<p>রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ। আজ শনিবার (২৮ অক্টোবর) বিকেলে পুলিশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অংশ দখলে নেয়। এর আগে দুপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা এগিয়ে এলে পুলিশ প্রথমে পিছু হটে। বিকেলের দিকে বিজয়নগর ও আরামবাগের দিক থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়তে ছুড়তে বিএনপির দলীয় কার্যালয়ের দিকে আসতে থাকে। এর কিছুক্ষণ পর নয়াপল্টন দখলে নিয়ে নেয় পুলিশ। এ সময় বিএনপির নেতাকর্মীদের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় দেখা যায়নি।</p> <p>জানা গেছে, পুরানা পল্টন মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে জিরো পয়েন্টের দিক যাওয়ার চেষ্টা করেন বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের পাল্টা ধাওয়ায় পিছু হটেন তারা। বর্তমানে পুরানা পল্টন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সেখানে জলকামান এবং রায়টকারও প্রস্তুত রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।</p> <p>এর আগে শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ শুরু করে বিএনপি। এরপর দুপুর দেড়টার দিকে কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। অপরদিকে বিজয়নগরেও সংঘর্ষ শুরু হয়। এতে করে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। একই সঙ্গে এক পুলিশ সদস্য নিহত হন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।</p> <p>বিএনপির নেতাকর্মী এবং পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের পর ওই এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, কাকরাইল এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।</p>