<p style="text-align:justify">ইতালিতে ভিসা জালিয়াতির অভিযোগে বাংলাদেশিসহ ৪৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত বুধবার রাত থেকে এ অভিযান শুরু হয়। আজ শনিবার পর্যন্ত অভিযান অব্যাহত থাকে। এই অভিযানেই বাংলাদেশ ও আফ্রিকাসহ বেশ কিছু দেশের ৪৪ জন নাগরিককে গ্রেপ্তার করে ইতালির পুলিশ। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, তা জানা যায়নি।</p> <p style="text-align:justify">গ্রেপ্তারদের মধ্যে ১৩ জনকে কারাগারে, ২৪ জনকে গৃহবন্দী ও ৭ জনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ তদন্তে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানিয়েছে ইতালির পুলিশ প্রশাসন ও প্রসিকিউটররা। নাপলির পাশে সালের্নোতে অস্তিত্বহীন ও ভুয়া তথ্যে বিপুল অর্থের বিনিময়ে প্রায় আড়াই হাজার স্পন্সর ভিসা দেওয়া হয়েছে। চক্রের সঙ্গে সরকারি আমলারাও জড়িত বলে জানা গেছে। </p> <p style="text-align:justify">অভিযানে দালালদের কাছ থেকে নগদ প্রায় ছয় মিলিয়ন অবৈধ ইউরো জব্দ করা হয়েছে। অভিযান আরো জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।</p>