরক্ষী পরিবহনে দেশটির নিজস্ব বিমান চাটার্ড করল জাতিসংঘ। আর বিষয়টিকে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘে বাংলাদেশ মিশন।

 

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের চাটার্ড ফ্লাইটটি বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর ১৭৯ জন শান্তিরক্ষীকে নিয়ে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুইয়ের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এই কন্টিনজেন্টের মধ্যে রয়েছে আর্মড ইউটিলিটি হেলিকপ্টার ইউনিট এর ১২৫ জন সদস্য, কুইক রিঅ্যাকশন ফোর্স কোম্পানীর অগ্রবর্তীদলের ২০ জন সদস্য এবং কোভিট-১৯ এর কারণে আটকে পড়া মিনুসকা মিশনের ৩৪ জন শান্তিরক্ষী। ফ্লাইটটি ২৯ মে সকালে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইতে পৌঁছানোর কথা রয়েছে।

বর্তমানে ছয় হাজার ৫৪৩ জন বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের ৯টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত রয়েছেন যার মধ্যে এক হাজার ৬১ জন বাংলাদেশী শান্তিরক্ষী সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের দায়িত্ব পালন করছেন।

  জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশন জাতিসংঘ সদরদপ্তরের সাথে বিমান চাটার্ড সংক্রান্ত এই চুক্তি স্বাক্ষর, সার্বিক সমন্বয় ও নিবিড় যোগাযোগ রক্ষা করে।

মন্তব্য

গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখার আশা ভারতের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখার আশা ভারতের
ছবি : ভিডিও থেকে নেওয়া

থাইল্যান্ডের ব্যাঙ্ককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। আজ শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে উভর দেশের কর্তৃপক্ষ।

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন নিয়ে শুক্রবার ব্যাঙ্ককে ভারতের পক্ষ থেকে সংবাদ ব্রিফিং করা হয়েছে। এ সময় দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের বিষয়টিও আলোকপাত করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রি বলেন, ‘নিয়মিত বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে প্রফেসর ইউনূসের কাছে নিজের ভাবনা ব্যক্ত করেছেন।’

বৈঠকের উদ্ধৃতি দিয়ে বিক্রম মিশ্রি আরো বলেন, ‘আশা প্রকাশ করছি যে, সামনে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিশীল বাংলাদেশ দেখতে পারব। এ ক্ষেত্রে নির্বাচনের তো বড় ভূমিকা রাখে।

এ সময় শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েও প্রশ্ন করা হয়। তবে সেটি নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করলেও বিস্তারিত বলতে চাননি বিক্রম মিশ্রি।

আরো পড়ুন
‘সম্পর্কে প্রভাব ফেলে’ এমন বক্তব্য এড়িয়ে চলতে ড. ইউনূসকে অনুরোধ মোদির : বিক্রম মিশ্রি

‘সম্পর্কে প্রভাব ফেলে’ এমন বক্তব্য এড়িয়ে চলতে ড. ইউনূসকে অনুরোধ মোদির : বিক্রম মিশ্রি

 

বিক্রম মিশ্রি বলেন, ‘সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা জানানো হয়েছে।

বাংলাদেশ এ বিষয়ে নিজেদের মতো করে ব্যবস্থা নেবে।’

মন্তব্য

কাপাসিয়ায় ‘আপন দুলাল’ নাটক মঞ্চায়ন বাতিলের সংবাদে যা জানাল পুলিশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কাপাসিয়ায় ‘আপন দুলাল’ নাটক মঞ্চায়ন বাতিলের সংবাদে যা জানাল পুলিশ
ফাইল ছবি

গাজীপুরের কাপাসিয়ায় ‘আপন দুলাল’ নাটকের মঞ্চায়ন বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে নাটকটি মঞ্চায়িত হওয়ার কথা ছিল। স্থানীয় মুসল্লিদের বাধায় নাটকটির মঞ্চায়ন বাতিল হয় বলে খবর প্রকাশ হয়। তবে পুলিশ সদর দপ্তর বলছে, স্থানীয় বিএনপি ও যুবদল নেতাদের মধ্যে ‘ঝামেলা সৃষ্টির আশঙ্কায়’ সমঝোতার মাধ্যমে  নাটক মঞ্চস্থ স্থগিত করা হয়।

আজ শুক্রবার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার গাজীপুর জেলার কাপাসিয়া থানার রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হকের নেতৃত্বে বাজারের লোকজন মিলে ঈদকে সামনে রেখে “আপন দুলাল” নাটকটি মঞ্চায়িত করার জন্য মহড়া করে। উক্ত নাটকটি স্থানীয় বিএনপির জুনিয়র নেতৃবৃন্দ আয়োজন করার কারণে স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের সাথে ঝামেলার সৃষ্টির আশঙ্কায় উভয়পক্ষের সমঝোতার মাধ্যমে নাটক মঞ্চস্থ স্থগিত করা হয়।

এতে মঞ্চ ভাঙ্গার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নাটকে অংশগ্রহণকারীরা বিএনপির স্থানীয় জুনিয়র ও সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের আশঙ্কা হওয়ায় সমঝোতার ভিত্তিতে নাটকটি মঞ্চস্থ করা হতে বিরত থাকে।

পুলিশ সদর দপ্তর বলছে, সংবাদপত্রে রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম ও খতিব আজিজুল হকের যে উদ্ধৃতি প্রকাশ করা হয়েছে সেটি তিনি বলেননি বলে জানান।

নাটক আয়োজনের সঙ্গে যুক্ত স্থানীয় নাট্যকর্মী খন্দকার অশাহাদাত হোসেন ভিযোগ করে বলেছিন, গত বুধবার রাতে তাঁরা বাজারে বসেছিলেন। এ সময় সেখানে রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম মো. আজিজুল হক তুষার, মসজিদের সভাপতি মো. সিরাজুল ইসলামসহ কয়েকজন মুসল্লি এসে তাদেরকে নাটক মঞ্চায়ন করতে নিষেধ করেন। চিরদিনের জন্য এখানে নাটক বন্ধ রাখার নির্দেশ দেন।

বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে নাটকের জন্য তৈরি মঞ্চ ও প্যান্ডেল খুলে নিয়ে যায় ডেকোরেটরের লোকজন। 

প্রাসঙ্গিক
মন্তব্য

ঈদের ছুটিতে দুদিনে ২ হাজারের বেশি রোগীকে সেবা দিয়েছে বিএমইউ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঈদের ছুটিতে দুদিনে ২ হাজারের বেশি রোগীকে সেবা দিয়েছে বিএমইউ
সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতরের ছুটির দিনগুলোতে যাতে চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি না হয় সে জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির বহির্বিভাগ রোগীদের সুবিধার্থে ২৯ মার্চ (শনিবার) ও ২ এপ্রিল (বুধবার) খোলা ছিল। দুদিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে দুই হাজারেরও বেশি রোগীকে চিকিৎসাসেবা দেন বিএমইউ’র চিকিৎসকরা। 

শুক্রবার (৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএমইউ কর্তৃপক্ষ।

এতে জানানো হয়, ছুটির দিনগুলোতে হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা আছে এবং সেখানে ইনডোরে চিকিৎসাধীন রোগীদের ও জরুরি বিভাগে আসা রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু রয়েছে।

ছুটির সময়সহ প্রায় প্রতিদিনই ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম হাসপাতালে এসেছেন এবং রোগীদের চিকিৎসাসেবার খোঁজ-খবর নিয়েছেন। 

এ সময় বিএমইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন, শিশু হেমাটোলজি অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনোয়ারুল করিম, শিশু নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ সাইমুল হক, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান সুমন, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মো. আবু নাসের, ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব-১ ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব, ভাইস-চ্যান্সেলের একান্ত সচিব-২ মো. লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে ঈদের দিন ভাইস-চ্যান্সেলরের নির্দেশে বিএমইউতে চিকিৎসাধীন ছাত্র জনতার অভ্যুত্থানে আহত যোদ্ধারাসহ সব রোগীদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়। এছাড়া ঈদের দিন ভাইস-চ্যান্সেলর শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ, শিশু নেফ্রোলজি বিভাগে চিকিৎসাধীন শিশুদের ঈদের উপহার দেন। এছাড়াও বিএমইউতে চিকিৎসাধীন ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত যোদ্ধাদেরও সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বহির্বিভাগ বন্ধ থাকবে ২৮, ৩০, ৩১ মার্চ এবং ১, ৩ ও ৪ এপ্রিল।

এর মধ্যে পবিত্র শবে ক্বদর উপলক্ষে ২৮ মার্চ (শুক্রবার) এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে ৪ এপ্রিল (শুক্রবার) বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে ২৯ মার্চ (শনিবার) থেকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।

এছাড়া পবিত্র ঈদুল ফিতরের ঈদের জামাত ঈদের দিন ৩১ মার্চ (সোমবার) সকাল ৮টায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল আহাদ। পবিত্র ঈদ জামাতে সালাত আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।

 

পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলররা, কোষাধ্যক্ষ সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সব শিক্ষক; সকাল সাড়ে ৯টা মিনিট থেকে সাড়ে ১০টা পর্যন্ত সব চিকিৎসক, কর্মকর্তা, নার্সিং অফিসার, রেসিডেন্টরা এবং সকাল ১০টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত সব কর্মচারীদের সঙ্গে বি ব্লকের শহীদ ডা. মিলন হলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এদিন প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের অফিস, বিভাগসহ হাসপাতাল সম্পূর্ণভাবে খোলা থাকবে।.

প্রাসঙ্গিক
মন্তব্য

ড. ইউনূসের সঙ্গে বিমসটেক মহাসচিবের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ড. ইউনূসের সঙ্গে বিমসটেক মহাসচিবের সাক্ষাৎ
ছবি : প্রধান উপদেষ্টার দপ্তর

বিমসটেকের মহাসচিব ইন্দ্র মণি পান্ডে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ শুক্রবার থাইল্যান্ডের ব্যাঙ্ককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে সাক্ষাৎ হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

বৈঠকের ছবি প্রধান উপদেষ্টার দপ্তর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছে।

আরো পড়ুন
ড. ইউনূসের সঙ্গে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বৈঠক

ড. ইউনূসের সঙ্গে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বৈঠক

 

উল্লেখ্য, আগামী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ