সিসিএনএফ আয়োজিত ওয়েবিনারে বক্তারা

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক শক্তিগুলোর তৎপরতা জোরদারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক শক্তিগুলোর তৎপরতা জোরদারের আহ্বান

কক্সবাজার সিএসও এনজিও ফোরাম (সিসিএনএফ) আয়োজিত ওয়েবিনারে বক্তারা বলেছেন, রোহিঙ্গা সঙ্কটের চূড়ান্ত সমাধান হলো মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল প্রত্যাবাসন এবং তা নিশ্চিত করতে মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক শক্তিগুলোর তৎপরতা জোরদার করতে হবে। একইসঙ্গে তাদের প্রত্যাবাসনের আগ পর্যন্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক মর্যাদা ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সামাজিক সংহতি নিশ্চিত এবং ক্ষতিগ্রস্ত পরিবেশ পুনরুদ্ধার করতে হবে।

রবিবার বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে ‘ওয়ার্ল্ড রিফিউজি ডে: টুগেদার উই হিল, লার্ন অ্যান্ড শাইন’ শীর্ষক এই ওয়েবিনারটি সঞ্চালনা করেন সিসিএনএফের দুই কো-চেয়ার কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী ও পালসের নির্বাহী পরিচালক আবু মোর্শেদ চৌধুরী। বক্তৃতা করেন আইওএমের প্রতিনিধি মানুয়েল মনিজ পেরেইরা, এনজিও প্ল্যাটফর্মের সমন্বয়কারী পিয়াস মুলোনজ্যা, বাংলাদেশে ইউএনএইচসিআর-এর উপ-প্রতিনিধি সু চিন রে, ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান, মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার, হেল্প কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, নারীপক্ষের শিরীন হক, দুর্যোগ ফোরামের গওহর নঈম ওয়াহরা প্রমূখ।

আলোচনায় রেজাউল করিম চৌধুরী, রোহিঙ্গা প্রতিক্রিয়ার জন্য যেহেতু তহবিল হ্রাস পাচ্ছে, তাই আমাদের ন্যূনতম খরচেই সর্বাধিক পরিষেবা নিশ্চিত করার কৌশল নিয়ে ভাবতে হবে। সহায়তার স্বচ্ছতা এবং সহায়তার স্থানীয়করণের পাশাপাশি আমাদের তৃতীয় দেশ প্রত্যাবাসন নিয়েই উদ্যোগ নিতে হবে। প্রতিবেশি দেশগুলির সমর্থন নিশ্চিত করতে কূটনৈতিক যোগাযোগ প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

আবু মোর্শেদ চৌধুরী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর টেকসই প্রর্ত্যাবাসন নিশ্চিত করার মূল দায়িত্ব মিয়ানমারের।

শুধু মানবিক সহায়তাতেই সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক সম্প্রদায়কে মায়ানমারের উপর চাপ প্রয়োগের প্রচেষ্টা দ্বিগুণ করা উচিত। জাতিসংঘের উদ্যোগের পাশাপাশি সরকারী কূটনীতি, বিকল্প কূটনীতি তথা ’ট্র্যাক টু’ কূটনীতি এবং সুশীল সমাজেরও কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন।

ম্যানুয়েল মনিজ পেরেইরা বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তার উপর সম্পূর্ণ নির্ভরতা টেকসই সমাধান নয়। রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে চাহিদা ভিত্তিক অর্থনৈতিক সহযোগিতা ও যোগাযোগ প্রতিষ্ঠা প্রয়োজন।

বনায়নের উপর যথাসম্ভব জোর দেওয়ার আহ্বান জানান তিনি।

পিয়াস মুলোনজ্যা বলেন, কার্যকরভাবে রোহিঙ্গা প্রতিক্রিয়া পরিচালনার জন্য স্থানীয়-জাতীয় এনজিও এবং আইএনজিওগুলির একে অপরের সাথে সুসম্পর্ক এবং আস্থা থাকতে হবে।

সু জিন রে বলেন, গত দশ বছরে শরণার্থীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। বাংলাদেশ এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গার জন্য দরজা উন্মুক্ত করেছে, যা সত্যই প্রশংসিত। স্থানীয় জনগণের ত্যাগ প্রশংসনীয়, এখন আমাদের প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গা জনগণের মর্যাদা নিশ্চিত করা দরকার।

আরিফুর রহমান বলেন, পাচার একটি সংঘবদ্ধ অপরাধ। প্রভাবশালীসহ অনেক মানুষ রোহিঙ্গা মানুষকে পাচারের শিকার হতে নানা প্রলোভন দেখাচ্ছে। এ সম্পর্কে সচেতনতা বাড়ানো দরকার।

মন্তব্য

সম্পর্কিত খবর

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল নির্বাচন কমিশন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল নির্বাচন কমিশন
সংগৃহীত ছবি

চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল রবিবার (২ মার্চ) প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে গত বছর শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হবে জুনে। আইনি জটিলতা থাকলেও নির্বাচনের তফসিলের আগ পর্যন্ত যারা ভোটার হবেন তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে চায় নির্বাচন কমিশন।

আরো পড়ুন
পাওনা টাকা নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

পাওনা টাকা নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

 

চলতি বছরের ২ জানুয়ারি ২০২৪ সালে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

এতে নতুন করে যুক্ত হয় আরো ১৮ লাখ ৩৩ হাজার ভোটার। এতে সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ কোটি ৩৭ লাখে। আপত্তি শুনানি শেষে আগামীকাল ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

তবে প্রত্যাশিত সংখ্যায় নতুন ভোটার অন্তর্ভুক্ত না হওয়ায় এবং মৃত ভোটার বাদ না যাওয়ায় এই তালিকা অসংগতিপূর্ণ জানিয়ে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের কাজ শুরু করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।

২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে, তারাও এবার অন্তর্ভুক্ত হচ্ছেন।

আরো পড়ুন
পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, মূল হোতা মাসুদ গ্রেপ্তার

পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, মূল হোতা মাসুদ গ্রেপ্তার

 

নির্বাচন কমিশন বলছে, হালনাগাদ সঠিকভাবে হলে প্রায় ৬২ লাখ নতুন ভোটার যুক্ত হবে তালিকায়। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন ভোটার এবং বাদ পড়া ভোটার মিলিয়ে রেজিস্ট্রেশন করেছেন ৫৪ লাখ ৯২ হাজার নাগরিক। এদিকে মৃত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ১৭ লাখ।

ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতিবছর হালনাগাদ শেষে ২ মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। সে অনুযায়ী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে যে হালনাগাদ শুরু হয়েছে তাতে এই তালিকার খসড়া প্রকাশ হওয়ার কথা ২০২৬ সালের জানুয়ারিতে। সে ক্ষেত্রে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে ২০২৪ সালের তালিকা যা মার্চের দুই তারিখ প্রকাশ হবে তা নিয়েই ভোট করতে হবে কমিশনকে।

আরো পড়ুন
ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রী

ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রী

 

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ভোটার নিবন্ধন আইনে সংশোধনী আনা হবে। তবে কোন তারিখ পর্যন্ত সময় দেওয়া হবে নতুন ভোটারদের তা ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসি সচিব আরো জানান, ৩০ জুনের মধ্যে নতুন তালিকা প্রস্তুত করা হবে।

মন্তব্য

সারা দেশে রাতে ২ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সারা দেশে রাতে ২ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা
সংগৃহীত ছবি

সারা দেশে আগামী দুই দিন তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আগামী দুই দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে। 

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আজ শনিবার সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতে ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে।

এ ছাড়া আগামীকাল রবিবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরদিন সোমবার সারা দেশে দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। 

আরো পড়ুন
ইসরায়েলের কাছে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র ও বুলডোজার বিক্রি করবে যুক্তরাষ্ট্র

ইসরায়েলের কাছে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র ও বুলডোজার বিক্রি করবে যুক্তরাষ্ট্র

 

পূর্বাভাসে আরো বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরতে পারে। এর মধ্যে প্রথম ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পরের ২৪ ঘণ্টায় অর্থাৎ আগামী সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আরো পড়ুন
রাজধানীর যে সব স্থানে মিলবে ৬৫০ টাকায় গরুর মাংস

রাজধানীর যেসব স্থানে মিলবে ৬৫০ টাকায় গরুর মাংস

 

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময় তাপমাত্রা আরো কমতে পারে।

 

এদিকে গতকাল সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবান ও পটুয়াখালীতে ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

মন্তব্য

কাল ভোটার দিবস উদযাপন করবে ইসি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কাল ভোটার দিবস উদযাপন করবে ইসি
সংগৃহীত ছবি

সারা দেশে আগামীকাল রবিবার জাতীয় ভোটার দিবস উদযাপন করবে নির্বাচন কমিশন (ইসি)। এ উপলক্ষে মাঠপর্যায়ে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ে শোভাযাত্রা, আলোচনাসভা করা হবে। 

নির্বাচন ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন
ইসরায়েলের কাছে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র ও বুলডোজার বিক্রি করবে যুক্তরাষ্ট্র

ইসরায়েলের কাছে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র ও বুলডোজার বিক্রি করবে যুক্তরাষ্ট্র

 

জানা গেছে, আগামীকাল কেন্দ্রীয় আলোচনাসভা নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে।

এতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের মধ্য থেকে ১০ জন, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি, ইউএনডিপির প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে অবজার্ভার গ্রুপ থেকে কিছু ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে। 

এদিকে ভোটার দিবস উপলক্ষে নাগরিকদের ভোটার হওয়ার প্রতি উৎসাহমূলক নানা প্রচার কার্যক্রমও হাতে নেবে সংস্থাটি। জাতীয় ভোটার দিবসে প্রতিবারের মতো এবার প্রকাশ করা হবে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা। যে তালিকার ভিত্তিতেই হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

মন্তব্য
চিফ প্রসিকিউটরের কার্যালয়

প্রথম আলোর প্রতিবেদন আইসিটি বিচার কার্যক্রমের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
প্রথম আলোর প্রতিবেদন আইসিটি বিচার কার্যক্রমের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ
সংগৃহীত ছবি

‘এটিএম আজহারুলের মামলায় তাজুল ইসলামের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন’ শীর্ষক প্রথম আলোর প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটরের কার্যালয়। এই ধরণের কর্মকাণ্ড জুলাই মাসে চলমান গণহত্যার বিচারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার একটি অশুভ প্রচেষ্টার অংশ বলে বর্ণনা করা হয়েছে।

শুক্রবার জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনটিকে ‘মন্তব্য-ভিত্তিক এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করা হয়েছে। এই প্রতিবেদনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের কার্যালয়ের সুনাম ক্ষুণ্ন করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ২০১০ সাল থেকে জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের আইনজীবী ছিলেন, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের দায়িত্ব গ্রহণের পর তিনি ওই মামলায় অংশ নেননি। সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চকে তিনি আগেই জানিয়েছেন, এই মামলায় তিনি অংশগ্রহণ করবেন না। এ কারণে তার কোনো ‘স্বার্থের সংঘাত’ নেই এবং তিনি পেশাগত আচরণবিধি ও নৈতিকতা লঙ্ঘন করেননি।’

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ‘প্রথম আলোর এই প্রতিবেদনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান বিচার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য সমন্বিত প্রচেষ্টার অংশ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আওয়ামী লীগ এবং পতিত স্বৈরশাসকের পক্ষের একটি স্বার্থান্বেষী মহল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য সম্মিলিত প্রচেষ্টায় লিপ্ত। তাই অবিলম্বে প্রতিবেদনটি প্রত্যাহার এবং এই প্রতিবেদনের জন্য সংশ্লিষ্ট প্রতিবেদককে দুঃখ প্রকাশ করতে হবে বলে দাবি জানিয়েছে চিফ প্রসিকিউটরের কার্যালয় ।
 

মন্তব্য

সর্বশেষ সংবাদ